বিকেলের ঘোরাঘুরির মহূর্ত
"হ্যালো",
কয়েকদিন থেকে গরম পড়েছে ঘরে সাথে থাকা কষ্টকর হয়ে গেছে। যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি এজন্য গরম আরো বেশি মনে হচ্ছে। প্রতিনিয়ত বাবুর বাবা বাবুকে নিয়ে বাহিরে যাওয়ার চেষ্টা করে সন্ধ্যার আগ মুহূর্তে কিংবা বিকেল টাইমে। আমিও মাঝেমধ্যে ওদের সঙ্গে যোগ দেই। আবার কখনো কাজের জন্য যাওয়া হয় না। ওরা বাহিরে গেলে যেটুকু সময় পাই বাসার কাজগুলো করার চেষ্টা করি। আজকে নিজের থেকেই বাবুর বাবাকে বললাম যে আজকে বিকেলে একটু রিক্সা নিয়ে ঘুরবো। তখন উনিও বললেন যে আমারও একটু বাহিরে কাজ আছে নারকেল পাতা সংগ্রহ করতে হবে। যাইহোক সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম নারকেল পাতা খোঁজা হবে আবার রিক্সা নিয়ে ঘোরাও হবে।
তো রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে এদিক-ওদিক দেখলাম অনেক নারকেল গাছ কিন্তু অনেক কচু পাড়ার মতো কোনো বুদ্ধি ছিল না। অনেক সময় আবার দেখছিলাম যে বেশ কিছু বাসার ছাদ থেকে পাতা পাড়া যাবে কিন্তু আমরা হুট করে কাদের বাসায় বা ঢুকবো। এমনভাবে ঘুরছিলাম আমরা রিক্সা নিয়ে। পরে রিক্সাওয়ালা ভাই বুঝতে পারল যে আমরা নারকেল পাতা খুঁজছি। উনি আমাদেরকে বললেন যে তাহলে আমাদেরকে একটু গ্রামের দিকে যেতে হবে। শহরে নারকেল পাতা পাওয়া খুবই কষ্টকর। তখন ওনাকে আমরা বললাম যে আশেপাশে কোন গ্রামের দিকে চলেন।
আমার রিক্সা নিয়ে যাচ্ছিলাম এমন সময় দেখলাম তালকুর বিক্রি করছে। আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল।তাই সেখান থেকে কিছু তালকুর কিনলাম। ভাবা যায় শহরে তালকুর কিনে খাচ্ছি। আর গ্রামে থাকতে আমার চাচাতো ভাইয়েরা বড় বড় তালের বাধা পেড়ে আনত গাছ থেকে ইচ্ছামত খেতাম। যাইহোক কি আর করার যেমন দেশ তেমন বেশ। এরপর আমরা রিক্সা নিয়ে প্রায় গ্রামের দিকে গেলাম এবং যেতে রিক্সাওয়ালা ভাই একটি ছোটখাট গাছ দেখতে পেয়েছিলেন। ছোটখাটো বললে বেশ ভুল হবে অনেকটা উঁচুই ছিল। এরপর উনিই রিক্সার উপরে উঠে কোনভাবে একটা ডাল ধরতে পেরেছিলেন এবং সেখান থেকে আমরা কিছু পাতা সংগ্রহ করেছিলাম।
যখনই আমি একটু বেশি ঘোরাঘুরি করি তখন আমি আমার মামাশ্বশুরের বাসায় বেড়াতে যাই। কারণ ওনাদের ব্যবহার আমার কাছে এত ভালো লাগে বারবার তাদের কাছে আমার যেতে ইচ্ছে করে। যে রাস্তা দিয়ে আমরা পাতা সংগ্রহ করতে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে ফেরার সময় উনাদের বাসা। তাই ভাবলাম আসছি যখন দেখা করেই যাই। আমি মামীর সঙ্গে গল্প করছিলাম তো আপনাদের ভাই বললো তাহলে তোমরা গল্প করো আমার কাজটা আমি এখানে সেরে ফেলি। তো উনি ওখানে বসে উনার ডাই পোস্ট এর কাজটা কমপ্লিট করেছিলেন।
