আমার করা কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ5 months ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG20240928155445 (1).jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি আমাদের ইউনিভার্সিটির ৩য় ফ্লোর থেকে ক্যামেরাবন্দী করেছিলাম। এখান থেকে মসজিদে আল মুস্তাফা, ভার্সিটির মাঠ ও আকাশের মেঘগুলো একসাথে বেশ চমৎকার লাগছিলো। তার উপর আবার তখন ভার্সিটির আকাশ হয়ে একটি বিমান উড়ে যাচ্ছিলো সব মিলিয়ে ফ্রেমটি বেশ চমৎকার ভাবে ক্যামেরাবন্দী করার চেষ্টা করেছি।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG20240928155421 (1).jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটিও আমি ভার্সিটির ৩ য় ফ্লোর থেকে তুলেছিলাম। নিচের যেই জায়গাটি আমরা দেখতে পারছি ওখানে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গ্রুপ স্টাডি থেকে শুরু করে আড্ডা দিয়ে থাকে। একেবারে ইউনিভার্সিটির ক্যান্টিনের ঠিক পাশেই এই জায়গাটি অবস্থিত। মাঝখানে আমরা যেটি দেখতে পারছি সেখানে বেশ কয়েকটি রঙিন মাছ রয়েছে। যেটি ইউনিভার্সিটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG20241002135008.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি করেছিলাম ভার্সিটির ২য় ফ্লোর থেকে। আকাশ তখন বেশ মেঘলা ছিলো। এখান থেকে ভার্সিটির সামনের ভিউটি বেশ চমৎকার আসে। মেঘলা আকাশের ফ্রেমটি ক্যামেরাবন্দী করার জন্য ভার্সিটির ২য় ফ্লোর থেকে এই ফটোগ্রাফিটি ক্লিক করি। আশা করি ফটোগ্রাফিটি আপনাদের ভালো লেগেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG20241002140207 (1).jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি সিড়ি থেকে নামার সময় তুলেছিলাম। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর আর্কিটেকচারাল ভিউ নিতেই ভার্সিটির সিড়ির এই অংশের ফটোগ্রাফি করেছিলাম। আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর আর্কিটেকচারাল ভিউ দেখার মতো সেখান থেকেই ছোট্ট একটি ভিউ আপনাদের মাঝে তুলে ধরলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20241003_231151.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এটি আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর লাইব্রেরি। আমি মাঝে মাঝেই ফ্রী সময়ে লাইব্রেরি তে এসে সময় পড়াশোনা করি। এখানে পিসি এর ও ব্যবস্থা আছে। এখানে পিসি তে এসেও অনেক কিছু প্রাকটিস ও প্রয়োজনীয় কাজ করা যায়। আমি একদিন ভার্সিটির লাইব্রেরি তে পড়ার সময় এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:--৬

IMG20241002151030.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location

এটি লাইব্রেরির ভেতরেই একটি জায়গা। এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। ইউনিভার্সিটির শিক্ষার্থীরা চাইলে এখানে বসে এই বইগুলো পড়তে পারবে। এটি বাদেও আমাদের লাইব্রেরির স্বাধীনতা কর্ণার রয়েছে সেখানে বেশ বড় জায়গা, সেখানে বসেও বিভিন্ন বই পড়া যায়। সেটি নাহয় আরেকদিন আপনাদের মাঝে তুলে ধরবো।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আপনি প্রায়ই আপনার এই কলেজের সুন্দর সুন্দর দৃশ্য আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। আজ আপনার অন্যান্য ফটোগ্রাফির মধ্যে সবথেকে ভালো ফটোগ্রাফি হয়েছে প্রথম ছবিটা। এছাড়াও অন্যান্য ছবিগুলো অনেক বেশি ভালো ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

ওয়াও অনেক সুন্দর হয়েছে তো আপনার এই ফটোগ্রাফি গুলো। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে দেখতে। আপনি সবসময় সুন্দর করে ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আর এর জন্য এখন এত সুন্দর ফটোগ্রাফি করতে পারছেন। আমার কাছে প্রথম ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে দেখতে। বিশেষ করে বিমান উড়ে যাচ্ছে দেখে একটু বেশি ভালো লাগলো।

 5 months ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন । আসলে ফটোগ্রাফি অনেক যত্ন করে করতে হয়। আমি নিজেও সব সময় ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

তোমার ভার্সিটিতে করা কিছু ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। চোখ দুটি জুড়িয়ে গেল। প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। আশা রাখছি আগামীতে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো তোমার কাছে। অনেক অনেক দোয়া, ভালোবাসা ও শুভকামনা তোমার জন্য।

 5 months ago 

আপনি আজকে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাই। সব গুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিলো।আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি মানে ভিন্ন কিছু। আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ। এই ধরনের ফটোগ্রাফি দেখলে মন ভরে যায়। অসাধারণ ভাবে ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96459.90
ETH 2752.56
SBD 0.67