সুন্দর ও সতেজ একটি সকাল(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম এবং শুভ সকাল এবিবি বাসী।আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

IMG_20220625_051410.jpg

আপনারা যারা আমার গত ৪/৫ টা পোস্ট পড়েছেন,তারা হয়তো একটু হলেও বুঝেছেন যে আমি মানসিকভাবে খুব একটা ভালো ছিলাম না।আর সেজন্য আমার কোনো কাজই মন মতো হচ্ছিলো না।ভালো লাগছিলো না কিচ্ছু।একটা সময় এসে উপলব্ধি করতে পারলাম যে,নাহ-এমনে করলে তো চলবেনা।নিজেকে ওই জায়গা থেকে বের করে আনার জন্য নানারকম চেষ্টা করেছি।বন্ধুদের সাথে আড্ডা দেওয়া,এখানে সেখানে ঘুরতে যাওয়া-মানে মনটাকে ভালো রাখতে যা করা হয় সচারাচর সব করেছিলাম।কিন্তু ক্ষানিক বাদে যে কে সেই।
অথচ নামাজের কথা আমার মাথায় আসেনি।আল্লাহ তায়ালার সান্নিধ্যে থাকার এক এবং একমাত্র মাধ্যমই নামাজ।পাচ ওয়াক্ত নামাজ পরলে মনটা এমনি ফ্রেশ থাকে সবসময়।আমি এক্ষেত্রে আরো একটা জিনিস খুব ভালো বুঝতে পেরেছি,নামাজের মধ্যে থাকলে দুনিয়াবি চিন্তা-ভাবনা আপনাকে খুব একটা গ্রাস করতে পারেনা।আপনার মানসিকতা আপনা-আপনিই উন্নত হতে শুরু করে।নামাজের ফজিলত নিয়ে বলার কিছুই নেই।কারন,আপনি আমি আমরা সবাই ছোট থেকে অন্য শিক্ষা না পেলেও অন্তত নামাজ শিক্ষাটা একটু হলেও পাই।তাই,নামাজের ফজিলত নিয়ে বলা অযথা।

এলার্ম দিয়ে রেখেছিলাম ৪ঃ২০ এর।এলার্ম বাজা মাত্রই ঘুম থেকে উঠে আগে নিজের বিছানাটা গুছিয়েছিলাম।তারপর ব্রাশ করে ওজুটা সেরে নিয়েছিলাম।তারপর আর কি।ছয়তলা থেকে নিচ তলায় নেমে মসজিদের দিকে হাটা দিয়েছিলাম।
বগুড়া আসার পর এতো সকালে কোনোদিন বের হওয়া হয়নি।আজই প্রথম।লোকমুখে শুনেছি, শহর নাকি ঘুমায়না।হ্যাঁ,সত্যই তাই।এই কাকভোরেও বেশ অনেক লোক ছিল।আর বাস-ট্রাক তো রাস্তায় চলছেই অবিরত।কালিতলা বাজারের সাথেই মসজিদ।নাম মদিনা মসজিদ হলেও বাজার মসজিদ নামেই অনেকে চেনে।তো বেশ কিছু লোক ছিল বাজারে আর কিছু বয়স্ক লোক যাচ্ছিলো মসজিদের দিকে।ভোরের আলো পুরোপুরি ফোটেইনি তখনো।
IMG20220625042933.jpg

IMG20220625043209.jpg

মসজিদে গিয়ে দুই রাকাত সুন্নত নামাজ পরতে পরতেই ফরজ নামাজের সমর হয়ে এসেছিল।তাড়াতাড়ি করে সুন্নত সেরে নিয়ে ফরজের কাতারে দাঁড়িয়েছিলাম।সত্যিই খুব ভালো লাগছিলো।অস্বাভাবিক প্রশান্তি আসছিলো মনের ভেতর।
IMG_20220625_053202.jpg

IMG20220625050018.jpg

নামাজ পরে বের হয়ে দেখি ভোরের আলো ফুটেছে।রাস্তাটা খুব ভালো লাগছিলো দেখতে।মাঝে সবুজ গাছগুলো বাস-ট্রাকের বাতাসে একটু করে হেলে দুলে নাচছিলো।দুই একটা পাখির ডাক-মাঝে মাঝে কুকুর ডাক ছাড়ছিলো।সবমিলিয়ে অদ্ভুত প্রশান্তির একটা পরিবেশ ছিল।
IMG20220625050406.jpg

IMG20220625050315.jpg

পরিবেশটাকে এতো কাছে পেয়ে আর ছাড়িনি।নিজেকে কিছুটা সময় দিয়েছিলাম ওই পরিবেশে।কিন্তু,তন্দ্রা পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল।আমাকে জোর করেই বাসার দিকে নিয়ে এসেছে।যেই বাসায় আসলাম,তন্দ্রাও কেনজানি বাই দিলো।বুঝলাম না,তুই যখন থাকবিই না তো সাথে কেন আনলি ভাই।