এরপর মামির সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। সুখ দুঃখের গল্প সেরে প্রায় সন্ধ্যার পর আমরা বাসায় ফিরি। সত্যি বলতে বাহিরের আবহাওয়াটা খুব ভালো লাগছিল যখন রিক্সায় ঘুরছিলাম। বাসায় ফিরেই যেন আবারও দম বন্ধ হওয়া পরিবেশ। এই ছিল আমার বিকেলের ঘোরাঘুরির মুহূর্ত। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।
সত্যি আপু পড়ন্ত বিকালে এভাবে ঘুরতে বেশ ভালো লাগে। আর পরিবার নিয়ে একসাথে ঘুরতে অনেক ভালো লাগে। আর তালের শাঁস খেতে অনেক মজা। আসলে আপু গ্রামে তো অনেক কিছুই পাওয়া যায় কিন্তু শহর তো শহরি।আপনাদের বিকালে কাটানো সুন্দর মুহূর্ত পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনাদের মাঝে পোস্টটা শেয়ার করার জন্য।
জ্বী আপু তালকুর খেতে অনেক মজা কিন্তু অনেক দাম নিয়েছিল। গ্রামে যেগুলো আমরা এমনি এমনি খাই আর সেগুলো এখানে একটা দশ টাকা পিস নিয়েছিল। যাইহোক ধন্যবাদ আপু ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
পড়ন্ত বিকেলে চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে এই গরমে বাসায় থাকা খুবই মুশকিল। বিকাল থেকে গোধূলি সন্ধ্যা পর্যন্ত প্রকৃতির পরিবেশ সুন্দর ভাবে উপভোগ করেছেন। এই গরমের ভিতরে কিছুটা হলেও বাহিরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
ঠিক বলেছেন ভাইয়া বিকেলে গোধূলি সন্ধ্যায় প্রকৃতির পরিবেশ অনেক সুন্দর ছিল এবং শান্তিতে ঘোরাফেরা করেছিলাম। আর রিক্সায় অনেক সুন্দর বাতাস লাগছিল।ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বিকেলের ঘোরাঘুরির মহূর্ত। আপনার বিকেল বেলায় ঘোরাঘুরির মুহূর্তর পোস্টি পড়ে বেশ ভালো লাগলো আপু। ঘোরাঘুরি সময় আপনি তালশাষ কিনে খেয়েছেন জেনে বেশ ভালো লাগলো। আসলে গরমের সময় বাসায় থাকা বেশ মুশকিল আপনি যে প্রকৃতির সাথে বেশ সুন্দর সময় উপভোগ করেছেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
এই গরমে টপ ফ্লোরে থাকা ভীষণ কষ্টের। গরমের সময় সারাদিনের রোদে ছাদ গরম হয়ে থাকে। এই গরম বাচ্চারা একদম সহ্য করতে পারেনা। বাবুকে নিয়ে বাহিরে বের হওয়া খুবই জরুরী। বাচ্চাকে সুস্থ রাখতে হলে এই গরমের মাঝেও একটু বাহিরে বেড়াতে যেতে হবে। ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে।
হ্যাঁ আপু টপ ফ্লোরে এত গরম থাকায় যায় না সন্ধ্যার পরে।বাসা ছেড়ে দিয়েছি এ মাসেই নিজেদের বাসায় গিয়ে উঠবো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
বাহ্ নারকেল পাতাও খোঁজা হলো আবার রিক্সায় করে বিকেলের দিকে ঘোরাঘুরি করা হলো একসাথে দুই কাজই হয়ে গেলো। সত্যি বিকালের দিকে ঘোরাফেরা করতে আমারও অনেক ভালো লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
জ্বি ভাইয়া একসাথে দুটো কাজেই সারা হয়ে গেল। বিকেল টাইমটা ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
