ক্রিয়েটিভ রাইটিংঃ- টাকা সম্পদ যতক্ষণ মানুষের সম্মান ততক্ষণ।
সবাই কেমন আছেন?
আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন পরিবার পরিজনকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছি। আশা করি আপনারা সবাই ঈদের ছুটি কাটিয়ে নিজ নিজ গন্তব্য স্থলে পৌঁছে গেছেন। বন্ধুরা পরিবারের সবাইকে নিয়ে একটু সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কারণ গরমের অতিরিক্ত তাপমাত্রা মানুষকে অনেক বেশি অসুস্থ করে দিচ্ছে। এত পরিমাণ গরম সত্যি শরীরের সহ্য করা যাচ্ছে না এমন অবস্থায়। অতিরিক্ত গরমের কারণে প্রচুর পরিমাণ শরীর থেকে গাম ঝরে যায় যার কারণে শরীরে পানির ঘাটতি তৈরি হয়ে যায়।
সেই পানির ঘাটতি গুলো পূরণ করার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। এছাড়াও পানীয় জাতীয় খাবার খেতে হবে। শরীরকে ভালো রাখতে হবে এবং সেই ঘাম হয়ে ঝরে যাওয়া পানি গুলোকে আবারো পূরণ করতে হবে। যত সবটুকু সম্ভব জরুরি না হলে বের হওয়ার কোন দরকার নেই। বিশেষ করে ছোট বাচ্চাদের কে গরমের হাত থেকে রক্ষা করতে হবে। আর গরমে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করা আমাদের জন্য খুবই উপকারী হয়। বন্ধুরা আবার হাজির হয়েছি একটি জেনারেল রাইটিং নিয়ে আশা করি আপনাদের কাছে আমার আজকের টপিকস ভালো লাগবে। আসলে এই পৃথিবীটা এমন স্বার্থপর যে মানুষ যাদের আছে তাদেরকে সবাই পছন্দ করেন। তাদের প্রতি অনেক আন্তরিকতা ভালোবাসা জমে যায় সবার।
একটি পরিবারে দেখা যায় যে যে সন্তানের ইনকাম বেশি সবাই তার প্রতি অনেক দুর্বল। বিশেষ করে তার মতামতের উপর সবাই অনেক বেশি নির্ভর করে এবং তাকে যে কোন কাজে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। যখন সামাজিক কোনো আচার অনুষ্ঠান হয়ে থাকে তখন সেই পরিবারে সেই মানুষকে বেশি প্রাধান্য দেওয়া হয় যার ইনকাম বেশি যার অর্থ সম্পদ বেশি। যে ব্যক্তি সবচেয়ে ইনকাম কম করে সেই ব্যক্তি অবহেলিত বেশি। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের শিক্ষামূলক বেশ কিছু নাটক প্রচার করা হয়। বিশেষ করে দেখা যায় যে আমাদের সমাজে যেসব বড় সন্তানেরা প্রবাসী থাকেন ইনকাম করেন তাদের অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়।
তাদের বৌদের কথাই এক কথা। আর তাদের ইনকাম যেহেতু পরিবারে আসে পরিবারে তাদের ইনকাম দিয়ে খরচ বহন করে তাদের কথার অনেক গুরুত্ব থাকে। এছাড়াও অন্যান্য সন্তান যারা থাকেন সেই সন্তানের স্ত্রী সন্তান যারা থাকেন তারা অনেক বেশি অবহেলিত হয়। বিশেষ করে সেই পরিবারের মুরব্বীরা এই বৈষম্য বা দূরত্ব তৈরি করে থাকেন। আবার অনেক সময় দেখা যায় যে সেই বিদেশে থাকাকালীন ব্যক্তি যখন বেকার হয়ে যাই তখন আবার তার উপরেই বৈষম্য সৃষ্টি হয়। এই পৃথিবীতে মানুষের অবস্থান সব সময় একই থাকে না।
কারণ একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কোন মুহূর্তে কার কোন অবস্থানে থাকতে হয়। সেজন্য মানুষের অবস্থান বুঝে কাজ করতে হয়। যখন সেই উপার্জন ব্যাক্তি হঠাৎ করে বেকার হয়ে যায় তখন তার পরিবারে অনেক দুর্দশা নেমে আসে। আবার যখন সেই পরিবারের অবহেলিত সন্তানটি ইনকাম করে তখন সেই আগের কথা সব ভুলে যাই। সেই ভুলে যাই যে তার বেকার সময় গুলো তার বড় ভাইয়ের ইনকাম দিয়ে চলছিল। যখন হঠাৎ করে পরিবারের অবহেলিত ব্যক্তি যখন ইনকাম করেন তখন তার কথার জোর অনেক বেশি বেড়ে যায়। যেহেতু তার ইনকাম বেড়ে যায় তার কদর বেড়ে যায় তার সম্মান বেড়ে যায়। বাকি সবাই তাকে প্রাধান্য দিতে থাকে।
