পাড়াতো খালার বিয়ে
আসসালামু আলাইকুম,
আমার বাংলাবাসী কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কয়েকদিন আগে আমি এক বিয়েতে গিয়েছিলাম। সেই বিয়ের গায়ে হলুদের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং কথা দিয়েছিলাম বিয়ের দিনের কিছু মূহুর্ত আপনাদের সাথে শেয়ার করব।
আমি আগেই বলেছি যে এই বিয়েটা আমার পাড়ার মানে আমার বাবার বাসার ঠিক দুইটা বাড়ি পরেই কনের বাসা।
আগের দিন অনেক রাত পর্যন্ত বিয়েবাড়িতে ছিলাম। গায়ে হলুদের অনেক মজা করে বাসায় এসেছি। পরের দিন আর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আবারো বিয়ে বাড়িতে গেলাম কি অবস্থা সবকিছু দেখার জন্য। গিয়ে দেখি মাংস কাটাকাটি হচ্ছে। যেহেতু বিয়ে বাড়িতে অনেক লোক তাই আমাদের বাসার পাশে যে মাঠটা ছিল সেই মাঠে বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে।
সারারাত ধরেও রান্নাবান্নার অনেক আয়োজন হয়েছে। সকাল সকাল বাবুর্চিরা উঠে রান্না তুলে দিয়েছে। সকালে খাবার খাওয়ার জন্য ভুনা খিচুড়ি রান্না করা হচ্ছে। বিয়ে বাড়ির ভুনা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। খিচুড়ি রান্নার শেষে সবার বাড়িতে খিচুড়ি পাঠিয়ে দিয়েছে। যাতে সবাই ভালোভাবে খেতে পারে।
খাওয়া-দাওয়া শেষে বউকে সাজার জন্য পার্লারে পাঠিয়ে দিলাম। কারণ সাজতে অনেক সময় লাগে। আর বর পক্ষ চলে আসবে দুপুরের মধ্যে যাতে দেরি না হয় এজন্য তাড়াতাড়ি সবকিছু রেডি করে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে আমিও বাসায় গিয়ে গোসল করে মেয়েকে রেডি করানোর জন্য চলে গেলাম।এরপর এক এক করে কনের বাড়ি থেকে কনের আত্মীয় স্বজনরা চলে আসছিল আমার কাছে সাজার জনয়। ওদেরকে সাজিয়ে দিয়ে আমিও তাড়াতাড়ি রেডি হয়েছিলাম। এর মধ্যে দেখি জাহিরার বাবা চলে এসেছে। কারণ জাহিরার বাবা নিমন্ত্রিত ছিল। ও অফিস শেষে তাড়াতাড়ি করে চলে এসেছে দুপুরে খাওয়ার জন্য।
এরপর সবাই মিলে খেতে গেলাম। খাওয়ার অনেক আয়োজন ছিল। পোলা ও মাংস, রোস্ট, সবজি, মাছ ভাজা, ডিম, ডাল সবাই বেশ মজা করে আমরা খেয়েছি। বউয়ের কাছে ছবি তোলার জন্য গেলাম। গিয়ে দেখি বউ ফটোগ্রাফারের সাথে খুবই ব্যস্ত তারপর দুই একটা ছবি তুলে নিয়েছি।
এরমধ্যে বর চলে এসেছে।গেটে বরের সাথেও অনেক মজা করলাম।তারপর বরের শালা শালীদের সাথে অনেক মজা হল।এরপর বরকে খেতে দিতে হবে এজন্য বরের খাবার রেডি করলাম।বর বউ এক সাথে খেতে দিলাম।সবার খাওয়া দাওয়া শেষে বর বউ ছবি তোলায় ব্যস্ত।দেখতে অনেকটা রাত হয়ে গেল।সব কাজ শেষে এবার বউকে বিদায় দেওয়ার পালা।বিদায় বেলা আসলেই অনেক কষ্টের। তারপরও বিদায় দিতে হবে।
বর বউয়ের জন্য অনেক শুভকামনা রইল। ওরা সারাজীবন যাতে ভালো থাকে। পরের দিন বৌভাতে যেতে হবে।সেদিনের মূহুর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে সবাইকে।
প্রথমে আপনার খালাকে জানাই নতুন জীবনের জন্য শুভকামনা। আপনাকে লাল শাড়িতে অনেক বেশি মিষ্টি লাগছে। জাহিরা বেবিকেও খুব সুন্দর লাগছে। যাইহোক বিয়ে বাড়িতে খুব ভালো সময় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাবি আপনার বিয়ে বাড়িতে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
বিয়ে বাড়ি মানেই অনেক আনন্দ যা সত্যি ভোলার নয়।অনেক ধন্যবাদ ভাবি।
