নাটক রিভিউ || "দূর থেকে ভালোবাসি"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "দূর থেকে ভালোবাসি"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটক টি গতকাল রাতে দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | দূর থেকে ভালোবাসি |
---|---|
গল্প | নাসির খান |
পরিচালনা | মজুমদার শিমুল |
প্রযোজক | মোহাম্মদ কামরুজ্জামান |
অভিনয়ে | ইয়াশ রোহান, তটিনী সহ আরো অনেকে। |
সময়কাল | ৫০:৫২ |
নাটকে ইয়াশ রোহনের নাম থাকে রাতুল এবং তটিনীর নাম পায়রা। পায়রা রাতুলদের বাড়িতে কাজ করতো। রাতুলের বাবা গ্রামের মেম্বার থাকে। তাদের বাড়িতেই পায়রা এবং তার মা কাজ করত। তারা আর্থিক অবস্থা ভীষণ খারাপ ছিল। আর তার বাবা মাঝে মধ্যেই চুরি করতো আর চুরি করে ধরা পড়তো। পায়রা রাতুলের বাবার কাছে হাতে পায়ে ধরে বেশ কয়েকবার ওর বাবাকে ছাড়িয়ে আনে। পায়রা তার বাবাকে বার বার বলে তিনি যেন এসব ছেড়ে দেন। একটা সময় গিয়ে পায়রার বাবা পায়রার কথা শুনে সব কিছু ছেড়ে দেয়। সবকিছুই বেশ ভালোভাবে চলছিল। পায়রার বাবা একটা কাজ করতো আর তারা মা মেয়ে রাতুল দের বাড়িতে কাজ করতো। রাতুল পায়রাকে দেখে খুব পছন্দ করে। রাতের পড়াশোনার জন্য ঢাকা থাকে। গ্রামে গিয়ে সে পায়রাকে দেখে তার পছন্দ হয়ে যায়।
সে পায়রা কে বিভিন্নভাবে বোঝাতে চায় যে সে পায়রাকে ভীষণ ভালোবাসে এবং পছন্দ করে। একদিন পায়রা কে রাতুল তার মনের কথা বলে দেয়। পায়রাও রাতুলকে খুব পছন্দ করে। তবে সে জানত যে রাতুলের পরিবারে তাকে মেনে নেওয়া হবে না। কারণ গ্রামের সবাই তাকে চোরের মেয়ে নামেই জানে। আর তারা আর্থিক দিক থেকেও খুবই গরীব অন্যদিকে রাতুলদের পরিবার বড়লোক। তারপরও তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্কের কথা রাতুলের বাবা জেনে যায়। তিনি রাতুলকে বলেন সে যেন এসব কিছু ছেড়ে ঢাকা চলে যায়। তবে সে এই কথাতে বেশ রাগ করে এবং বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দিন সকালবেলা তার মা তাদের বাড়িতে কাজ করতে গেলে তাকে বলে যে আর কাজে আসতে হবে না। পায়রার মা সব ঘটনা শোনার পর তাকে খুব বকাঝকা করে।
এইসব ঘটনার মধ্যেই হঠাৎ করে গ্রামে একটা চুরির ঘটনায় পায়রার বাবাকে ধরে। পায়রার বাবা আগে চুরিতে যুক্ত ছিল তবে এবার সে কোন রকম কোন চুরি করেনি। তবে গ্রামের মানুষরা একথা কোনভাবেই বিশ্বাস করল না। তারা বিচার বসায় এবং তাদের পুরো পরিবারটাকে গ্রাম থেকে বের করার সিদ্ধান্ত নেয়। এমন সময় রাতুল চলে আসে সেখানে। আজকে এসে বলে যে পায়রার বাবা চুরি করেনি। তার বাবা পায়রার পরিবারকে গ্রাম থেকে বের করার জন্য এরকম একটা ষড়যন্ত্র করেছে। সে তার বাবার নামে সব সত্যি কথা গ্রামের সবার সামনে বলে দেয়। সে আরও বলে যে তার বাবা গ্রামের এইসব চুরির বিচার করে তবে বিভিন্ন দিক থেকে তার বাবাও একজন চোর। বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কম টাকায় কিনে জমা রেখে পরে বেশি দামে বিক্রি করে। তার বাবার আরো কিছু কুকর্মের কথা সবার সামনে বলে দেয় রাতুল। আর সেখানেই রাতুল তার বাবাকে পুলিশের কাছে দিয়ে দেয়। এই ঘটনা দেশে নিজেও খুব কষ্ট পায় এবং তার বাবার কাছে ক্ষমা চায়। তবে সে সব সময় সত্যের পথেই থাকতে চেয়েছে। নাটকের শেষে রাতুল এবং পায়রার ভালোবাসা পূর্ণতা পায়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
