যতো জ্ঞান ততো দান

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নয়। ঠিক তেমনটাই প্রতিটি মানুষের ধর্ম, প্রতিটি মানুষের ধরন অনেকটাই আলাদা বলা চলে। অর্থাৎ হাতের পাঁচ আঙুলের মতোই মানুষের মধ্যে রয়েছে অনেক ভিন্নতা। হয়তো এমন হতে পারে যে, কোনো একটা বিষয়ে আমি খুব বেশি ভালো বুঝলাম। আবার ঠিক ওই বিষয়টাই অন্য একজন কিছুই বুঝলো না। আবার তার বিপরীত ও হতে পারে। অর্থাৎ কোনো বিষয় অন্য মানুষ খুব বেশি ভালো করে বুঝলো এবং খুব সহজে বুঝতে পারলো। কিন্তু আমি একেবারেই তেমন ভালো করে বুঝতে পারিনি।

এখানেই একটা মূল তফাৎ হয়ে যায়। অর্থাৎ ধরুন আমি একটা ব্যাপার ভালো বুঝলাম। অন্য আরেকজন অন্য একটি ব্যাপার ভালো বুঝলো। আমাদের দুই পক্ষের মধ্যেই কিন্তু একটি গাফিলতি কিংবা একটি না জানা থেকে গেলো। কারণ আমরা পরস্পরের সাথে যুক্ত নই এবং যে যেটা ভালো বুঝেছি, সেটা আর কাউকে বুঝাচ্ছি না। এখানে আমি যে ব্যাপারটি হাইলাইট করতে চাইছি। সেটা হলো, আমরা যখন সকলে মিলে একসাথে কোনো কিছু বোঝার চেষ্টা করি। একসাথে কোনো কাজ করি। তখন সেটার ফল অনেক বেশি ভালো হয়। যেমন: উদাহরণ হিসেবে আমি এই ব্যাপারটি সম্পর্কে যদি বলি।

এই যে আমি যেটা ভালো বুঝলাম। আমি যদি সেটা অন্য মানুষটিকে খুব ভালোভাবে বুঝিয়ে দেই এবং আমি যেটা বুঝতে পারিনি, কিন্তু অন্য মানুষ ভালো করে বুঝতে পেরেছে সে যদি সেটা আমাকে ভালো করে বুঝিয়ে দেয়। তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেলো ।এজন্যই আমাদের যতো জ্ঞান, আমরা যদি ততোটাই দান করতে থাকি। তাহলে আসলে সকলের মধ্যেই সেই জ্ঞানের আলো ছড়িয়ে পরবে এবং আমরা সকলেই ওই জ্ঞানের আলোতে আলোকিত হবো। আর এভাবেই যদি আমাদের যতো জ্ঞান, আমরা ততো দান করতে থাকি। তাহলে আমাদের এই সমাজ অনেক সুন্দর ভাবে গড়ে উঠবে।

ABB.gif

Sort:  
 2 months ago 

কথায় আছে দশের লাঠি একের বোজা। এই পৃথিবীতে একটা মানুষ যে সবকিছু বুঝবে কিংবা একটা মানুষ সমস্ত কিছু বিষয়ের উপর জ্ঞান লাভ করবে এটা নেহাত ভুল ধারণা। কেননা একজন মানুষ সমস্ত কিছুর ট্যালেন্ট অর্জন করতে পারবে না কখনোই। একেক জন একেক গুনের অধিকারী হয়ে থাকে। আপনি ঠিকই বলেছেন যদি আমরা সকলে একত্রিতভাবে কাজ করি তাহলে প্রত্যেকের জ্ঞান প্রত্যেকের মাঝেই ছড়িয়ে পড়বে। তবেই আমাদের সমাজ অনেক সমৃদ্ধ হয়ে উঠবে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 79343.81
ETH 1513.09
USDT 1.00
SBD 0.81