দেবরের হাতির বাচ্চার জন্মদিনের মহূর্ত 🤪❤️
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। কি টাইটেল দেখে সবাই অবাক হয়েছেন? আমার দেবরের হাতি কিনা!না আমার দেবরের কোন হাতি নেই। তার মিষ্টি একটা বউ আছে। যাকে সে ভালবেসে হাতির বাচ্চা বলে ডাকে। কি রোমান্টিক তাই না। তবে এই নামে ডাকলে আমার দেবরের বউ একটু রেগেই যায়। কারণ সে দেখতে মোটেই হাতির মতো না। যাইহোক আমার ছোট জা এর কথা আমি অনেকবার আমার বিভিন্ন ব্লগে শেয়ার করেছি। বিয়ের পর থেকে ওর সাথে আমার খুবই সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমরা দুজন একদম বন্ধুর মতো থাকি। আপনাদের ভাইয়াও ওকে ছোট বোনের মতো দেখে। আর সে আমার ছেলেকে ভীষণ ভালোবাসে। গত ডিসেম্বরেের ১ তারিখে তার জন্মদিন ছিল।
আমি আগে থেকেই জানতাম তার জন্মদিন। তাই সেদিন দুপুরবেলা বিরিয়ানি রান্না করেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর দেবর সবাইকে বললো সন্ধ্যায় যেন বাসায় থাকি। আমি তো বুঝতেই পেরেছি যে কোনো একটা সারপ্রাইজ রেখেছে সে তার হাতির বাচ্চার জন্য। এরপর সন্ধ্যার মধ্যে কেক চলে আসলো। আমাদের এখানকার নামকরা কেক এ্যান্ড বেক এর কেক।আমরাও সব সময় এখান থেকেই কেক অর্ডার করি। খুব টেস্ট সেখানকার কেক গুলোর।আরো কিছু টুকটাক নাস্তার ব্যবস্থা করেছিল আমার দেবর।আমার দেবরের বউ তো অনেক খুশি এবং অবাক হয়ে গিয়েছিল এই আয়োজন দেখে।
যাই হোক এর মধ্যে বাবু এবং বাবু বাবা আবার বাহিরে গিয়েছিল আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম। সন্ধ্যার পর তারা ফিরে আসলে আমরা সবাই মিলে কেক কাটি। খুবই ঘরোয়া আয়োজন ছিল বাহিরের কেউ ছিলনা শুধু আমরা পরিবারের কয়েকজনই ছিলাম। বেশ ভালো সময় কাটিয়েছিলাম সবাই মিলে। আপনারা কেক দেখলে বুঝতে পারবেন কেকটা কতটা সুন্দর ছিল এবং কেকের মধ্যেও লেখা ছিল হ্যাপি বার্থডে হাতির বাচ্চা। আমার ছেলে তো এই কেক ভীষণ পছন্দ করে৷ ও একাই অনেকটা কেক খেয়ে ফেলেছিল। যাইহোক সবাই দোয়া করবেন ওদের সুন্দর ভবিষ্যতের জন্য।
আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
দেবরের বউ জন্মদিনে সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন দেখছি আপু। কেকটা দেখতে দারুন লাগছে। মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। আপনি যে আপনার দেবরের বউকে এত সুন্দর করে হাতির বাচ্চা বলেন সেটা তো আমি জানতাম না এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ওর নাম আমার দেবর রেখেছে। আমরা ওকে ওর নাম ধরেই ডাকি। ওর বর ওকে ভালবেসে হাতির বাচ্চা বলে ডাকে। সব মিলিয়ে খুব ভালো একটি মুহূর্ত কাটিয়েছি।
হাহা,পোস্টের টাইটেল পড়ে মজা পেলাম।আপনার দেবরের বউ এর জন্মদিনের অনেক শুভেচ্ছা।
শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ আপু।
আমি তো টাইটেল দেখে অবাক হয়ে গেছিলাম আর ভাবছিলাম অবাক হওয়ার কি আছে। হয়তোবা হতির বাচ্চা পোষেন। আর সেই হাতির বাচ্চার জন্মদিন।পরে তো বুঝতে পারলাম হাতির বাচ্চা টা কে।আপনি আগে থেকেই জানতেন আজ জন্মদিন তাই বিরিয়ানির রান্না করেছিলেন এবং কেক কেটে খুব সুন্দর একটা আনন্দঘন পরিবেশ কাটিয়েছেন বেশ ভালো লাগছে পোষ্টটি দেখে।কেকটিও অনেক সুন্দর। আপনার জা মোটেও হাতির বাচ্চা হাতি নয়। অনেক মিষ্টি একটা মেয়ে। জেনে ভালো লাগলো আপনাদের ভালো সম্পর্কের কথা আর পোস্ট দেখেও তা বুঝতে পারলাম। এভাবেই থাকবেন সারা টা জীবন।শুভ কামনা রইলো আপনাদের জন্য।
দোয়া রাখবেন আপু সারাটা জীবন যেন এভাবেই মিলেমিশে থাকতে পারি। আর ও দেখতে সত্যিই অনেক মিষ্টি।
আদর করে ডাকলেও নামটা চেঞ্জ করা ভালো। নামটা একটুও ভালো না।এজন্য ই আপনার জা রাগ করে আপু।আপনি আপনার দেবরকে বলবেন সুন্দর একটি নামে তাকে ডাকতে।আপনারা সবাই খুব সুন্দর মূহুর্ত কাটিয়েছেন। দেখে ভীষণ ভালো লাগলো।কেকটি খুব সুন্দর হয়েছে।তবে হাতির বাচ্চার বদলে কিউট একটা নাম থাকলে বেশি ভালো লাগতো।ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
এটা ওদের নিজেদের ব্যাপার আপু আমি কিভাবে নিষেধ করি বলেন। তবে আমরা ওর নাম ধরেই ডাকি।সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।