রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম||

in আমার বাংলা ব্লগ4 months ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG_20241104_165502.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


ছোট্ট একটি ছুটি কাটিয়ে আবার আমাদের সেমিস্টারের ক্লাস শুরু হয় আমি ইতিমধ্যেই আপনাদের মাঝে এটি পোস্ট করেছি। এই ফটোগ্রাফিটি আমি ভার্সিটি থেকে বের হওয়ার সময় করেছিলাম। ভার্সিটিতে আমার ক্লাস ছিল সকাল ১১ টা থেকে বিকেল ৪'৩০ পর্যন্ত। ক্লাস শেষ করে ভার্সিটির গ্যালারিতে কিছুক্ষণ আড্ডা দিয়ে ভার্সিটি থেকে বের হতে হতেই পাঁচটা পার হয়ে গিয়েছিল। সেই সময় ভার্সিটির একদম মেইন গেটে এই মিনারটিতে লেখা ইউ আই ইউ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লেখাটি আলোর সাথে বেশ চমৎকার লাগছিল তাই বেশি দেরি না করে ফোন বের করে এই মিনারটির ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করে নেই।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG20241103171811.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফি দিয়ে আমি ভার্সিটি থেকে আসার সময় করেছিলাম। আমি ইতিমধ্যেই আপনাদের মাঝে আমাদের ভার্সিটির মসজিদ মসজিদে আল মোস্তফার বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি। অনেকদিন পর ভার্সিটিতে যাওয়ার পরে এই মসজিদটি দেখে একটি অন্যরকম ভালো লাগা কাজ করে তাই বাড়ি ফেরার পথে এই মসজিদটি ফটোগ্রাফিও ক্যামেরা বন্ধ করে নিই।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG20241028144556.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি করেছিলাম আমি নীলফামারের নীলসাগরে। নীলফামারীতে গিয়ে আমি নীলসাগর ঘুরতে গিয়েছিলাম এখানেও আমি আপনাদের মাঝে নীল সাগরে করা নানা রকম ফটোগ্রাফি শেয়ার করেছি। তবে তখন এই ফটোগ্রাফি টি শেয়ার করা হয়নি। নীলফামারীতে অবস্থিত নীল সাগর অনেক সুন্দর একটি জায়গা এখানকার শীতল বাতাস মনকে মুগ্ধ করে তোলে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG20241028154603.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


ঠিক আছে ফটোগ্রাফিটিও আমি নীল সাগরে করেছিলাম। আমিও আমার বন্ধুরা মিলে যখন নীল সাগর ঘুরব দেখছিলাম তখন আমার চোখে পড়ে এই গাছটি। এই গাছটি দেখেই আমার অনেক ভালো লাগে এবং গাছটি পাখি গাছগুলোর তুলনায় অনেক আলাদা। বট গাছের ছড়িয়ে থাকা শেখর গুলোর সাথে পুরো গাছটি অসম্ভব সুন্দর লাগছে তাই এই গাছটির ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG20241020163652.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফি দিয়ে আমি করেছিলাম ভার্সিটি থেকে বাসায় আসার সময়। সন্ধ্যা তখন ঘনিয়ে আসছিল প্রায় আমি ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম, তখন আকাশের মেঘ অনেক সুন্দর লাগছিলো। এরকম সুন্দর মেঘের ভেলায় একটি বিমান আকাশ দিয়ে উরে যাচ্ছিল। মুহূর্তটি ধরে রাখতে আমি এই দৃশ্যটির ফটোগ্রাফি করে নিয়েছি। আশা করছি আমার করা ফটোগ্রাফি কি আপনাদের ভালো লাগবে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:--৬

IMG_20241104_170934.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location

এই ফটোগ্রাফিটি নীলফামারীতে করা। নীলফামারীর কলেজ স্টেশনের পিছনে আমি আমার বন্ধুরা মাঝে মাঝে হাঁটতে যাই কারণ শহর থেকে খুব কাছেই গ্রামের আমেজ এখানে পাওয়া যায়। তাই বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে এই জায়গায় আড্ডা দেই।তো আমি যখন নীলফামারীতে ছিলাম তখন আমি আমার বন্ধুরা মিলে একদিন নীলফামারী কলেজ স্টেশনের পেছনে হাটতে যাই। সেখানে অবস্থিত এই গাছটি দেখে আমার অনেক ভালো লাগে তাই ফোন বের করে এই গাছটির একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 4 months ago 

খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি তখন অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল। সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।

 4 months ago 

নীলফামারীর নীলসাগরে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে ভাই। জায়গাটি সত্যি খুবই সুন্দর। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো বরাবরই খুব সুন্দর হয়। আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি দেখেও ভালো লাগলো। শেষের ফটোগ্রাফি তো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আকাশের ফটোগ্রাফি টাও সুন্দর হয়েছে। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

বেশ চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। বিশেষ করে দারুণ কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখে ভালো লাগল। দারুণ করেছেন আপনি। আপনার ইউনিভার্সিটি থেকে ধারণ করা ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

 4 months ago 

খেয়াল করে দেখি আপনি খুব সুন্দর ভাবে রেনডম ফটোগ্রাফি গুলো সাজিয়ে থাকেন। আপনার এই ফটো সাজানো আমার কাছে খুব ভালো লাগে। আজকেও বিভিন্ন রকমের ফটোগ্রাফি নিয়ে সুন্দর অ্যালবাম সাজিয়েছেন। মনমুগ্ধকর ছিল পোস্টটা।

 4 months ago 

আজকে আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। আসলে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখলে এমনিতে ভালো লাগে। আর আপনার ফটোগ্রাফি এমনিতে চমৎকার হয়। চমৎকার চমৎকার রেনডম ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 months ago 

খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি তুমি আজকে আমাদের সাথে শেয়ার করেছ আমার কাছে তোমার ইউনিভার্সিটির ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। নতুন সেমিস্টারে ভালোভাবে ক্লাস করো মনোযোগ দিয়ে পড়াশোনা কর এবং সেরাদেরও সেরা হবে এটাই প্রত্যাশা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96484.42
ETH 2765.60
SBD 0.65