নাটক রিভিউ || "গুলাইল"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "গুলাইল"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটক টি আজকে সকালেই দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | গুলাইল |
---|---|
গল্প | মারুফ হোসাইন সজীব |
পরিচালনা | আরমান রহমান প্রত্যয় |
প্রযোজক | মুশফিকুর রহমান মঞ্জু |
অভিনয়ে | খায়রুল বাসার, সাদিয়া আয়মান সহ আরো অনেকে। |
সময়কাল | ৪০:১৪ |
নাটকে খায়রুল বাসার এর নাম থাকে রায়হান। রায়হান অনেকদিন পর শহর থেকে গ্রামে আসে। গ্রামে এসেই সে তার প্রাইমারি স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে তার হেডমাস্টারের সাথে দেখা করে। অনেকদিন পর তাকে দেখে তার স্যার খুবই খুশি হয়। তবে সে তার স্যারের কাছে একটা আবদার করে। সে চায় সে আবারো প্রাইমারি স্কুলে ভর্তি হবে। এটা শুনে তার হেডমাস্টার অবাক হয়ে যায় এবং অনেক হাসাহাসি করে। তবে তার আবদার দেখে স্যার তাকে ভর্তি করিয়ে দেয়। সে মূলত ইচ্ছে করছিল শৈশবের দিনগুলোতে ফিরে যাওয়ার।
তারপর সে আবারো ক্লাস শুরু করে। ক্লাসের শুরুতেই দেখে সেই স্কুলে টিচার হচ্ছে সাদিয়া আয়মান। রাইয়ান তাকে ছোটবেলা থেকেই চিনতো। ছোটবেলায় সে তাকে কুটলি বলে ডাকত। সাদিয়া তাকে দেখে অবাক হয়ে যায় যে এত বড় একজন মানুষ ক্লাস ফোরে ভর্তি হয়েছে। রায়হান বলে যে, সে হেডমাস্টারের সাথে কথা বলেই ভর্তি হয়েছে। এরপর থেকে প্রতিদিন সে ক্লাস করত। সে মনে মনে সাদিয়া কে পছন্দ করে। রায়হান নানাভাবে চাইতো সে যেন আবারো ছোটবেলার দিনগুলো ফিরে পায়। তবে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায় আর এভাবে ছোটবেলার দিনগুলো ফিরে পাওয়া কখনোই সম্ভব না। বেশ কিছুদিন এভাবেই চলছিল।
হঠাৎ করে রায়হানের এগুলো বিরক্ত লাগছিলো। এরপর দিন তার বাবা শহর থেকে চলে আসে তাকে নেওয়ার জন্য। তার বাবা শহরের খুব বড় একজন ব্যবসায়ী। সে তার বাবার সাথে রাগ করে গ্রামে চলে আসে। শহরে তার ব্যস্তময় জীবন ভালো লাগছিল না। তাই সে চলে আসে গ্রামে। এরপর তার বাবা তাকে বুঝিয়ে গ্রাম থেকে নিয়ে যায়। তবে সে তার ছোটবেলা থেকে পছন্দ করা কুটলী কে ভুলতে পারছিল না। তাই সে কিছুদিন পর আবারো গ্রাম থেকে চলে আসে। এবং তখন কুটলিও বলে যে সে রায়হান কে পছন্দ করে।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
নাটকটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে তেমন কোনো শিক্ষণীয় বিষয় ছিল না এখানে। এখানে মূলত দুইটা জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমত, সময়ের পরিবর্তনটা ফুটিয়ে তোলা হয়েছে। শৈশবের স্মৃতিগুলো যতই চেষ্টা করা হোক না কেন ফিরে পাওয়া যাবে না। এ পাশাপাশি মিষ্টি একটা ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে নাটকটা মোটামুটি ভালোই লেগেছে।
ধন্যবাদান্তে
@isratmim
নাটকটি আমি দেখেছিলাম। আমার কাছে কিন্তু নাটক বেশ ভালোই লেগেছে। তাছাড়া এই জুটির নাটকগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আপনি বেশ সুন্দর করে নাটকের সুন্দর একটি রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন দারুন করে রিভিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
সাদিয়া আরমানের নাটক বেশ ভালোই লাগে আমার কাছে। এই নাটকটির মধ্যে প্রেম রসিকতা তথা রোমান্টিকতা বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে সেই সাথে পুরনো শৈশব এবং সময়ের দৃশ্যপট কে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ভালোই লাগলো নাটকটির রিভিউ পড়ে। খুবই সুন্দর করে আপনি গুলাইল নাটকটি রিভিউ করেছেন ,ধন্যবাদ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর একটি নাটকের করেছেন আপনি। চমৎকার এ নাটক রিভিউ দেখে ভালো লাগলো। আমি এর আগে কোনদিন নাটকটা দেখি নাই। আপনার জন্য দেখার সুযোগ পেলাম।
নাটকটি দেখে আমার কাছেও বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপু আপনি। সাদিয়া আয়মান এর নাটক গুলো ভালো ই লাগে আমার কাছে।গুলাইল নাটকটি এখন পর্যন্ত দেখা হয়নি আমার।সময় করে অবশ্যই দেখবো নাটকটি। সুন্দর নাটক রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
হে সম্ভব হলে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।
এইটা তো অনেক ভালো লাগার নাটক ছিল আপু। ওটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর করে নাটকের মূল বিষয়গুলো উপস্থাপন করেছেন। এমন রিভিউ দেখলে একটা নাটক সম্পর্কে যথেষ্ট ধারণা পাওয়া যায়।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে নাটকের রিভিউ আপনার ভালো লেগেছে জেনে।
আপু, আপনার রিভিউটি সত্যিই দারুণ হয়েছে। সাদিয়া আইমানের নাটকগুলো সবসময় ভালো লাগে আমারও। "গুলাইল" নাটকটি এখনও দেখা হয়নি, তবে এখন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সময় করে দেখতে হবে। রিভিউটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, সত্যিই সুন্দরভাবে তুলে ধরেছেন নাটকটির গল্প।
হ্যাঁ সময় করে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে আপনার কাছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কিছু কিছু নাটক থাকে শিক্ষনীয় না হলেও রোমান্টিক গল্পের হয়ে থাকে। এই নাটক রিভিউ পড়ে মনে হচ্ছে রোমান্টিক প্রেমের গল্পের একটি নাটক। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ নাটকের রিভিউ তুলে ধরেছেন। আয়মান সাদিক ও খাইরুল বাশার এর নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তাদের অভিনয় খুব সুন্দর হয়। সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ আপু সুন্দর ভাবে সম্পূর্ণ নাটক রিভিউ দেওয়ার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
খায়রুল বাশার আর সাদিয়া আয়মানের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে। গুলাইল নাটকের রিভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই নাটকের পুরো কাহিনীটা অনেক সুন্দর ছিল। এরকম নাটক গুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আমি তো ভাবছি সময় পেলে নাটকটা দেখব। তারা দুজনে অনেক সুন্দর অভিনয় করেছে এই নাটকের মধ্যে।
সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।