সরিষা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 months ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। অনেকদিন পর আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, শীতকালীন ফসল সরিষা ফুলের ফটোগ্রাফি নিয়ে। আশা করবো আমার এই ফটোগ্রাফি মূলক পোস্ট পড়ার মধ্য দিয়ে আপনারা বেশ অনেক কিছু সম্পর্কে ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করি।

IMG_20231121_072002_579.jpg

Photography device: Infinix hot 11s

Photography Location


ফটোগ্রাফি সমূহ:


শীতকালে ফসলের মাঠের সৌন্দর্য সরিষা ফুল। আমাদের সারা দেশ জুড়ে এই সরিষা ফুলের সৌন্দর্য বেড়ে ওঠে ফসলের মাঠগুলোতে। তবে একটা বিষয় আমাদের নিজের গ্রামে সরিষা ফুলের দেখা খুবই কম মেলে। কারণ এখানে শীতকালীন ফসলের জমি নেই বলেই চলে। বেশিরভাগ এলাকার পুকুরে পরিপূর্ণ। আর যে সমস্ত জায়গা ফসলের জমি রয়েছে সেখানে শুধু ধানের আবাদ। তাই এমন বিভিন্ন ফসলের সৌন্দর্য উপভোগ করতে হলে পাশের গ্রামগুলোতে যেতে হয় অথবা নিজের গ্রামের পুকুর পাড়ে সরিষা বুনতে হয়। অনেকেই পুকুর পাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করে সরিষা বুনে থাকেন। আর এভাবেই পুকুর পাড়ে বেশ কিছু সরিষা গাছ জন্ম নেয় ও ফুল ফোটে। শীতের সময় এলাকার পুকুর ভ্রমণ করতে গিয়েছিলাম সকাল করেই। আর সে ভ্রমণ করতে গিয়ে লক্ষ্য করেছিলাম দূরের কয়েকটা পুকুর পাড়ে এভাবেই সরিষা ফুল ফুটে রয়েছে। আর সে সমস্ত পুকুরের গাছ গুলো দেখেই উৎসাহিত হয়েছিলাম নিজের পুকুরে সরিষা বোনার জন্য। এখানকার পুকুরগুলোতে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ ও গাছ লাগানো হয়। আর এভাবে পুকুরে সৌন্দর্য বৃদ্ধি করা হয় শীতের সময়। আমারে জানি শীতের সময় আমাদের সারা দেশব্যাপী বিভিন্ন প্রকার শাক সবজির গাছ হয়ে থাকে। ফসলের মাঠ থেকে শুরু করে ভরে ওঠে বিভিন্ন পড়ে থাকা জায়গা গুলো।

IMG_20231121_083005285_BURST0006.jpg

IMG_20231121_083014_070.jpg

IMG_20231121_082746_5.jpg


সরিষা ফুল আমি অনেক পছন্দ করি। বিভিন্ন শাকসবজির ফুলের মধ্যে যেমন সৌন্দর্য খুঁজে পাওয়া যায় ঠিক তেমনি ফসলের বিভিন্ন ফুলের মধ্যে রয়েছে অন্যরকম সৌন্দর্য। শীতের সময় আমি প্রায় লক্ষ্য করে দেখি সরিষা ফুলের মাঠে,অনেক মানুষ ফটো ধারন করার জন্য উপস্থিত হয়। বেশ ভালো লাগে এমন সুন্দর চিত্রগুলো দেখে। কারণ সরিষা ফুলের সৌন্দর্য রয়েছে বলেই মানুষ উপভোগ করার জন্য ছুটে যায় এই ফসলের দিকে। আর মানুষের মত কীটপতঙ্গ হিসেবে মৌমাছি এসে উপস্থিত হয় মধু আহরণের জন্য। আমরা জানি শীতের সময় সরিষা ফুলের মধু সারা দেশব্যাপী কেনাকাটার ব্যাপক চাহিদা শুরু হয়। তবে তা মূলত এই সরিষা ফুলেরি কারণে সম্ভব। একটি গাছে অনেকগুলো সরিষা ফুল হয়ে থাকে। যখন সারা গাছ সরিষা ফুলে পরিপূর্ণ হয়ে যায় তখন তার সৌন্দর্য বৃদ্ধি পায়। যখন সারা জমিতে প্রত্যেকটা সরিষার গাছে এভাবে ফুল ফোটে তখন তার সৌন্দর্য কতটা তা নিজ থেকে উপলব্ধি করতে হবে।

