সকল মায়েদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা /১০% প্রিয় 💞 @shy-fox
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।
আজ ৮ মে ২০২২ বিশ্ব মা দিবস। আজকের মা দিবসে সকল মায়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাইকে মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
আমি আপনাদের মা দিবস সম্পর্কে আমার কিছু অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
মা শব্দটি কত মধুর এর গভীরতা কতটুকু আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। মা শব্দটি বলার সাথে সাথে হৃদয়ের মাঝে শান্তি অনুভব হয় । সন্তানের শেষ ভালোবাসার আশ্রয়স্থল হলো মা। ক্ষুদ্র এই জীবনে অনেকে আসবে অনেকে মায়া মমতা ভালবাসা দিবে। কিন্তু মায়ের মত নয়। জীবনে চলার পথে লাল নীল হলুদ আলোকবর্তিকার মতন অনেকে আসবে সাময়িকভাবে জীবনকে আলোকিত করবে কিন্তু মায়ের মতন নয়। মা এমনই একজন যিনি জন্ম দেওয়া থেকে শুরু করে সন্তানের মৃত্যুর মায়ের শ্বাস-প্রশ্বাসে অশ্রু ঝরে। আসলে মায়ের ভালোবাসা কেমন তা বুঝিয়ে বলা সম্ভব নয়। বাস্তবতা বলছে যে সকলের ভালোবাসার পেছনে কিছু না কিছু হলেও প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থ রয়েছে। কিন্তু পৃথিবীতে একমাত্র মা নিঃস্বার্থভাবে ভালোবেসে যান তার সন্তানদেরকে। মা বলতে অকৃত্রিম ভালবাসাকে বুঝায় মায়ের ভালোবাসাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা।
জীবনের প্রতিটি পর্যায়ে হাসি আনন্দে দুঃখে কষ্টে সব সময় মা পাশে থাকে এটাই শতভাগ সত্য। হাজারো বাধা-বিপত্তির মাঝে সন্তানের জন্য মায়ের আঁচলে হলো সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। মায়ের শরীরের শেষ রক্তকণিকা থাকা পর্যন্ত সন্তানের জন্য সন্তান মঙ্গলের জন্য সংগ্রাম করা যায়।
আসলে মা হচ্ছে অমূল্য রতন। মা যতদিন এই পৃথিবীতে রয়েছে ততদিন হয়তো মায়ের মূল্য আমরা বুঝি না। কিন্তু যাদের মা নাই তারা বুঝে মায়ের মূল্য কতটুকু। আসলে আমরা বাস্তবতার দিকে তাকালে বুঝতে পারি সকলের ভালোবাসা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। বেশীরভাগ সময়ই দেখা যায় ভালোবাসা কমতে থাকে। কিন্তু মায়ের ভালোবাসা কখনো কমে না গভীর থেকে গভীরতর হয়।
মায়ের নিঃস্বার্থ ভালোবাসার পরও দেখা যায় যেকোনো বিষয় নিয়ে মায়ের সাথে কথা বলতে গলা উঁচু করে কথা বলা হয়। অত্যান্ত দুঃখের, পরিতাপের এবং লজ্জা বিষয় বিষয় হলো বৃদ্ধ বয়সে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সারাটি জীবন যিনি নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। প্রতিটি শ্বাস-প্রশ্বাসে যিনি সন্তানের মঙ্গল কামনা করেছে। তাকেই বৃদ্ধাশ্রমে নিয়ে রাখা হয় আসলে ভাবতে খুব কষ্ট হয়। মায়ের ঋণ কখনো পরিশোধ হওয়ার নয়। আসলে মা সন্তানের কাছে কোন জিনিসে চায় না। সন্তান যদি মায়ের সাথে সুন্দর হাসিমুখে কথা বলে এইটা মায়ের সবচেয়ে বড় পাওয়া।
আমরা যারা সন্তানের রয়েছি আমারা কোন কিছু দিতে পারি বা না পারি অন্ততপক্ষে সব সময় সুন্দর হাসিমুখে কথা বলার চেষ্টা করব। এতে মা সবসময় খুশি থাকবে। আজকেরে মা দিবসের সকল মায়েদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। মায়ের ভালোবাসা যেন সকল সন্তানের অন্তরে অনুভব হয়।
মা তুমি আমার আধার রাতের আলোকবর্তিকা
মা তুমি আমার উত্তপ্ত মরুর বুকে শীতল ছায়া।
মা তুমি আমার জোসনা রাতের আলো
মা তুমি আমার ভালোবাসার সাগর মহাসাগর
মা তুমি আমার পথ হারানো পথপ্রদর্শক।
মা তুমি আমার জীবন গড়ার কারিগর
তোমারি চরণ তলে আমারি বেহেশ্ত
তুমি দিয়েছো জন্ম আমায়।
আমার হৃদয়ের মাঝে প্রাণ তুমি
তাইতো তোমার জন্যই আমার বেঁচে থাকার কারণ।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
শব্দ গুলো যেন হৃদয়ে গিয়ে বেঁধেছে। আসলে মা কথা টি ছোট্ট হলেও এর মর্মার্থ বিশাল।মায়ের তুলনা শুধু মা ই।মায়ের ভালোবাসায় আমাদের হৃদয় শীতল হয়।পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি
পোস্টটি দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার এত সুন্দর পোস্ট পড়ে মায়ের প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল। সত্যি মা দিবস মানুষকে মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। এত সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক অনেক ধন্যবাদ ভাই । এত সুন্দর মতামত শেয়ার করার জন্য।
মায়ের সাথে কারো তুলনা করা যায় না। পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালবাসে তা হল আমাদের মা। কিন্তু বর্তমানে বৃদ্ধাশ্রম এর অভাব নেই। কেন এতো বৃদ্ধাশ্রম? কেন তারা তাদের সন্তানদের কাছে থাই পায়না? মানুষের কি বিবেক বলতে কিছুই নেই? প্রশ্নগুলো কাকে করবো তাও বুজতে পারিনাহ। যারা তাদের বাবা-মায়েদের বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা ও তাদের সন্তানের দ্বারা এমন কর্মফল ভোগ পাবে।
যাইহোক হ্যাপি মাদার্স ডে
পোস্টটি সম্পর্কে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আসলে মায়ের মত মমতাময়ী দুনিয়াতে আর কেউ হয়না। মাতো মা । মায়ের মতো বিকল্প মনে হয় কেউ নাই দুনিয়াতে। এ মা দিবসে সকল মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা। তবে আমি মনে করি যে এই শুধু একটি দিনে আমাদের সম্মান না জানিয়ে বরং সব সময় আমাদের সম্মান করা উচিত। তুমিও খুব সুন্দর করে আমাদের সামনে মা দিবস উপলক্ষে একটি পোষ্ট লিখেছেন ভাইজান দেখে আমার কাছে ভাল লাগল। শুভকামনা রইল আপনার জন্য।
পোষ্টটি সম্পর্কে এত সুন্দর মতামত উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
মা দিবসের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, অনেক সুন্দর ছবি ও কথা উপহার দিলেন। ভাল ছিল।
অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।
মা কে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন ভালো লাগলো ভাইয়া পড়ে। মাকে নিয়ে লিখলে উপন্যাস লেখা হয়ে যাবে কিন্তু শেষ হবেনা হয়তো। মায়ের তুলনা তো শুধু মা নিজেই। তাইতো আল্লাহ তায়ালা বলেছেন, " মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত"। ভালো থাকুক পৃথিবীর সকল মা ❤️
এত সুন্দর মনের অনুভূতি প্রকাশ করার জন্য। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।