কুয়াশার চাদরে মুরানো শীতের সকাল(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি।
কম-বেশি সবখানেই শীত বেশ ভালোভাবেই জেকে বসেছে।সত্যি বলতে ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রীষ্মের থেকে শীতই বেশি ভালো লাগে।এর পিছে নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা তা নিজেও জানিনা।তবে কারণের মাঝে একটি হতে পারে শীতকালের পরিবেশ।আজ সকালবেলা,অবশ্য আজ বললে ভুল হবে।গত দুই তিনদিন থেকেই অপেক্ষাকৃত বেশি কুয়াশা পড়ছে।দুই হাত দিয়ে শরীর আষ্টেপৃষ্টে নিয়ে কুয়াশার ভেতর দিয়ে হাটতে কিন্তু আমার বেশ ভাল্লাগে।তবে এক্ষেত্রে লেপের উষ্ণতার বিরুদ্ধে জয়লাভ করাটা বেশ দূরুহ।আন্টির বাসায় গিয়েছিলাম ঘুরতে।সচারাচর রাত ১২ টা বা তার একটু আগে ঘুমাই।আন্টির ওখানে নেট প্রবলেম হওয়ায় ঘুমিয়েছিলাম তাড়াতাড়ি আর তাই ঘুমটাও কেটেছে তাড়াতাড়ি।বাড়ির মাঝে ছোট্ট একটি উঠান,তো ঘরের দরজা খুলেই দেখি কুয়াশাচ্ছন্ন শান্ত পরিবেশ।আবেগে আপ্লুত হয়ে গায়ে একটা চাদর জড়িয়ে বেরিয়েছিলাম বাইরে।
ঘর থেকে বেরিয়ে কাপতে কাপতে জমির দিকে গিয়েছিলাম।শীতকালীন সবজিগুলো দিয়ে জমি ভরা ছিল।আমাদের এদিকে চাষাবাদের ব্যবস্থা না থাকায় জমি থেকে কয়েকটা ফুলকপি আর একটা কুমরা নিয়েছিলাম বাসায় নিয়ে আসবো জন্য।
এর একটু পরেই আরেকটি সুন্দর দৃশ্য দেখেছিলাম।ঢেকি দিয়ে আটা কোটা আরকি।ছোট থাকতে দাদিবাড়িতে দেখেছিলাম।ছবিতে তেমন ভালো আনতে পারিনি,ঢেকি চলছিলো তো তাই খুব একটা ভালো ছবি আনতে পারিনি।
এগুলো দেখতে দেখতেই সকালটা কেটে গিয়েছিল।সত্যি বলতে মনে রাখার মতো সকাল ছিল।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
শীতের সকালে প্রকৃতি এক অপরূপ সাজে সেজে থাকে।তবে সকালে ঘুম থেকে ওঠা হয়না বলে প্রকৃতির এই রূপটা দেখার সৌভাগ্যও হয় না।তবে আপনার ছবিগুলো দেখে খুব ভালো লাগলো।দারুণভাবে ক্যাপচার করেছেন ভাইয়া ছবিগুলো।আমার কাছে কুয়াচ্ছন্ন ফুলকপির মাঠটি বেশি ভালো লাগছে।আর ঢেকি এখন খুব কম জায়গায় দেখা যায়,প্রায় বিলুপ্তপ্রায়ই বলা যায় আরকি।আপনার পোস্টে এটি দেখে খুব ভালো লাগলো।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।
সুচিন্তিত মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ 🥰ভালোবাসা নিয়েন💜