অর্থির জন্মদিন || @shy-fox 10% beneficiary
হঠাৎ করে সকালবেলা অর্থি এসে জানালো যে আজ তার জন্মদিন। আমিও খুব খুশি হলাম কারন ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। যদিও ওরা ভিন্ন ধর্মের লোক। আর ওরা হচ্ছে আমার পাশের বাসার ভাড়াটিয়া। ওর মায়ের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলতে পারেন। ওরা শায়ান বাবুর সঙ্গে খেলে সবসময়।
ওর প্রথম আবদার ছিল সবাইকে হলুদ জামা পড়তে হবে। তাই আমি এবং শায়ান বাবু দুজনে হলুদ জামা পড়ে নিলাম এবং ও জন্মদিনের অনুষ্ঠানে গেলাম। তো ওর জন্মদিনে অনেক ভালো আয়োজন করেছিল ওর মা। আপনারা আমার ছবিগুলো দেখে বুঝতে পারছেন অনেক খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল এবং আরো অনেক খাবার ছিল যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না।
প্রথমে সবাই হৈ চৈ করে কেক কাটা হল এবং কেক খাওয়া দাওয়ার পর ওর মা লুচি,পায়েস, মিষ্টি, কলা এবং কোকের আয়োজন করেছিল। এরপর এগুলো খাওয়ার পর ছিল বিরিয়ানি। ওর মা খুব ভালো রান্না করে। আমরা পেট পুরে বিরিয়ানি খেয়েছিলাম। কিন্তু শায়ান বাবু পরে কান্না করার কারণে পরের ছবিগুলো তুলতে পারিনি। এজন্য আমি দুঃখিত আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারলাম না।
এদিনটি আমার খুব ভালো কেটেছে।বিশেষ করে শায়ান বাবুর।কেননা সারাদিন বাসায় বন্দি থাকতে হয় ওকে। আমরা মা ছেলে খুব উপভোগ করেছি এবং সবাই মিলে আমরা খুব হইচই করেছি এবং নাচাগানা করেছি। আসলে কিছু কিছু অনুষ্ঠানে অনেক মজা হয় এবং আমরা খুবই মজা করেছি।
তো বন্ধুরা আমি মনে করি সারাদিন বাসায় বন্দি থাকার পর এরকম একটা দিন যদি হয় তাহলে অবশ্যই আমার কাছে দিনটি অনেক ভাল মনে হয়। তো বন্ধুরা আপনারাও ভাল সময় কাটান এবং আপনার কাছের লোকদের নিয়ে সময় কাটান। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে
অর্থির জন্মদিনের শুভেচ্ছা। আসলে প্রতিবেশী সাথে সম্পর্ক ভালো থাকলে অনেক মজা করা যায়।শায়ান বাবু অনেক মানুষ পেয়ে বেশ ভালো সময় কাটিয়ে।ভালো লাগলো।ধন্যবাদ
প্রথমেই অর্থিকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আশেপাশে যারা বসবাস করে তাদের সাথে অনেক ভালো সম্পর্ক তৈরী হয়। আসলে ধর্ম কোন ব্যাপার নয়। মনের মিল থাকলে সকল মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা যায়। আপু আপনি অনেক সুন্দর ভাবে অর্থির জন্মদিনের মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। আমাদের শায়ান বাবু নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। আপু আপনার এবং আপনার চারপাশের মানুষগুলো জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ সবাইকে সুন্দর মতামত দেওয়ার জন্য। শুভেচ্ছা রইল।