প্রতিদিন আসুক এমন সকাল,দোয়া করবেন নিজেকে যেন আল্লাহ তায়ালার সান্নিধ্যে রাখতে পারি।আল্লাহ যেন আমাদের সবাইকে পাচ ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করেন।

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.25/06/22

Sort:  
 3 years ago 

এমন সকাল আপনার জীবনে সব সময় আসবে ইনশাআল্লাহ।
আমি মনে করি সকল মুসলমানদের জীবনে এমন সুন্দর সকাল আসুক। নামাজ না পড়লে কোন কিছুতেই তৃপ্তি থাকেনা। যাইহোক আপনার মনসিক অবস্থা কেন খারাপ তা আমি জানিনা। তবে দোয়া করি যেন তাড়াতাড়ি তা কাটিয়ে উঠতে পারেন।

শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আলহামদুলিল্লাহ, আপু। বেশ ভালো আছি।ভালোবাসা নিয়েন💙

 3 years ago 

ঠিকই বলেছেন সব কিছুর মূলই নামায।আল্লাহ যত সান্নিধ্যে আসবে ততই দিন ভালো যাবে।ভালো ছিলো।দোয়া করবেন আমাদের জন্য।ধন্যবাদ

 3 years ago 

আল্লাহ তায়ালার সান্নিধ্যে লাভের একমাত্র পন্থাই নামাজ।ভালোবাসা নিয়েন🥰

 3 years ago 

আসলে ভাইয়া আপনি ঠিকই বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মনটা অনেক ফ্রেশ থাকে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে দিনটাও খুব ভালো যায়। আপনার সকালটা সত্যিই খুব সুন্দর ছিল। আপনার মানসিক অবস্থা যাতে ভালো হয় এই কামনা করি।

 3 years ago 

ধন্যবাদ আপু,আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এখন💜

 3 years ago 

মনে প্রশান্তি এবং কি জীবনে সুখী হতে হলে আল্লাহর নিকট নিজেকে আত্মসমর্পণ করতেই হবে। যদিও আমরা সবাই ঠিকমতো আল্লাহর এবাদত করি না, তবে আমাদের সকলের উচিত নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ বেহেশতের চাবি এবং আল্লাহ তা'আলা নামাজ কায়েম করেছেন মানুষের ভালোর জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নির্ঘুম শহরটাকে দেখে মনের ভাবগুলো খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসাধারণ ছিল আপনার সুন্দর সকাল, দোয়া করি আপনার জীবনের প্রতিটি সকাল এমনই হোক। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 3 years ago 

একটি কথাও ফেলে দেওয়ার মতো না।ইনশাল্লাহ এমন সকাল দেখতে পারবো,দোয়া রাখবেন।ভালোবাসা নিয়েন ভাই 🌺

 3 years ago 

নামাজ মানুষের মন হৃদয়কে পবিত্র করে যেটা আপনার জীবনের সকল দুঃখ দুর্দশা কিছুটা হলেও কমিয়ে দেবে। নিজের ভেতর প্রশান্তি কাজ করবে যেটা আপনি উপলব্ধি করতে পেরেছেন। সে জন্য প্রত্যেক মুসলিম ভাইয়ের নামাজ পড়া উচিত। সেটা তার জীবনে শান্তি ফিরিয়ে আনবে।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন ভাইয়া।সুখে শান্তিতে থাকার জন্য নামাজের বিকল্প কিছুই নেই🥰

 3 years ago 

লোকমুখে শুনেছি, শহর নাকি ঘুমায়না।

দারুণ একটি কথা বলেছেন ভাইয়া।আসলে আমার মনে হয় শহরে দিনের মতো রাত্রে ও আলো থাকে ।তাই ঠিক পার্থক্যটা বোঝা যায় না।কিন্তু গ্রামে রাত মানেই শান্তি ও অদ্ভুত নীরবতার সাক্ষী।রাতের জোনাকি পোকারা স্মরণ করিয়ে দেয় রাতকে।আশা করি ভোরের পরিবেশ উপভোগ করে আপনার মন ভালো হয়ে গেছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম দিদি,কতটা ভালো লেগেছিল তা বুঝানোর মতো না।আপনাকেও ধন্যবাদ দিদি এতো সুন্দর মন্তব্যের জন্য 🥰

 3 years ago 

সকাল ভোর বেলার প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। কারণ এই সময়টা মনোরম পরিবেশ মনে হয় চারিপাশ। সবকিছু কেমন যেন শান্ত থাকে। ভোরের হাওয়া গায়ে দিয়ে দোলা, যাওয়ার অনুভূতি মুখে বোঝানো সম্ভব নয়

 3 years ago 

আসলেই ভাই, সে যেন অন্যরকম এক প্রশান্তি।মৃদু ঠান্ডা হাওয়া যেন শরীর মন সব ছুয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 79403.69
ETH 1508.47
USDT 1.00
SBD 0.78