অবশেষে মায়ের কোলে ||মায়ের বুকে ||সিয়াম বাবা||~~
শুভেচ্ছা আশা করি সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ নানা রকম প্রতিকূলতার মধ্যে আমিও আছি কোন এক রকম।তবে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আপনারা সবাই সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
বন্ধুরা আপনারা সকলে অবগত আছেন যে, সিয়াম গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় আছেন। আজকে হঠাৎ করে অসুস্থ তা আরও বেড়ে যাওয়ার কারণে, মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলাম সারাদিন।কি করব কি করব চিন্তা ভাবনা করে, আমি গেলে আবার আসার সমস্যা হত।তাই আমার খুব প্রিয় বন্ধু সুমন আমাকে নিষেধ করলেন যেতে।সিয়াম পরীক্ষা দিতে গিয়েও পরীক্ষা দিতে পারেনি।তাতে আমার তেমন কোনো দুঃখ নেই।আজকে ওর দুটো পরীক্ষা ছিলো।সকালে পরীক্ষা কোনরকমে দিতে পারলেও পরীক্ষা শেষে ভীষণ অসুস্থ হয়ে পড়ে।তখন ওর দুজন বন্ধু তাকে বাসায় নিয়ে আসে। এবং মাথায় পানি দিয়ে সেবা-যত্ন করে, আবার তারা পরীক্ষা দিতে যায়।ওর জ্বর বেড়ে যাওয়ার কথা শুনে আমিতো অনেক অস্থির হয়ে পড়েছিলাম। রীতিমত আমি নিজেও অনেক অসুস্থ হয়ে পড়লাম।এমন অবস্থায় হঠাৎ করে মাথায় এলো, ওকে বিমানে করে নিয়ে আসলেই খুব দ্রুত আসতে পারবে।যেই ভাবা সেই কাজ।সুমনের সাথে বিষয়টা শেয়ার করলাম।সুমন ইতিমধ্যে সিয়ামের কাছে গিয়ে অকে সব ধরনের সেবা করেছে।ওষুধ খাইয়ে দিয়ে সাপোজিটার দিয়ে দিয়েছে।এবং ওর ব্যথাটা একটু কমে যাওয়ার পর ওকে নিয়ে সোজা এয়ারপোর্টে চলে এসেছে,সিএনজি করে। এরপর সেখানে এয়ার টিকিট থেকে শুরু করে যা যা করণীয় সবকিছু করে দিয়েছে।বিকেল 5 টা 30 মিনিটে ঢাকা থেকে বিমান ছেড়ে দেয় নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশ্যে।তখন পর্যন্ত সুমন এয়ারপোর্টে ছিল।একবার ভাবতে পারেন কতটা ভাল বন্ধু হলে কতটা ভালো মনের মানুষ হলে এমন মহানুভব হতে পারে।সুমনের সাথে পরিচয় হওয়ার পর থেকে আজ অবধি ও আমার প্রত্যেকটা বিপদেই পাশে থেকে কোনো-না-কোনোভাবে সহযোগিতা করেছে।সত্যিই পৃথিবীতে এমন বন্ধু হওয়া বিরল ব্যাপার।অবশেষে মাত্র 45 মিনিটের মধ্যেই সৈয়দপুর বিমান বন্দরে এসে পৌঁছাল।আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তিনি খুব ভালোভাবে সিয়ামকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছেন।ও বাসায় আসার পরে আশেপাশের সবাই ওকে দেখতে এসেছিল পুরো বাসায় লোকজন দিয়ে ভরা।আগামীকাল ওকে আবার ডাক্তার দেখাবো।আপনারা সকলেই ওর জন্য দোয়া করবেন।আসলে ওর গাল গুলো ফুলে গেছে অনেক।মূলত গালের ব্যাথা গুলো কে কাবু করে ফেলেছে।
