আবেগের কবিতা 🇧🇩🇧🇩 মাতৃভূমি♥️♥️

in আমার বাংলা ব্লগ2 years ago

১১জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ

২৫মে , ২০২৩ খ্রিস্টাব্দ
০৪জিলক্বদ, ১৪৪৪ হিজরী
বৃহস্পতিবার।
গ্রীষ্মকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


borders-2099198_1280.webp

Source


দেশের প্রতি আমাদের সবারই অন্যরকম একটি ভালোবাসা এবং অন্যরকম একটি মায়া কাজ করে।। পৃথিবীর আপনি যে প্রান্তেই যেখানেই যত ভালো অবস্থানেই থাকেন না কেন ,বারবার ফিরে আসতে মন চাইবে আপনার মাতৃভূমিতে।। মাতৃভূমির মায়া মাটি ও মায়ের ভালোবাসা এ যেন কখনোই ভোলার নয়।। পাঁচ বছর আগে আমার এক ফ্রেন্ড বিদেশ গিয়েছে। জুন মাসের প্রথম সপ্তাহে বাড়ি ফিরবে। প্রায় প্রতিদিনই একটু একটু করে ওর সাথে আমার কথা হয়।। ওর কথা শুনে আমি আবারও এই বাংলার মায়ায় পড়ে যাই। ও আমাকে বলে যেখানেই থাকি যে অবস্থাতেই থাকি বারবার ফিরে মন ছুটে চলে আমার বাংলাদেশে।। এখন শুধু অপেক্ষায় আছি আমার সেই দিনটির জন্য কখন আমি উড়াল দেবো আমার নিজের দেশে।। দেশের মায়া মমতা আর মাটির গন্ধ নদীর কলতান পাখিদের গান আর মায়ের মুখের ভাষা পৃথিবীর আর কোথাও মিলবে না।। দুইটা দেশ ভ্রমণ করলাম কিন্তু বাংলাদেশের মতো এমন সবুজ শ্যামল এবং সাজানো গোছানো দেশ আমার চোখে পরলো না।। আজ কদিন ধরে ওর এরকম দেশের প্রতি আবেগ এবং ভালোবাসার কথাগুলো শুনেই মূলত আমার আজকের এই কবিতাটি লেখা ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।


মাতৃভূমি

আরো একটু অপেক্ষা,

আসছি তোমার বুকে মিলাতে নিজেকে,
বহুদিন নেওয়া হয়নি তোমার গায়ের সৌরভ,
তাই এখন অপেক্ষায় ক্লান্ত আমি,
একটু অপেক্ষা প্রিয় মাতৃভূমি !


আমি আসছি তোমার বুকে,
নিজেকে আবার ছোঁয়াতে,
আসছি তোমায় ভোরের কবিতা শোনাতে,
আসছি আমার স্বপ্ন কথা আর গল্প নিয়ে,
শত শত স্মৃতি ডাইরীর পাতায় !


আবারো উপভোগ করবো ষড়ঋতু!!
তোমার বুকে বসে নবান্নের উৎসব ,
আর বসন্তের হবো মাতাল,
শীতের ধমকা হাওয়া গায়ে জড়াতে ।
পদ্মার কলতান পাখিদের গান,
আর মাঝিদের সূরে ভাটিয়ালি গান।


আসছি আমার মায়ের মমতা ঘীরে,
আরেকবার পিছু ফিরে বাংলাকে দেখতে ।
মাতৃভূমি তোমার জন্যই আমার পিছু ফিরে দেখা,
আর চাইনা থাকতে একা ।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

মাতৃভূমি কবিতাটি দারুণ হয়েছে ভাইয়া ৷ চমৎকার লিখেছেন ৷ এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আমার ৷ কবিতার প্রত্যেকটি লাইন সুন্দর ছিলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আমার লেখা মাতৃভূমি কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।।।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 79790.33
ETH 1526.58
USDT 1.00
SBD 0.82