সংকীর্ণ বাতায়ন

সংকীর্ণ বাতায়ন

IMG20210728171726.jpg

ঘরের সেই জানালা দিয়ে তো অনেক কিছুই দেখা যায় কিন্তু এখন তো সেটা আর চোখে পড়ে না!সংকীর্ণ জানালা দিয়ে অনেক কিছু দেখা যায় কিন্তু গোটা পৃথিবীটাকে উপলব্ধি করা যায় না। গোটা পৃথিবীটাকে উপভোগ করতে গেলে বাতায়নের বাহিরে ঘাড় ঘুরিয়ে চোখ মেলিয়ে দেখতে হবে তাহলে উপভোগ করা যাবে।আমি বহুবার চেষ্টা করেছিলাম ঘরের এক কোনায় থেকে বাতায়নের বাইরের দৃশ্য গুলো খুব সুন্দর ভাবে দেখব কিন্তু তা সম্ভব হয়নি। কারণ বাতায়ন থেকে আমার চোখের এবং আমার দূরত্ব যত বেড়ে যায় তত বাহিরের পৃথিবীটা দেখার ক্ষমতা কমে যায়।তাই আমি বাতায়ন এর সংস্পর্শে এসে আমার মাথাটা বের করে বাহিরে পৃথিবীটাকে উপভোগ করতে চাই। আমার মনে হয় বাহিরে পৃথিবী উপভোগ করতে হলে এবং কিছু শিখতে হলে 'আমার বাংলা ব্লকটা' পরিদর্শন করা দরকার। কারণ এখানে অনেক জ্ঞানের সমাহার অনেক পরিবর্তন আনা সম্ভব মানুষের মাঝে।'বাংলা ব্লগ' একটি বাতায়ন যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারি। জীবনের প্রতিটি ক্ষেত্রে অনেক শেখার আছে।

জ্ঞানকে সমৃদ্ধ করতে এবং নিজেকে সুন্দর করতে শেখার শেষ নেই। আর শিখার জন্য আমাদের পথ খুঁজে নিতে হবে। শেখার জন্য পথের অভাব নেই কিন্তু যে পথে যাই সেখানে অর্থে একটি বিশেষ প্রয়োজন আছে আর যেটি আমাদের সরবরাহ করে থাকে সেটি হচ্ছে আমার 'বাংলা ব্লগ'।

যাই হোক জীবনে যাই করি সকলের প্রতি সম্মান প্রদর্শন করি মনের বাতায়নটা সম্প্রসারিত করতে হবে।

'ধন্যবাদ সকলকে' আমার পোস্টগুলো নিয়মিত পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.031
BTC 84881.81
ETH 1632.67
USDT 1.00
SBD 0.75