মায়ের ভালোবাসা - ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar ।
আশা করি সবাই অনেক ভাল আছেন ,আর আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে আরও একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আমরা আমাদের জীবনের যাকে আমরা সবথেকে বেশি আপন ভাবি সেই আমাদের মা। মা যে কতটা আপন সেটা আমরা সবাই একটু একটু বুঝি। হয়তো যাদের মা নেই তারা একটু বেশি বুঝি , মা ছাড়া আমরা কতটা অসহায় ,সেটা আসলে যাদের মা নেই তাদের দিকে তাকালে বোঝা যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত এই মাকে ভালোবাসা, শ্রদ্ধা করা। মাকে নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু লিখব আশাকরি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
আজকে মা দিবস সেটা আমরা সবাই জানি। কিন্তু আমি মনে করি যে মাকে ভালোবাসায় কোন দিবস লাগে না সবসময়ই মায়ের জন্য অফুরন্ত ভালোবাসা থাকা চাই। যদি আমরা এরকম ভাবে সবসময় মাকে ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো। স্বয়ং আল্লাহ তাআলা কুরআন পাকে মা-বাবাকে ভালোবাসার কথা বলেছেন বারবার। যদি মাকে ভালো না বাসতে পারি মা-বাবার যে দায়িত্ব কর্তব্য সেগুলো পালন না করতে পারি তাহলে কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হতে পারে।
সে জন্য কিন্তু আমাদেরকে আমাদের যে মা-বাবা আছে তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা উচিত ,তাদের খেয়াল রাখা উচিত। ছোটবেলায় দেখেছি মা আমাদের জন্য কতটা কষ্ট করেছে। আমি খুব ছোট থেকে স্কুলে গিয়েছি, যেহেতু আমার স্কুলের পাশে ছিল আমি ছোটবেলা সবসময় চাইতাম বেশি বেশি পড়াশোনা করতে। যে জন্য আমার বয়স হওয়ার আগেই কিন্তু আমাকে স্কুল দিতে হয়েছিল। আমি এবং আমার ছোট ভাই মোটামুটি কাছাকাছি আমাদের বয়স প্রায় সেম ,তো আমরা দুজনে ছোট ছিলাম আমাদের এই দু'জনকে সামলে মা কতটা কষ্ট করেছে, সেটা কিন্তু এখন বুঝতে পারি।
ছোটবেলার বুঝতে পারেনি ,মায়ের কথা শুনিনি কিন্তু এখন যেটা বুজতে পারি সেটা যদি ছোটবেলায় বুঝতাম তাহলে কিন্তু আর মাকে কষ্ট দিতাম না। আমি মনে করি যে আমাদের প্রত্যেক সন্তানদের উচিত আমাদের মাকে ভালোবাসা। বাবা কিন্তু কম নয় বাবা কেউ আমাদেরকে ভালোবাসা উচিত এবং তাকে শ্রদ্ধা করা উচিত। যদি আপনি আপনার মায়ের কষ্ট বুঝতে চান তাহলে যখন আপনি বিয়ে করবেন এরপর যদি আপনার সন্তান হয় তাহলে আপনি আপনার বউ কে দেখবেন তাহলে বুঝবেন যে আপনার মা আপনাকে নিয়ে ছোটবেলায় কতটা কষ্ট করেছে।
হয়তো আমরা অনেক সন্তান আছে যারা এই মায়ের কষ্ট বুঝতে চাই না। আমরা হয়তো মাকে শ্রদ্ধা করি না বা তাকে বিভিন্নভাবে কষ্ট দিতে চাই, মা যদি আমাদেরকে কোন কথা বলে সেই কথাগুলো কে আমরা এড়িয়ে যেতে চাই। কিন্তু যদি আমরা এটা উপলব্দি করতে পারি যে আমাদের মা আমাদের ছোট থেকে এখন পর্যন্ত কতটা কষ্ট করেছে তাহলে আমি আপনি হয়তো এই কষ্ট গুলো আপনার মাকে দিতে চাইবেন না বা দিতে পারবেন না.আপনি এজন্য আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনার মা আপনাকে নিয়ে কতটা কষ্ট করেছে কিংবা আপনাকে ছোটবেলা থেকে কিভাবে মানুষ করেছেন।
যদি মাকে নিয়ে লিখতে শুরু করি সেটা কিন্তু কখনোই আমরা শেষ করতে পারবো না। কারণ মায়ের ভালোবাসা আমাদের জীবনে অতুলনীয় এ.টা আমরা কখনোই কোথাও পাবো না. এটা খুঁজতে খুঁজতে যদি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাই তবু ও মায়ের ভালোবাসা কোথাও পাওয়া যাবে না। আমাদের যাদের মা নেই তারা হয়তো বুঝতে পারি মায়ের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু যাদের মা আছে তারা হয় মাকে অবহেলা করি কিন্তু এটা মোটেও উচিত নয়। মাকে আমাদের সবসময় ভালোবাসা উচিত এবং মায়ের ভালোবাসা গ্রহণ করা উচিত।
আজ এই পর্যন্তই আর লিখব না। তবে সকল মায়েদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আগামী কাল আরো কোন বিষয়ে পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।
@kawsar
জনম দুখিনী মা আমার, যেখানেই থাক, ভাল থাক। দোয়া করিস আমার জন্যে।
মায়ের ভালোবাসার তুলনা হয়না মা দিবসে কেন্দ্র করে খুব সুন্দর কিছু আবেগ অনুভূতি আপনি তুলে ধরেছেন আপনার পোষ্টের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সবসময় এই কামনা করি।
আসলেই ভাই মায়ের সাথে কারো তুলনা হয়না।
আজকে মা দিবস সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল।আপ্নি মা দিবস উপলক্ষে খুবিই দারুন লেখা উপহার দিয়েছেন।এটা ঠিক বলছেন যে মাকে নিয়ে কখনো লেখা শেষ হবে না। মায়ের ভালোবাসা সত্যিই অতুলনীয় এভাবে অন্য কেউ আর ভালোবাসতে জানে না।ধন্যবাদ ভাই আপনার প্রতিভা আমাদের মাঝে শেয়ার করার জন্য
জি ভাইয়া আপনি একদমই ঠিক বলেছেন।
মাকে ভালবাসতে কোন একটি দিনক্ষণ লাগেনা। মাকে ভালোবাসা যায় প্রতিদিনই প্রতি মুহূর্তেই প্রতি ক্ষণে ক্ষণে। আসলে যার মা নেই সেই ভালো বোঝে মা না থাকার কি ব্যথা। অনেক সুন্দর ভাবে আপনি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া আমরা যদি মায়ের খেয়াল না রাখতে পারি তাদের দায়িত্ব গুলো যদি পালন না করতে পারি তাহলে অবশ্যই আমাদের মহান সৃষ্টিকর্তা হিসাব নিবেন। মা হলো আমাদের জন্য অমুল্য সম্পদ তাই সব সময় আমাদের মা-বাবাকে আগলে রাখা উচিত । আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লেগেছে ভাইয়া ধন্যবাদ।