আমার পরিচয় || ভেরিিকেশন পোষ্ট || আমরা বাংলা ব্লগ || ১৭-১১-২০২১
আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।সবার জন্য রইল অন্তর থেকে আন্তরিক ভালোবাসা।
আজকে আমি আবার আমার ভেরিফিকেশন পোস্ট করব। চলুন শুরু করা যাক।
আমার পরিচয়
আমার নাম মোঃ আবু সাইদ আকাশ। আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। আমি কম্পিউটার সাবজেক্ট নিয়ে অধ্যয়ন করছি। আমার পরিবারের সদস্যসংখ্যা চারজন আমরা দুই ভাই ও আমার দাদু-দাদি।আমার বাবার নাম: মৃত সেলিম হোসেন লিটন। আমার মায়ের নাম: শেফালী আক্তার শিল্পী। গত দুই বছর আগে আমার বাবা মারা গিয়েছেন। আমার দাদুর নাম মোঃ আব্দুল আউয়াল। তিনি বাংলাদেশ রেলওয়ে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। গত এক বছর আগে তিনি চাকুরী থেকে অবসর নেন। বর্তমানে আমার দাদা-দাদি আমাদের অভিভাবক।আমাদের মানুষ করে তোলার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। এখন তিনি আমাদের পরিবারের যত্ন ও দেখাশোনা করেন। এবং আমার দাদীর নাম: মোছাঃ সাহারা বেগম। এছাড়া আমার দাদা-দাদির আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আমিও আমার দাদা-দাদীকে অনেক বেশি ভালোবাসি। আমার একটি ফুফু আম্মা রয়েছে। আমার ফুপির নাম শামীমা নাসরিন। এবং আমার ফুফার নাম মোঃ সাইদুল ইসলাম।
বর্তমানে আমি পলিটেকনিক ইনস্টিটিউটে ১ম সেমিস্টারে পড়ছি। আমি ঈশ্বরদী,পাবনার এস.এম. স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। আমি সরকারি মডেল বিদ্যালয় থেকে পিএসসি পাস করেছি। আমার ছাত্রজীবন অনেক মজার ছিল। আমি সত্যিই এই স্কুল জীবন উপভোগ করেছি।আমি আমার বন্ধুদের খুব মিস করি। আমি তাদের সাথে সময় কাটালে আনন্দ উপভোগ করি।আমি কখনই আমাদের স্কুল জীবনের ঘটনাগুলি ভুলব না, আরও অনেক কিছু যা জীবনে কখনও ভুলব না। আমি আমার বন্ধুদের অনেক ভালোবাসি তারা আমার খুব কাছের।
আজ আমি আপনাদেরকে আমার সম্পর্কে সমস্ত কিছু বিশ্লেষণ করে বললাম আশা করি সকলের ভাল লাগবে।
আমার সম্পর্কে কিছু কথা
আমি মোঃ আবু সাঈদ আকাশ। আমার ডাকনাম আকাশ।আমি নতুন কিছু জানা,শেখা,দেখা ও পড়তে অত্যন্ত ভালবাসি। টেকনোলজি সম্পর্কে জানার আগ্রহটা আমার সব সময় অত্যন্ত বেশি। এবং টেকনোলজিকে আমি অনেক বেশি গুরুত্ব ও ভালোবাসি।ঘোরাফেরা করতে পছন্দ করি। এবং নতুন মানুষদের সাথে মেলামেশা করতে পছন্দ করি।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সমস্ত নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করবেন। আর অবশ্যই ডিস্ক একটিভ থাকবেন এবং এবিবি স্কুলের নিয়মিত ক্লাস করবেন। শুভকামনা থাকলো আপনার।
প্রথমেই আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। জ্বী ভাইয়া আমি রেগুলার এবিপি স্কুল এর ক্লাস গুলো করছি। ❤️
আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ
আমার বাংলা কমিউনিটিতে আপনাকে সাদর সম্ভাষণ। অনেক সুন্দর হবে আপনি আপনার পরিচয় মূলক পোস্ট করেছেন। সব মিলে একটি তথ্যবহুল পোস্ট করেছেন ভাই। ইনশাল্লাহ লেগে থাকুন সফলতা সূর্য আপনার হাতে ধরা দিবে।
আপনাকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে ভেরিফিকেশন পোস্ট করতে হবে। আপনার রেফারেল উল্লেখ করতে হবে। কার মাধ্যমে বা কিভাবে এই কমিউনিটির সন্ধান পেয়েছেন তা উল্লেখ করতে হবে।
কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।
আমাদের Discord Link : https://discord.gg/yChZ9ptY
নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।
"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ
ধন্যবাদ ভাইয়া,এছাড়া আমি রেগুলার একটিভ থাকি ও ক্লাসগুলো করি
ভাইয়া রেগুলার ক্লাস করে যে জ্ঞান অর্জন করেছি সেটার ওপর আমি লেভেল ওয়ানের' একটি পোস্টও করেছি।
আরো গুছিয়ে লেখ্র চেষ্টা করুন আপনি। আর কার মাধ্যমে এখানে এসেছেন সে সম্পর্কে লিখবেন।উপস্থাপন আরো ভালো করার চেষ্টা করবেন আশা করি নিজের প্রতিভা দিয়ে এগিয়ে যাবেন । শভেচ্ছা রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️ এত সুন্দর করে বলার জন্য।