অর্থাৎ এই ধরনের বাস্তবচিত্র গুলো যখন আমাদের সামনে চলে আসে তখন আমাদের অনেক কিছু শিক্ষা হয়ে যায়। আমাদের এমন শিক্ষা হয়ে যায় যে মানুষের অবস্থান সব সময় এক থাকে না। যতক্ষণ ইনকাম থাকবে যতক্ষণ টাকা সম্পদ থাকবে ততক্ষণ সবার ভালোবাসার অধিকারী হয়। তার মানে বোঝা যাচ্ছে এই দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের টাকা সম্পাদকে ভালোবাসে। যার টাকা বেশি তার স্ত্রী সন্তানদের কদর বেশি। যার ইনকাম কম যার অর্থ সম্পদ কম তার স্ত্রী সন্তানদের সম্মান কম। এটা শুধু পরিবার নয় সমাজ, রাষ্ট্রের সব জায়গায় একই অবস্থা।
আমি মনে করি সব মানুষকে সমানভাবে ব্যবহার করাই উচিত। কারণ যখন ইনকাম ছিল তখন সবাই সেই ইনকামের টাকা দিয়েই জীবন যাপন করেছি। হঠাৎ যখন কোন মানুষের উপরে বেকারত্ব চলে আসে তার প্রতি সহানুভূতি হওয়া দরকার। তাকে উৎসাহ দেওয়া দরকার। সেই যেন পুনরায় কোন কর্মসংস্থান তৈরি করতে পারে তার জন্য সবাইকে সহযোগিতা করা দরকার। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যখন নিজের ইনকাম থাকবে তখন কিছু টাকা জমা রাখা প্রয়োজন। যখন অভাব আসবে যখন চাকরি চলে যাবে বেকারত্ব নেমে আসবে তখন সেই সঞ্চয় করা টাকা দিয়ে কোন একটি কিছু ব্যবসা করতে পারবে। তাহলেই পরিবারের উপর এমন দুর্গতি নেমে আসবে না এমন অবহেলা নেমে আসবে না।
হয়তো আগের ইনকাম দিয়ে বেশি সুখ আহ্লাদি করা যাবেনা।কিন্তু এখন একটু কম খরচ করা হবে তারপরও তো বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। সবার অবহেলার শিকার হতে হবে না। এই ধরনের বেকারত্ব নেমে আসলে সহযোগিতা করাই উচিত। আসলে এই ভেদাভেদ আমাদের সমাজ থেকে কখনো একেবারে সংস্কার করা কোন পক্ষে সম্ভব নয়। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বিপদের সময় মানুষকে অবহেলা না করা মানুষকে নিরুৎসাহিত না করা মানুষকে সহায়তা করা। সবাইকে সমান চোখে দেখা। আশা করি বন্ধুরা আমার আজকের লেখা আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আমার অনুভূতি দিয়ে লেখাগুলো লিখে আপনাদের সাথে শেয়ার করার। নিশ্চয়ই মতামতের মাধ্যমে জানালে অনেক ভালো লাগবে।
লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
---|---|
ইমেজ সোর্স | ভিক্টিজি ডট কম |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | ক্রিয়েটিভ রাইটিং |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
#moneyis-respect #jobless-neglect #feelingshare #creativewriting #steemit #amarbanglablog #steemxclusive
Upvoted! Thank you for supporting witness @jswit.
Tasks
https://x.com/heranahar148614/status/1908961827616436693?t=6j51YOsLeq55Mv0aWbt2Kw&s=19
https://x.com/heranahar148614/status/1908962834333253924?t=t7kvguDSDj43qJc6kkUWYw&s=19
https://x.com/heranahar148614/status/1908964552945078502?t=Zqhpg-omTKX8U61dEweKzQ&s=19
https://x.com/heranahar148614/status/1908965740545482889?t=VtABXwC6RXBRwuy95TckHQ&s=19
https://x.com/heranahar148614/status/1908966467502248289?t=Svj-esx7q6upT8Q9SXk6Ig&s=19
https://x.com/heranahar148614/status/1908967183784575437?t=FJGyircFSv9ZGvzwMskBPw&s=19
X Promotion
https://x.com/heranahar148614/status/1908969269821616639?t=kRbYotlrE8Ftqr4QcAFPgg&s=19