DIY(এসো নিজে করি) |একটি ফুলের নকশা অঙ্কন || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



প্রথমেই সবাইকে জানাই নতুন বছর এর শুবেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার আমার তৈরি আরো একটি নকশা আশা করি সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক।


Picsart_22-02-05_11-44-43-164.jpg

আমার তৈরি নকশা।

images (17).jpeg

needed things.png


একটি আর্ট করতে অনেক উপকরণ এর ই প্রয়োজন হয়। আমার যেসব জিনিশ দরকার হয়েছে সেগুলো হলো-

  • A4 সাইজ এর পেপার
  • পেনসিল (2B, HB)
  • রাবার
  • শার্পনার

IMG_20220205_105526.jpg

আমার উপকরণ গুলো।


images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

IMG_20220205_105857.jpg

প্রথমে আমি A4 কাগজে ছোট্ট দুইটি বৃত্ত এঁকে নেই। এর ভিতর আমি ফুল আঁকবো।


অঙ্কনের ধাপ-২

IMG_20220205_110229.jpgIMG_20220205_110335.jpg
এবার আমি ২য় বৃত্তের ভিতর ফুল এর নকশা আঁকি। মোট ৮ টি ফুল আঁকি। সুবিধার জন্য আপনারা উপরে নিচে আর ডানে বামে আগে ফুল গুলো এঁকে তারপর ফাকা যায়গায় বাকি ফুল গুলো কে আঁকবেন।


অঙ্কনের ধাপ-৩

IMG_20220205_110459.jpg
এবার আমি ব্যাসার্ধ বাড়িয়ে নতুন আরো একটি বৃত্ত আঁকি।


অঙ্কনের ধাপ-৪

IMG_20220205_110821.jpgIMG_20220205_111045.jpg
এবার আমি ৩য় বৃত্তের ভিতর একটি ডিজাইন আঁকি। আপনি চাইলে অন্যডিজাইন ও আঁকতে পারেন। যেভাবে সুন্দর হয় আরকি।


অঙ্কনের ধাপ-৫

IMG_20220205_111311.jpgIMG_20220205_111752.jpg
এ পর্যায়ে আমি ৪র্থ বৃত্তটি এঁকে তার ভিতর ডিজাইন করি। চতুর্থ বৃত্তের ভিতর আমি ফুল এর পাপড়ির মত ডিজাইন টি আঁকি।


অঙ্কনের ধাপ-৬

IMG_20220205_111944.jpgIMG_20220205_112105.jpg
এবার চার নং বৃত্তের ভিতরের ফাকা যায়গা গুলোতে ছোট ছোট ফুল এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৭

IMG_20220205_112357.jpg
এবার ফুলের পাপড়ি গুলোর আউটলাইন আঁকি। এটিকে পরবর্তিতে পেনসিল দিয়ে গাঢ় করবো।


অঙ্কনের ধাপ-৮

IMG_20220205_112429.jpgIMG_20220205_112535.jpg
এবার আমি আরো একটু ডিজাইন যুক্ত করি নকশাতে।


অঙ্কনের ধাপ-৯

IMG_20220205_112715.jpgIMG_20220205_112928.jpg
IMG_20220205_113101.jpgIMG_20220205_113526.jpg
এবার আমি পেনসিল দিয়ে রঙ করি। রঙ করা শেষে ফুলের পাপড়ি গুলোর ভিতর গোল গোল করে আরো একটু ডিজাইন যুক্ত করে আমার নকশা অঙ্কন শেষ করি।

images (17).jpeg

final art.png

IMG_20220205_113717.jpg

IMG_20220205_113858.jpg

IMG_20220205_113825.jpg

IMG_20220205_113938.jpg

IMG_20220205_113910.jpg

আমার নকশা


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 3 years ago (edited)

ভাইয়া আপনি অনেক সুন্দর করে একটি ফুলের নকশা অঙ্কন করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল কোর্ড একটু ভুল হয়েছে ঠিক করে নেন ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত এর জন্য। হ্যা একটু ভুল হয়েছিলো টেবিল এর কোড এ। ধরতে পারার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি ঠিক করে দিয়েছি।

 3 years ago 

  • অসাধারণ ফুলের নকশা করেছেন আপনি। এটি আমার খুবই অসাধারণ লেগেছে দেখতে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা টাও খুব ভালো ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাই আপনার অঙ্কন করা ফুলের নকশাটি দেখতে খুবই ভালো লাগছে। চিত্রাঙ্গনটি ধাপে ধাপে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আরো ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত এর জন্য ভাইয়া।

আপনি অনেক সুন্দর একটি অঙ্কন করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন আপনার অংকন টি।সাথে উপস্থাপনা ছিল সত্যি অসাধারণ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন যেনো সামনে আরো উন্নতি করতে পারি।

 3 years ago 

বাহ অসাধারণ একটি ফুলের নকশা অঙ্কন করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার তৈরি করা ফুলের নকশা টি। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করছেন ভাইয়া। সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুলের নকশা অংকন টি খুবই সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। দেখতে অসাধারণ লাগছে ।সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত এর জন্য ভাইয়া।

 3 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর করে ফুলের নকশা অঙ্কন করেছেন। আপনার নকশা আমার অনেক ভালো লেগেছে। আপনার নকশা তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ধাপে ধাপে নকশা তৈরি করে আমাদের মাঝে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটা ফুলের নকশা অংকন করলেন। এরকম নকশাগুলো দেখতে এমনিতেই অনেক সুন্দর দেখায়। তেমনি আপনার আঁকা ফুলের নকশা টা আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤩🤩

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত এর জন্য।

 3 years ago 

একটি ফুলের নকশা চিত্র অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর হয়েছে চিত্র অংকনটি এবং সুন্দরভাবে উপস্থাপন করা কারনে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মতামত এর জন্য।

 3 years ago 

আপনার ম্যান্ডেলা আর্টিস্ট খুবই অসাধারণ হয়েছে। আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে দক্ষতা সহকারে ফুলের নকশা অংকন করেছেন। এক কথায় অসাধারণ। আপনার চিত্র অংকন টি আমার কাছে খুব ভালো লেগেছে । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ এতো সুন্দর মতামত এর জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 85017.71
ETH 2308.37
USDT 1.00
SBD 0.68