বেশ কিছুদিন ধরে একটি ভাল মোটরসাইকেল কিনব এমন এক কথা হচ্ছিল আমাদের পরিবারে। প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেকেন্ড হ্যান্ড মোবাইল নেওয়া হোক এক লাখ টাকা দিয়ে। শুনেছিলাম আমাদের নিকটস্থ আলমডাঙ্গা হাটে বিভিন্ন প্রকার সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল পাওয়া যায়। সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হলো আগামী শুক্রবারে আমরা ওই হাটে যাব ছয় মাস এক বছর ব্যবহার করা হয়েছে কাগজ পাতি রয়েছে এমন একটা গাড়ি কিনে নিয়ে আনবো। তবে বেশি আশা ছিল ডিসকভারি অথবা পালসার গাড়ির মধ্যে গাড়ি কেনা হবে। এরপর হঠাৎ বিভিন্ন জনার পরামর্শে মোড চেঞ্জ হলো আমাদের। উদ্দেশ্য হলো পুরাতন গাড়ি বলে কোন শব্দ মাথায় আনবো না সাধ্য যত আছে সেই টাকার মধ্যে নতুন গাড়ি কিনব। কারণ ২ লাখ ২৫০ লাখ টাকার গাড়ি যদি এক লাখ টাকায় কেনা হয় নষ্ট হতেই থাকে সারতে সারতে যন্ত্রণা পথেই জীবন যাবে।

Photography device: Infinix hot 11s
Location
হঠাৎ করে বাড়ির মধ্যে আমাদের তিনজনার মতামত নির্দিষ্ট হল আমরা সত্যি নতুন গাড়ি কিনব এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল গাড়ি কিনতে যাব ঠিক সেভাবেই আমরা বের হয়ে পড়ে বা মন্দির বাজারে উপস্থিত হলাম ৩০ শে নভেম্বর, বৃহস্পতিবারের সন্ধ্যায়। আমি আমার বড় ভাই আব্বা এবং আমাদের ভাগ্নে মিঠু একসাথে চলে গেলাম বামুন্দি বাজারে। এদিকে আমার বন্ধু মারুফ আর তার মেজ ভাই কিছুক্ষণ পরে আসলো। বামুন্দি বাজারে আমার নোয়াখালুর বাসা, মোবাইলে ওনাকেও ডেকে নেয়া হলো। এরপর আমাদের গন্তব্য ছিল উত্তরা মটরসে প্লাটুনা হান্ড্রেড টেন সিসির গাড়ি নেওয়া।


Photography device: Infinix hot 11s
Location
আমরা শো রুমের মধ্যে প্রবেশ করলাম এবং বিভিন্ন গাড়িগুলো দেখার চেষ্টা করলাম। বেশ সুন্দর সুন্দর গাড়ি এখানে ছিল একদম ১ লাখ থেকে শুরু করে দুই লাখ আড়াই লাখ টাকা দামের বিভিন্ন মডেলের গাড়ি। আমরা বিভিন্ন গাড়ি দেখতে থাকলাম দাম জানতে থাকলাম কিন্তু আমাদের যে উদ্দেশ্য ছিল প্লাটুনা ১১০ সিসি গাড়ি কেনা সেটা তখন ছিল না ওখানে।


Photography device: Infinix hot 11s
Location
নিজেরা যেই বাইকের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলাম সেটা না থাকায় আমাদের মন সত্যি অনেক খারাপ হচ্ছিল। তারপরেও আমরা ভালো ধারণা পাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন বাইক গুলো দেখতে থাকলাম আর দাম সম্পর্কেও অবগত হলাম। এভাবেই অনেকটা সময় আমাদের অতিবাহিত হল বামুন্দি বাজারের উত্তরা মটরস শোরুম এর মধ্যে। এদিকে পড়ন্ত বিকেলে আমাদের এখানে বেশি সময় থাকা ঠিক হবে না,যেহেতু কাঙ্খিত বাইক পাওয়ার জন্য আরো অন্য শোরুমে যেতে হবে।






Photography device: Infinix hot 11s
location
এরপর আমরা শোরুমের বাইরে এসে উপস্থিত হলাম। আমরা আমাদের মধ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করলাম কি করা যায়। আমরা যে বাইকটার উদ্দেশ্যে এসেছি সেটা দেবো নাকি আরো অন্য একটা দেখব। এদিকে বেশ কিছু জ্ঞান দেওয়া মানুষরা মোবাইলে জ্ঞান দিতে থাকলো তোমরা টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড ট্রেন সিসি দেখতে পারো। ওদিকে আমার বন্ধু মারুফ এখনো এসে পৌঁছায়নি। তাই মারুফকে বলে দিলাম এই শোরুমে আসার আর দরকার নেই বাস স্ট্যান্ডের মোড়ে টিভিএস শোরুমে এসে দাঁড়াতে। আর এভাবে আমরা উত্তরা মটরস থেকে বিদায় গ্রহণ করলাম টিভিএস শোরুম এর উদ্দেশ্যে।



Photography device: Infinix hot 11s
location

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
আপনার আপুরাতন মোটরসাইকেলের পরিবর্তে নতুন মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টা জানতে পেরে খুবই ভালো লাগলো। আমি লক্ষ্য করে দেখেছি পুরাতন মোটরসাইকেল কিনলে সব সময় সেটা সার্ভিসিং করতে করতেই জীবন শেষ হয়ে যায়। আসলে প্লাটিনা মোটরসাইকেল এখন পাওয়াটা একটু কষ্টের তারপরও ভালোভাবে খুঁজতে হবে আশা করি আপনাদের পছন্দের মোটরসাইকেল পেয়ে যাবেন।
হ্যাঁ অবশেষে সিদ্ধান্ত হয়ে গেছিল মোটরসাইকেল নতুন নিতে হবে
পুরাতন মোটরসাইকেল কিনলে অনেক যন্ত্রনা। তার চেয়ে একটু বেশি টাকা হলে নতুন মোটরসাইকেল কিনা ভালো। আর মোটরসাইকেলের শোরুমে গেলে এমনিতে মাথা ঘুরে কোনটা রেখে কোনটা দেখবে। তবে এটি ঠিক কিছু কিনার সময় অনেক মানুষ জ্ঞান দিয়ে থাকে। যাই হোক অনেক সুন্দর করে পোস্টটি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
এটা সত্যি কথা তাই নতুন মোটরসাইকেল কিনেছি ভাই
আসলে সেদিন মোটরসাইকেল কিনতে গিয়ে উত্তরা শোরুম এগিয়ে কোন লাভ হলো না। চেয়েছিলাম প্লাটিনা ১১০ সিসি গাড়িটি কিনতে। কিন্তু শোরুমে গিয়ে দেখলাম আমাদের পছন্দের গাড়িটি অলরেডি বিক্রয় হয়ে গেছে। তাই বাধ্য হয়ে সেখান থেকে টিভিএস শোরুমে যেতে হল।
যেটা কপালে আছে সেটাই পাওয়া যাবে