প্রথমে জানাই নব দম্পতির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।আপনার খালার বিয়েতে দেখছি অনেক আনন্দ করেছেন। সবাইকে সাজিয়ে আবার নিজে ও সেজে রেডি হয়ে গেলেন। বিয়ে বাড়ির খাবার বলে কথা। অনেক মজার খাবার খেয়েছেন জেনে অনেক ভালো লাগল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বি খাবার গুলো আসলেই অনেক মজার ছিল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য।
বর এবং কনেকে শুভ বিবাহের অভিনন্দন। আপনি বিয়ে বাড়িতে খুব আনন্দ করেছেন তা আপনাদের মা মেয়ের ছবি দেখে বুঝতে পেরেছি। বিয়ে বাড়ির আনন্দ আসলে আগের দিনই বেশি হয় কারন সারারাত ধরে রান্না বান্না, বিয়ের দিনের জন্য নানান রকম আয়োজন আরও অনেক কিছু। বর এবং কনেকে সুন্দর দেখাচ্ছে। খাবারের প্লেট দেখে ত খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু।
বউকে দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপু প্রথমে আপনার খালার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এরপর বলবো লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে আপনাকে। বিয়েতে সবাইকে সাজিয়ে নিজেও খুব সুন্দর ভাবে অংশগ্রহণ করেছেন দেখে খুব ভাল লাগলো আপু। বিয়ে বাড়ির খাবার খুবই মজার। ভাল লাগলো জেনে।আশাকরি খুব সুন্দর সময় কাটিয়েছেন পরিবারের সবাইকে নিয়ে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
অনেক দিন পর লাাল শাড়ীটা পরেছিলাম। অসংখ্য ধন্যাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
পাড়াতো খালার বিয়েতে তো খুব ভালোই মজা করেছেন দেখছি।জাহিরাকেও খুব মিষ্টি লাগছে।আর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য ভাই তাহলে তাড়াতাড়ি চলে গিয়েছে,খাবার শেষ করে ফেলবেন আপনি তাই,হাহাহা।মজা করলাম আপু,যাইহোক বৌভাতের মুহূর্তগুলো শেয়ার করবেন আশাকরি।
তাড়াতাড়ি চলে এসেছিল কারণ কর্তা মশাইকে আবার সেদিনেই চলে আসতে হয়েছে।কারণ তার অফিস ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য।।
আপনার খালাকে জানাই নতুন জীবনের জন্য শুভকামনা ও অভিনন্দন। তাদের এই পবিত্র সম্পর্ক সারা জীবন অটুট থাকুক এই আশাবাদ ব্যক্ত করি। বিয়েতে যাওয়া মানে মানে অনেক হাসি আনন্দ, খাওয়া দাওয়া, গল্প করা সকলের সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করা। খুব সুন্দর মুহূর্ত বিবাহিত করেছেন দেখে ভালো লাগলো। বেশি দুর্দান্ত হয়েছে। খাবারের প্লেট দেখে ত খেতে ইচ্ছে করছে। এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বরের খাবার প্লেট দেখে সবারই খেতে ইচ্ছা করে ভাইয়া।সময়মতো আপনার টাও আসবে। আপনাকে অনেক ধন্যবাদ।
খালার বিয়েতে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন মনে হচ্ছে ৷ আসলে বিয়ে মানেই বেশ আনন্দ ৷ পাড়ার খালার বিয়েতে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন ৷ আসলে ভুনা খিচুড়ি আমার ও অনেক পছন্দের ৷ যাই হোক বিভিন্ন খাবারের আয়োজন ছিলো জেনে ভালো লাগলো ৷ নতুন বড় এবং কণের জন্য অনেক অনেক শুভ কামনা রইল ৷
আমার পোস্টে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পোস্ট করে বুঝলাম যে পাড়াতো খালার বিয়েতে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে অনেক আনন্দ করেছেন। আসলে বিয়ে বাড়িতে অনেক আনন্দ হবে এটাই স্বাভাবিক বিশেষ করে যখন বরের শালা এবং শালী এদের সঙ্গে যেই মুহূর্তটা আর কি অতিবাহিত করা হয় সেটা বরাবরই আমার কাছে অনেক বেশি রোমাঞ্চকর মনে হয় নিজের যেন বিয়ে হচ্ছে হাহাহা। যাইহোক বর এবং বউ দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।