আমার করা কিছু রেনডম ফটোগ্রাফি ||
হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।
আমাদের নীলফামারীতে বর্তমানে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১ তারিখ অবধি এই বিজয় মেলা চলবে। আমি আজ বিকালে হাটতে হাটতে নীলফামারী বিজয় মেলায় গিয়েছিলাম। বিজয় মেলায় গিয়ে নাগরদোলার এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম। নাগরদোলায় আমি ছোটতে অনেক উঠেছিলাম। মেলায় এই নাগরদোলা দেখে ছোটবেলার কথা মনে পরে গিয়েছিলো।
এই ফটোগ্রাফিটিও আমি নীলফামারী বিজয় মেলায় করেছিলাম। এই নৌকায় কখনো উঠেনি এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। মেলায় বিভিন্ন রাইডগুলোর মধ্যে এই নৌকা রাইডটি সবার পছন্দের হয়ে থাকে। নৌকা রাইডের মজা ও অন্য সকল রাইডের থেকে ভিন্ন। আমার ব্যক্তিগতভাবে নৌকা রাইডটি অনেক ভালো লাগে।
এগুলো আমাদের সবার অতিপরিচিত হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। আমাদের সবার শৈশবের সাথে জড়িত রয়েছে হাওয়াই মিঠাই। ছোটবেলায় প্রায় সবারই পছন্দের খাবার ছিল হাওয়ায় মিঠাই। আমি যখন নীলফামারী বড় মাঠে প্রবেশ করি তখন হাওয়াই মিঠাই এর এই ফটোগ্রাফিটি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম।
এই ফটোগ্রাফিটি আমি আমার বাসার ছাদ থেকে তুলেছিলাম। পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে। আজকে সন্ধ্যার ঠিক আগে আমি আমার বাসার ছাদে যাই এবং সেখানে পড়ন্ত সূর্য আমার চোখে পড়ে। পড়ন্ত সূর্য এর ফটোগ্রাফি মিস করার প্রশ্নই উঠে না। আশা করি আমার ফটোগ্রাফিটি আপনাদের ভালো লেগেছে।
এই ফটোগ্রাফিটি আমি নীলফামারী বড় মাঠে করেছিলাম। আমি নীলফামারীতে থাকলে প্রায় প্রতিদিন বিকালে নীলফামারী বড় মাঠে হাটতে যাই। এই ফটোগ্রাফিটিও আমি নীলফামারী বড় মাঠে হাটতে গিয়ে তুলেছিলাম। নীলফামারী বড় মাঠ ঢুকতেই আমি নীলফামারী বড় মাঠের এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম।
নীলফামারী বিজয় মেলায় অনেক রকমের স্টল বসেছিলো তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে হাতে বানানো জিনিসপত্র এর স্টলগুলো। এই স্টলগুলো অন্য সকল স্টল এর থেকে আলাদা ও ইউনিক। এই স্টলগুলোর ডেকোরেশন ও বেশ ভালো লেগেছে আমার। আশা করি আপনাদের ভালো লেগেছে।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
🌼ধন্যবাদ🌼
বিষয়: ফোটোগ্রাফি 📸
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।বিশেষ করে বিজয় মেলা থেকে তোলা আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার অনেক পছন্দ হয়েছে। প্রতিটা ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছিল। এরকম ভাবে ফটোগ্রাফি করলে দেখতেও খুব ভালো লাগে। প্রতিনিয়ত এভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে।
আমি আপনার সব গুলো ফটোগ্রাফি দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। সব সময় আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্টগুলো দেখি। অনেক আগ থেকেই আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। অনেক যত্ন আর পরিশ্রম করে আপনি ফটোগ্রাফি করেন তা বুঝা যায়। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আজকে আপনি অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। তবে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো আমার কাছে। বিশেষ করে নীলফামারী বিজয় মেলায় থেকে ফটোগ্রাফি করা গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগলো। তবে ফটোগ্রাফি গুলো সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
নাগরদোলা টা দেখছি বেশ বড়। সত্যি বলতে আমার একটু ভয় করে ওখানে উঠতে হা হা। মেলার অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন আপনি। দেখে বেশ ভালো লাগল। ধন্যবাদ ভাই মেলার ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।