IMG_20231121_072028_131.jpg

IMG_20231121_082819_699.jpg

IMG_20231121_082826_277.jpg


আমি যখন মাঠের পুকুর ভ্রমন করতে গিয়েছিলাম, তখন সেখানে এভাবেই সরিষা ফুল দেখে উৎসাহিত হয়ে নিজেও নিজের নিজের পুকুর পাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে সরিষা বুনে দিয়েছিলাম। এরপর ধীরে ধীরে লক্ষ্য করা গেল সরিষার গাছ বের হয়ে বড় হতে রয়েছে। বেশ ভালো লাগছিল হয়তো আমার পুকুর পাড়ে কেউ সরিষার গাছ হয়ে ফুল ফুটবে। তবে একটা মুহূর্তে দেখতে দেখতে চোখের সামনে পুকুর পাড়ের সৌন্দর্য বৃদ্ধি হতে থাকলো। এরপর পুকুর পাড় ভরে গেল সরিষা গাছে। বেশ ভালো লেগেছিল নিজের সরিষা বুনে ফুল ফুটাতে পেরে। তবে এবারও চেষ্টা করব পুকুরপাড়ের বিভিন্ন জায়গায় সরিষা বুনে ফুল ফোটাতে। কারণ শেষ সরিষা গাছের ফুল গুলো পুকুর পাড়ে সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারব ঠিক এভাবে। আমরা সবাই কিন্তু চাইলে এভাবেই আমাদের পরিবেশ সুন্দর করতে পারি এবং নিজের মতো করে অন্যান্য ফুল গাছ লাগানোর পাশাপাশি সরিষার সিজনে সরিষা বুনে, সরিষা গাছ ও ফুল ফুটাতে পারি। অবশেষে একটি কথাই বলবো, আমারও চাইলে খুব সুন্দর ভাবে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি অথবা আমাদের কর্মস্থলে সৌন্দর্য বৃদ্ধি করতে পারি এভাবে। আর সরিষা ফুলের সৌন্দর্য ব্যাপক। যা দারুন ভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং মধু উৎপাদনের সুযোগ তৈরি করে দেয় মৌমাছিকে। সামনের শীতের সময় আসছে আমারও চাইলে মৌমাছির মধ্যে সংরক্ষণ করার সুযোগ করে দিতে পারি এভাবে সরিষা বুনে।

IMG_20231121_082837_169.jpg

IMG_20231121_070721_2.jpg

IMG_20231231_163756_643.jpg


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্ট বিবরণ


বিষয়সরিষা ফুল
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  
 6 months ago 

প্রকৃতির পরিবেশে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই। সরিষা ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। হলুদ পাপড়ির ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। এত চমৎকার সরিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 5 months ago 

ঠিক বলেছেন পাপড়ির সৌন্দর্য অনেক

 6 months ago 

আসলে ভাইয়া সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।সত্যি শীতের সময় সরিষা ফুল গুলো দেখে মন প্রাণ জুড়ে যায়। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি ফুল গুলো দেখতে অসাধারণ। ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

হ্যাঁ শীতের সময় ফসলের মাঠে সৌন্দর্য বৃদ্ধি করে

 6 months ago 

অসময়ে সরিষা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

জেনে খুশি হলাম

 6 months ago 

এই অসময় এত সুন্দর সরিষা ফুল দেখতে পাবো কখনোই ভাবতে পারি নাই।সরিষা ফুল আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে সরিষা ফুলের ঘ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে।যাইহোক আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুন হয়েছে।ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 5 months ago 

হ্যাঁ আমার কাছেও এই ঘ্রাণ অনেক ভালো লাগে

 6 months ago 

অনেকদিন পর সরিষার ক্ষেত এবং সরিষার ফুল দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আপনার শেয়ার করার সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 5 months ago 

ভালো লাগাতে পেরেছি জেনে খুশি হলাম

 5 months ago 

অনেক দিন পর সরিষা ফুল দেখে খুব ভালো লাগলো। আমাদের গ্ৰামে শীতের সময় সরিষা ক্ষেতের অভাব থাকে না। সেই সময় সবাই ফটোগ্রাফি করার জন্য ছুটে যায় সরিষা ক্ষেতে। শীতের সৌন্দর্যই যেনো সরিষা ফুলকে ঘিরে। এই ফুল শুধু তার সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে না,ফুল দিয়ে বড়া বানিয়ে খেতেও খুব ভালো লাগে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

আমার মোবাইলের গ্যালারিতে রয়ে গেছে অনেক ফটো।

 5 months ago 

সরিষা ফুলের সৌন্দর্য্যটাই আলাদা।তবে এটা চাষের আলাদা জমি নেই বলে আপনি আপনার পুকুর পাড়ে চাষ করেছেন জেনে ভালো লাগলো।আপনার পুকুর পাড়ে বেশ ভালো সবজি ফসল হয় সেটা ইতিপূর্বেও দেখেছি।সুন্দর হয়েছে সরিষা ফুলের গাছগুলো।ফটোগ্রাফিগুলি সুন্দর ছিল, ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

হ্যাঁ ঠিক বলেছেন আপনি

 5 months ago 

সরিষা ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে। আজ আপনি সরিষা ফুলের দারুন কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই নিখুঁতভাবে ফটোগ্রাফির প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

আমারও খুব ভালো লাগে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 95768.49
ETH 2809.01
SBD 0.67