অবশেষে আগামী কালকের বাসের টিকিট সুমনের হাতে দিয়ে চলে আসলো।আমার বাংলা ব্লগের সন্মানিত ফাউন্ডার সম্মানিত এডমিন বৃন্দ সম্মানিত মডারেটরগণ সকলেই বিচলিত ছিলেন সিয়ামের অসুস্থতার জন্য। সকলের উদ্দেশ্যে বলতে চাই সিয়াম এখন নীলফামারীতে আমার বুকে আমার কোলে।আপনাদের দোয়া ও আশীর্বাদ এর ব্যাথাটা এখন একটু কম আছে।কালকে ডাক্তার দেখিয়ে যা যা করণীয় সেগুলো করবো।আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে,আজকের মতো এখানেই শেষ করছি।ইনশাআল্লাহ খুব দ্রুত সিয়াম সুস্থ হয়ে উঠবে। এবং ঈদের আনন্দ ভাগাভাগি নেবে সকলের সাথে।
সিয়াম- সুমন
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
দোয়া করি সিয়াম যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। তবে বিমানে যাওয়ার ব্যাপারটা খুবই বুদ্ধিদীপ্ত একটা সিদ্ধান্ত হয়েছে। কারণ এতটা অসুস্থ অবস্থায় দীর্ঘ সময় বাস জার্নি করলে হয়তো আরও অসুস্থ হয়ে পড়তো। ছেলে তার মায়ের কোলে ফিরেছে শুনে স্বস্তি পেলাম। এখন তাকে ভালোমতো চিকিৎসা করাতে হবে। আপনার পোষ্টের মাধ্যমে আপডেট পেয়ে ভালো লাগলো।
কারণ বাসে আসতে, কিংবা আমার যেতে সময় লাগত 1 থেকে 2 দিন। সেজন্যই ভাবলাম আমি না গিয়ে ওকে কত দ্রুত আমার কাছে নিয়ে আসা যায়? আর সেই চিন্তা থেকেই বিমানের টিকিট করে দিলাম।এবং আজকে নিজেই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম।ডাক্তার বলেছেন ভয়ের কিছু নেই তবে 15 দিন বেড রেস্টে থাকতে হবে।
অনেক ভাল লাগলো জেনে ভাইয়া চলে গেছে।আসলে মায়ের সেবা পেলে ভাইয়া দ্রুত সুস্থ হয়ে যাবেন।ভাইয়ার সুস্থতা কামনা করছি।ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মন্তব্য করে পাশে থাকার জন্য। এবং শুভকামনা জানানোর জন্য। ইনশাআল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।♥♥
মায়ের কোল সবথেকে শান্তির জায়গা। সেই কোলে সিয়াম ভাই পৌঁছেছে এটা জেনে ভালো লাগলো। সবচেয়ে বড় সেবা হচ্ছে মায়ের সেবা। সেই আদর মাখা ও মমতাময়ী মায়ের যত্নে সিয়াম ভাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।
পৃথিবীতে মায়ের মত নিরাপদ আশ্রয় আর কোথাও নেই আর কোথাও হতে পারেনা।ইনশাআল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে সিয়াম সুস্থ হয়ে উঠবে।♥♥
ব্যক্তিগতভাবে আমার মনে হয় সিয়াম ভাই যেহেতু তার মায়ের কোলে পৌঁছে গিয়েছে সেহেতু আর কোন চিন্তা নেই অবশ্যই মায়ের সেবা পেয়ে এসে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। গলা ব্যথা এখন যেন সকলের অনেক বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কয়েকদিন আগে আমারও ঠিক এমনই একটা সমস্যা হয়েছিল। সিয়াম ভাইয়ের জন্য শুভকামনা রইল খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আশা রাখি।
ডাক্তার বলেছে ওর পূর্ণ সুস্থ হতে সময় লাগবে প্রায় 15 দিন।এবং এই 15 দিন বেড রেস্টে থাকতে বলেছে।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতি।♥♥
