গান কভার:)- জানি তুমিও ঘুমাতে পারোনি।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম" |
---|
![]() |
---|
হ্যালো বন্ধুরা 💞
আমার বাংলা ব্লগ পরিবার । প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গান কভার:)- জানি তুমিও ঘুমাতে পারোনি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
- গান:- জানি তুমিও ঘুমাতে পারোনি।
- শিল্পী:- সনু নিগম।
- কভার:- @limon88.
প্রথমেই বিনোদন প্রেমিকদের কে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আমার পছন্দের একটি গান কভার করে শোনার চেষ্টা করেছি। আপনাদের কে বিনোদন দিতে পারলে ভীষণ ভালো লাগে। সনু নিগম আমার পছন্দের শিল্পীর মধ্যে একজন। সনু নিগম এর বেশ কিছু গান আমার পছন্দের তালিকায় রয়েছে। যদিও এখন অফিসের কাজে খুব ব্যস্ত সময় পার করতেছি। এর পরে ও আজকে অফিস থেকে বাসায় আসার পর গানটি কভার করলাম। গানটি হচ্ছে জানি তুমিও ঘুমাতে পারোনি। আমার জানা মতে আমার মতো অনেকের পছন্দের একটি গান। গানটি অনেক পুরানো তবে বেশ জনপ্রিয় একটি গান। এধরনের গান গুলো শুনতে একটু বেশি ভালো লাগে। আমি যখন গান কভার করছিলাম পাশে আমার মেয়ে ছিলো জান্নাতুল লিয়া। মাঝে মধ্যে একটু তার কথার সাউন্ড গানের মাঝে চলে এসেছে। ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে কভার করেছি। নিচে গানের ভিডিও লিংক শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
গানটির লিরিক্স:-
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে
জানি তুমিও ঘুমাতে পারোনি
একটু সহজ হতে ছিলো না তো দোষ
কি এমন দোষ হতো করলে আপস
যদি দু'জনে ভুলে যেতাম সব অভিমান
কি এমন ক্ষতি ছিলো বলো তাতে
জানি তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে
জানি তুমিও ঘুমাতে পারোনি
এইতো সেদিন তুমি হাতে নিয়ে ফুল
বলেছিলে কোনদিন বুঝো না গো ভুল
এইতো সেদিন তুমি হাতে নিয়ে ফুল
বলেছিলে কোনদিন বুঝো না গো ভুল
যদি দু'জনে ফিরে পেতাম সেই মধুক্ষণ
কি এমন ক্ষতি ছিলো বলো তাতে
জানি তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে
জানি তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে
জানি তুমিও ঘুমাতে পারোনি
বিভাগ | গান। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | জানি তুমিও ঘুমাতে পারোনি। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
কভার | @limon88 |
![]() |
---|
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
ভালোলাগার একটি গান কভার করেছেন আপনি। আপনার কন্ঠে দারুন গান শুনতে পেলে ভালো লাগলো। এই গানটা আমি অনেকবার শুনেছি। অনেক অনেক ভালো লাগে সনু নিগামের অ্যালবাম গুলো। অসাধারণ এই গান আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
https://x.com/HouqeLimon/status/1846195411717091549?t=CwCHHxCDNyuHOLejbgTfFQ&s=19
খুব জনপ্রিয় একটি গান কভার করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া।এই গানটি আমার কাছে ভালই লাগে।মাঝে মাঝে আমিও গানটি শুনে থাকি।তবে আপনি কিন্তু গানটি দারুন গেয়েছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অনেক দিন পর আপনার গান শুনলাম।গানটি আমার খুব পছন্দের। আপনার কন্ঠে শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য।
গানটি শুনে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।
অনেক সুন্দর একটা গান ব্যবহার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। সনু নিগমের গাওয়া এই গানটা সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। গানটা শুনলেই যেন পুরনো দিনের কথা মনে পড়ে যায়।
দারুণ একটি গান কভার করেছেন ভাই। শিল্পী সনু নিগম এর গান গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে শুনি। তবে আপনার কন্ঠে "জানি তুমিও ঘুমাতে পারোনি" এই গান শুনে মন ভরে গেল। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।
অনেক সুন্দর একটি গান কভার শেয়ার করলেন আপনি। এত সুন্দর গান কাভার শুনে মুগ্ধ হয়ে গেছি। আপনার কন্ঠে গাওয়া গান গুলো আমার সব সময় ভালো লাগে। আপনার আজকের শেয়ার করা এই গান আমার খুবই পছন্দের একটি গান।
সনু নিগাম স্যারের এই গানটি অনেকবার শুনেছি আমার কাছে খুব ভালো লাগে। আপনার কন্ঠে এই গানটি চমৎকার হয়েছে ভাই। আপনি মাঝেমধ্যে হ্যাংআউটে গান করেন আপনার গান গুলো ভাল লাগে আমার কাছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর গান কভার করেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।
পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে আপু।