বরাবরই একটু ভিন্ন গল্পের নাটক গুলো দেখতে আমি খুব পছন্দ করি। ইয়াশ রোহান, তটিনী এদের জুটিটা আমার খুব পছন্দের। ওদের প্রত্যেকটা নাটকই আমার দেখা হয়। এই নাটকটা দেখে সত্যি বেশ ভালো লেগেছে। নাটকের মধ্যে বেশ কয়েকটা শিক্ষনীয় ব্যাপার ফুটিয়ে তোলা হয়েছে। প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে কখনো ভেদাভেদ থাকে না, এই ব্যাপারটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে নাটকে। এছাড়াও আমাদের সমাজের বাস্তব একটা চিত্র যেটা হচ্ছে আমাদের সমাজের বড় বড় পদে থাকা মানুষগুলো বেশ বড় অংকের টাকা আত্মসাৎ করে দেশের ক্ষতি করে আর তারাই আবার ছোটখাটো চোরদের বিচার করে। এ ব্যাপারটা আমাদের সমাজে খুবই কমন একটা চিত্র। এই নাটকের মধ্যে এই ব্যাপারটা ও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সে আপনাদের কাছে নাটক রিভিউ টা পড়ে ভালো লেগেছে।
ধন্যবাদান্তে
@isratmim
আপু আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। একদম ঠিক প্রকৃত ভালোবাসার মধ্যে কোনো ভেদাভেদ থাকে। যে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনো জাতকূল,ধনী গরীবের তোয়াক্কা করে না। খুব সুন্দর একটি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকের মধ্যে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
কয়েকদিন থেকেই ভাবছিলাম এই নাটকটি দেখব। কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আপনি অনেক সুন্দর করে এই নাটকের রিভিউ উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।
এই নাটকের রিভিউ গত সপ্তাহে আমিও শেয়ার করেছিলাম। নাটকটি আসলেই খুব সুন্দর। ইয়াশ রোহান এবং তটিনী এককথায় দুর্দান্ত অভিনয় করেছে। বিশেষ করে নাটকের শেষের অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নাটকটি দেখে আমার কাছেও বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ আপনাকে করার সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি আজকে চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করেছেন।এই নাটকটি যদিও দেখা হয়নি, তবে রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আসলে নাটক রিভিউ পড়লে আমার মনে হয় আর নাটক দেখার প্রয়োজন হয়।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ওয়াও আপনি আজকে অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের কাছে শেয়ার করছেন আপু। ইয়াশ রোহান আর তটীনির অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। কিছু দিন আগে এই নাটকটির কিছু অংশ দেখছিলাম। যাইহোক নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
নাটকের রিভিউ পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম । ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও নাটকটি দেখা হয়নি তবে আপনার পোস্টে পড়ে নাটকটি দেখার আগ্রহ জাগলো চেষ্টা করব নাটকটি দেখার জন্য। ধন্যবাদ আপু দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ সম্ভব হলে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনার কাছে নাটকটি দেখতে বেশ ভালই লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
অনেক ভালো লেগেছে আমার কাছে "দূর থেকে ভালোবাসি" নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। এই নাটকটা সত্যি অনেক সুন্দর ছিল।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
এই নাটকটি আমার কাছে মনে হচ্ছে যে অনেক ফেমাস৷ কারণ আমাদের কমিউনিটির যেরকম অনেকেই এই নাটকের রিভিউ শেয়ার করেছেন, তেমনি এখানে এই নাটকের যে সকল ছোট ছোট ক্লিপগুলো রয়েছে সেগুলো আমি যখন ইউটিউব অথবা ফেসবুকে যাই তখন অনেক বেশি পরিমাণে আসে৷ আজকে আপনার কাছ থেকেও এই নাটকের রিভিউ পড়ে খুব ভালই লাগলো৷ খুব সুন্দর ভাবে আপনি আজকে এই নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে৷
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
আমার কাছে ইয়াশ এবং তটিনির জুটিটা দেখতে অনেক ভালো লাগে। আজকে আপনি তাদের অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। নাটকের কাহিনীটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তো ভাবছি সময় পেলে এই নাটকটা দেখব। দুইজনের অভিনয় অনেক সুন্দর ছিল নাটকটার মধ্যে।