শরৎকালের কাঁশবনে ঘুরতে যাওয়ার মুহূর্ত
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ বন্ধুরা | কেমন আছেন সবাই | আশা করি সবাই ভাল আছেন | আমি জান্নাতুল ফেরদৌস @jannatulfardous চলে আসলাম আপনাদের সাথে আমার একটি খুশির মুহুর্ত শেয়ার করার জন্য |এইতো এক মাস আগের কথা | তখন ছিল বাংলাদেশ শরৎকাল চলছিল | চারপাশে শুধু কাশবন আর কাশবন |
এই সময়টায় অনেকেই কাশবনে ঘুরতে যায় | তাই একদিন আমরাও কাশবন উপভোগ করতে বেরিয়ে পড়লাম | আমি, আমার হাজব্যান্ড ও ছেলেকে নিয়ে |
আমি ছবি তুলতে খুব পছন্দ করি | তাই হাসবেন্ডকে বললাম আমার কতগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দাও | আর সেও কিন্তু খুব ভালো করে ছবি তুলতে পারে |
ছবিগুলো দেখে কি মনে হচ্ছে ? কেমন আমার ফটোগ্রাফার হাজবেন্ড |
সেখানে গিয়ে রিকশা থেকে নামার পরেই হাওয়াই মিঠাই দেখে ছেলে বায়না করল কিনে দেওয়ার জন্য | তাই কিনে দেওয়ার পরে তার একটা ছবি তুলে রাখলাম | এই ছবিটা কিন্তু আমি তুলেছি |
দিনটি সত্যিই খুব আনন্দে কেটে ছিল আমাদের | আর স্থানটি হল আফতাবনগর, ঢাকা বাংলাদেশ |
আপনার কাটানো মূহুর্তটি অনেক সুন্দর,,,
ধন্যবাদ
অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপু। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। চেষ্টা করবেন ক্যামেরা ডিটেলস ও লোকেশন কোড ব্যবহার করতে। এতে করে পোস্ট কোয়ালিটি বহুগুণে বেড়ে যায়
ঠিক আছে, ধন্যবাদ
শরৎকাল কাশফুল আসলে অনেক সুন্দর লাগে আপনি অনেক সুন্দর একটি মুহুর্ত কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। কাশফুলের প্রেমে প্রতিবার আমিও পরি। কিন্তু এবার আর প্রেমে পরা হয় নি। 🥺🥺 সুন্দর একটি মুহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ
চমৎকার ফটোগ্রাফ এবং ইমেজ খুব ভাল ক্রম.
টিপ: প্রতিটি ছবিতে বিষয়বস্তু (পাঠ্য) রাখার চেষ্টা করুন যেমন আপনি সেই সময়ে কী করছিলেন বা কী আপনাকে সেই ছবি তুলতে অনুপ্রাণিত করেছিল যা আপনাকে আপনার প্রকাশনাগুলিকে পাঠকদের চোখে আরও দৃশ্যমান করতে সাহায্য করবে৷
অনুগ্রহ করে ডিসকর্ড সম্প্রদায়ে যান সেখানে আপনি আরও ব্যবহারকারীদের সাথে দেখা করতে পারবেন এবং আপনি সম্প্রদায়ের আরও সদস্যদের সাথে দেখা করতে পারবেন।
DISCORD
ঠিক আছে, ধন্যবাদ