যে পরিমাণ গরম পরছে এই গরমের মধ্যে আবার ঘোরাঘুরি সত্যি ধৈর্য আছে আপনাদের বলতে হয়।।
এটাও ঠিক যে বিকেলের সময়টা নির্জন কোন পরিবেশে ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে।।
তালসাসের ফটোগ্রাফি দেখেই খেতে ইচ্ছে করছে এখন তো এটা জনপ্রিয় একটি খাবার।।
আমরা শহরের মধ্যে ঘোরাঘুরি করি না ভাইয়া রিক্সা নিয়ে আমরা গ্রামের দিকে চলে যাই। আর গ্রামের রাস্তায় সুন্দর বাতাস থাকে।ধন্যবাদ ভাইয়া।
বিকেল বেলায় বেশ ভালোই ঘুরাঘুরি করেছিলেন বুঝতে পারছি। বিকেলবেলায় এভাবে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। আপনারা তো দেখছি বাহিরে গিয়ে তালের শাঁস খেয়েছিলেন। যেহেতু আপনার মামা শ্বশুরের বাসা ওই দিকে তাই আপনারা উনাদের বাড়িতে গিয়ে গল্প করেছিলেন। আপনি গল্প করছিলেন অন্যদিকে ভাইয়া তার কাজ সেরে নিয়েছিল। আপনারা রিকশায় করে ঘুরাঘুরি করেছিলেন, অন্যদিকে নারিকেল পাতাও খোঁজা হয়ে গিয়েছিল। সব মিলিয়ে বেশ ভালোই উপভোগ করলাম আপনার কাটানো মুহূর্তটা।
এটা ঠিক বলেছেন আপু সব মিলিয়ে ভালই উপভোগ করেছি সময়টা। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
বিকেলবেলায় বেশ ভালোই ঘুরাঘুরি করেছিলেন তো দেখছি। বিকেল বেলায় এভাবে ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভাইয়া বাবুকে নিয়ে বিকেলবেলায় ঘোরাঘুরি করতে যায়। আপনি আজকে নিজ থেকেই ওনাকেই ঘুরতে যাওয়ার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ওনারও বাহিরে একটু কাজ রয়েছে, নারিকেল পাতা সংগ্রহ করা লাগবে, এরপর সবাই মিলে রিকশায় করে বেরিয়ে পড়েছিলেন দেখে ভালো লাগলো। তারপরে আপনি আপনার মামাশ্বশুরের বাড়িতেও গিয়েছিলেন। সব মিলিয়ে খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করলেন দেখে ভালো লাগলো।
আসলে এই গরমে বাসার মধ্যে অসহ্য লাগছিল। তাই ভাবলাম রিক্সা নিয়ে ঘুরলে একটু ভালো লাগবে। তখন আপনার ভাইয়া বলল যে তারও কিছু কাজ আছে সেগুলো সেরে নেওয়া যাবে। যাইহোক নারকেল পাতা সংগ্রহ করা এবং ঘুরাঘুরি পরে মামাশ্বশুরের বাসায় আর কিছুক্ষণ কাটানো। বেশ ভালো সময় কাটিয়েছি সব মিলিয়ে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
গরমের কথা কি বলবো আপু। ঠিক বলেছেন টপ ফ্লোরে থাকার কারণে গরম একটু বেশি লাগে আপনাদের। যাক বিকেলবেলা ফ্যামিলির সাথে নারিকেল পাতা খোঁজার জন্য বের হলেন। রিক্সাওয়ালা ভাই মনে হয় অনেক ভালো এই কারণে আপনাদের সুবিধা হয়েছে নারিকেল পাতা সংগ্রহ করতে। ঘুরতে ঘুরতে তালের ডাবও খেলেন। এবং খুব মজা করে মামির সাথে গল্প করলেন। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু রিক্সাওয়ালা ভাই অনেক ভালো। আমাদের বেশ ভালই ঘোরাঘুরি করিয়েছেন এবং নারকেল পাতাও সংগ্রহ করে দিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।