সন্তানেরা অসুস্থ হলে মায়ের সুস্থ থাকার কি উপায় আছে। তারপর এত দূরে যখন থাকে সন্তান। আর পরীক্ষা সুস্থ থাকলে এরকম তো হাজার পরীক্ষা দেওয়া যাবে ।যাই হোক আসলেই আপনি অনেক ভালো বন্ধু পেয়েছেন। তা না হলে আজকালকার দিনে কার জন্য কে এমন করে। অবশেষে সিয়াম ভাইয়া আপনার কাছে পৌঁছেছে জেনে ভালো লাগলো। যদিও অসুস্থ আশা করি মায়ের সেবা পেলে দ্রুত সুস্থ হয়ে যাবে।
আপনি একদম ঠিক বলেছেন আপু। সন্তানদের কিছু হলে কোন মা স্বস্তিতে থাকতে পারে না। ভালো থাকতে পারে না। তার জ্বলন্ত উদাহরণ আমি নিজেই।♥♥
অবশেষে সিয়াম ভাইয়া পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান,তার মায়ের কোলে এসে পৌঁছেছেন জেনে খুবই ভালো লাগলো।ওনার অসুস্থতার খবর শুনে খুবই খারাপ লেগেছে ঈশ্বরের কাছে ওনার জন্য অনেক বার প্রার্থনা করেছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।একজন প্রকৃত বন্ধুই পারে আরেকজন বন্ধুকে সকল বিপদ থেকে রক্ষা করতে।ঠিক তেমনি সুমন ভাই নিজের সর্বস্ব দিয়ে সিয়াম ভাইয়া কে সহযোগিতা করেছেন আর তাই আপনি একটু হলেও নিশ্চিতে দূরে থাকতে পেরেছেন আপু।সিয়াম ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।🙏🙏🙏
সিয়াম বাসায় এসেছে বলে অনেক স্বস্তি বোধ করছি। মহান আল্লাহতালার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে সিয়ামের দ্রুত সুস্থতা কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি মনি♥♥
সিয়াম ভাইয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করি।আসলেই এরকম একজন বন্ধু সবার জীবনে থাকাটা জরুরি।বিপদের দিনে পুরোটা সময় পাশে থেকেছেন।আর বিমানে করে এসেই ভালো হয়েছিল অল্প সময়ের মধ্যে আসতে পেরেছিলেন ভাইয়া। বাসে অনেকটা সময় লেগে যেত।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
এটা সত্য কথা যে সুমনের মতো ভালো বন্ধু যেন প্রত্যেকের জীবনে একটি করে থাকে।তবে বন্ধুত্বের মর্যাদা পাবে বন্ধুত্বের।♥♥
দোয়া রইল সিয়াম ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সিয়াম ভাই আপনার কাছে ভালোভাবে পৌঁছাতে পেরেছেন জেনে ভালো লাগলো। আর সিয়াম ভাইকে যে আপনার বন্ধু পৌঁছে দিয়েছে জেনে ভালো লাগলো আসলে এরকম বন্ধু থাকা সব সময় প্রয়োজন। যাই হোক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর মন্তব্য করে, এবং শুভকামনা জানিয়ে পাশে থাকার জন্য♥
জী আপু গত সাপ্তাহে হ্যাং আউটের মাধ্যমে জানতে পেরেছিলাম যে সিয়াম ভাইয়া অসুস্থ। সুমন ভাইয়ার মাধ্যমে বিমানে করে খুব সুন্দর ভাবেই ভাইয়া আপনার কুলে ফিরে গেছে। সে জন্য খুব ভাল লাগলো। ভাইয়ার সুস্থতা কামনা করি। ধন্যবাদ আপু।
ঠিকই শুনেছেন গত হ্যাংআউটে। সেদিন থেকে আসলেই ওর শরীর অনেক বেশি খারাপ ছিল। পরবর্তীতে বিমানে করে ওকে বাসায় নিয়ে আসলাম। এখন আল্লাহ তায়ালার অশেষ রহমতে জ্বর একটু কমেছে।♥♥