চুলের যত্নে হারবাল হেয়ার প্যাক ব্যবহার করার অভিজ্ঞতা
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ একদম অন্যরকম একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি।আর দুইদিন পর ঈদ। ঈদে শুধু বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করলে হবে। নিজেরও তো একটু যত্ন নিতে হবে। গতকাল সন্ধ্যায় পার্লারে গিয়েছিলাম। সত্যি কথা বলতে আমি ফেসিয়াল করি না আমি শুধুমাত্র হারবাল ম্যাসাজ নেই।গতকাল আমি হারবাল ম্যাসাজ টা নিয়েছিলাম এবং সাথে চুল কেটেছিলাম।যদিও চুলটা কিছুদিন পরপরই কাটা হয় কারণ আমার চুল খুবই দ্রুত বাড়ে।
যাই হোক অনেক ইচ্ছে ছিল চুল স্ট্রেট করার। কিন্তু পার্লার থেকে যারা অভিজ্ঞ আছেন তারা আমাকে নিষেধ করেছিলেন। বলেছিলেন আপনি প্রাকৃতিকভাবেই চুলের যত্ন নিবেন তাহলে চুল সুন্দর থাকবে। তাই তাদের কথা অনুযায়ী আজকে আমি আমার চুলের যত্ন করার জন্য কিছু প্রাকৃতিক উপাদান এবং হারবাল উপাদান মিশিয়ে চুলে এপ্লাই করেছি। এটা মাঝেমধ্যেই করে থাকি।
উপকরণ হিসেবে যা যা নিয়েছি |
---|
রাজকন্যা হেনা পাউডার |
অ্যালোভেরা |
টকদই |
পানি |
ধাপ-১
প্রথমে একটা বাটিতে এক চামচ পরিমাণ টক দই নিয়েছি।
ধাপ-২
এবার টক দইয়ের মধ্যে তিন চা চামচ পরিমাণ রাজকন্যা হেনা পাউডার গুঁড়া নিয়েছি।
ধাপ-৩
এ পর্যায়ে অ্যালোভেরা থেকে ভালোভাবে ছুরির সাহায্যে জেল বের করে নিয়েছি। এরপর তা হেনা পাউডার এবং টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার সামান্য পরিমাণে পানি দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
ধাপ-৫
এবার ভালোভাবে চুলে এপ্লাই করতে হবে।এপ্লাই করার আধা ঘন্টা পর চুল ভালোভাবে শ্যাম্পু দিয়ে দিতে হবে।
তো এই ছিল আবার চুলের যত্ন। আপনারা ঈদে কি কি প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই জানাবেন। আর এই এপ্লাই করার পর আমার চুল অনেক সুন্দর এবং সিল্কি হয়েছে।যাইহোক বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
চুল যেহেতু আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই সেটা সুন্দর করা আমাদের একান্ত দায়িত্ব। চুল সুন্দর থাকলে সম্পূর্ণ শরীর অনেক সুন্দর লাগে। আপনি প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিচ্ছেন সেটা দেখে খুবই ভালো লাগছে। পার্লারের বিভিন্ন কেমিক্যাল জাতীয় মেডিসিন না দিয়ে প্রাকৃতিকভাবে চুলের যত্ন নেওয়াটা উত্তম। ধন্যবাদ।
জ্বি ভাইয়া পার্লারে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে চুলের সৌন্দর্য বাড়ানো হয়। তবে সেটা আমার কাছে একদমই ভালো লাগেনা। তাই চেষ্টা করি ঘরোয়া ভাবে নিজের চুলের যত্ন নিতে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রাকৃতিক উপাদান গুলো সব সময় ভালো হয়ে থাকে। এসব জিনিস গুলোর ভিতরে নির্ভেজাল থাকে বলে এসব জিনিস ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যায়। আপনি চুলের যত্নে হারবাল হেয়ার প্যাক কিভাবে ব্যবহার করতে হয় তা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।
জ্বি ভাইয়া এই উপাদান গুলোর মধ্যে কোন ভেজাল থাকে না তাই নিঃসন্দেহে এগুলো চুলে এপ্লাই করা যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
ঈদ উপলক্ষে চুলের যত্ন নেওয়া সম্পর্কে দারুন একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমাদের সকলের উচিত নিজ নিজ যথার্থভাবে যত্ন নেওয়া। কারণ চুল হলো আমাদের দেহের সৌন্দর্যের অন্যতম প্রধান উৎস। যাহোক আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে।
সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার চুল এমনিতেই অনেক সুন্দর ভাবি।আপনার চুল স্ট্রেটকরার কোন প্রয়োজন নেই।পার্লারের ওরা ঠিক কথায় বলেছেন। তবে আপনি বাড়িতে চুলের যত্ন নিচ্ছেন জেনে ভালো লাগলো।আসলে ঘরবাড়ি সুন্দর করার পাশাপাশি নিজের ও যত্ন নেয়া জরুরী।
রাজকন্যা হেনা পাউডার সত্যি সুন্দর। আমিও কিনেছিলাম। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার প্রশংসা মূলক মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। সত্যিই রাজকন্যা হেনা পাউডার অনেক ভালো একটি হেয়ার প্যাক।
আমার জানামতে আপনার চুল এমনিতেই খুব সুন্দর। তবুও চুলকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য আপনি এই উপকরণ গুলো ব্যবহার করে চুলে লাগিয়েছেন জেনে খুব ভালো লাগলো। এটা কিন্তু ঠিক আপু চুল স্ট্রেট করা ভালো না। এর কারণে আপনার চুলের আরো অনেক বড় ক্ষতি হবে। আর এই জন্য আপনি চুল স্ট্রেট না করে ভালোই করেছেন। আচ্ছা আপু এটা সপ্তাহে কয়দিন ব্যবহার করা যাবে?? আর এটার রেজাল্ট কি ভালো হবে?? চুলের কোন কোন উপকার পাওয়া যাবে এতে?? লাগানোর পর কতক্ষন রেখে কিভাবে ধোয়া লাগবে আশা করছি এগুলো জানাবেন। জানার অপেক্ষায় থাকলাম।
সপ্তাহে একদিন লাগালেই যথেষ্ট আপু। আমি বেশ ভালোই রেজাল্ট পেয়েছি। আপনি ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
ঈদ উপলক্ষে সবকিছুর যত্ন নেওয়ার পাশাপাশি নিজের যত্ন নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক আপনি ঈদের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। দেখে ভীষণ ভালো লাগলো। অ্যালোভেরা এবং হেনা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমিও ভাবছিলাম আগামীকাল হেনা এবং অ্যালোভেরা দিব চুলে। তবে টক দই কখনো চুলে ব্যবহার করা হয়নি। টক দই যেহেতু বাসায় আছে তাহলে কালকেই ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
টক দই চুলের জন্য অনেক উপকারী আপু। অবশ্যই ব্যবহার করে দেখবেন আশা করছি ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আমার কাছেও তাই মনে হয় আপু, পার্লারে না গিয়ে প্রাকৃতিকভাবে চুলের যত্ন নিলেই সেটা আরো বেশি সুন্দর থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে। আপনার ব্যবহারিত এই উপকরণ গুলোর ভিতরে যে টক দই এবং অ্যালোভেরা রয়েছে যা চুলের জন্য বেশ ভালো। যাইহোক, চুলের যত্ন নেওয়ার নতুন একটা পদ্ধতি জানতে পারলাম আপনার আজকের এই পোস্টের মাধ্যমে।
হ্যাঁ ভাইয়া টক দই এবং অ্যালোভেরা চুলের জন্য খুবই উপকারী। বিশেষ করে অ্যালোভেরা টা মাঝেমধ্যেই আমার চুলে এপ্লাই করি বেশ ভালো ফলাফল পাই।যাইহোক অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপু, এরপর থেকে ভাবছি আমিও চুলে অ্যালোভেরা এবং টক দই ব্যবহার করব।
আপু আপনি নিজের চুলের প্রতি অনেক যত্নশীল দেখে ভালো লাগলো। যদিও এই হেয়ার প্যাক গুলো কখনো এপ্লাই করা হয়নি। তবে আপনার চুলগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর। চুলের যত্ন করলে এই সৌন্দর্য ধরে রাখা সম্ভব হবে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
একটা সময় ছিল নিজের প্রতি খুব যত্নশীল ছিলাম আপু।তবে বাবু হওয়ার পর একদমই অগোছালো হয়ে গিয়েছিলাম। তবে আবারও আস্তে আস্তে চেষ্টা করছি সে আগের দিনগুলোতে ফিরে যাওয়ার। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।