মন ভাসতে চায়, সাদা মেঘের মতো করে।

in আমার বাংলা ব্লগ4 years ago

মানুষের মন ভীষণ পরিবর্তনশীল এবং মুহূর্তে মুহূর্তে তার পরিবর্তন হয়। হয়তো সকালে এক রকম থাকে, দুপুরে অন্যরকম থাকে এবং রাত্রিবেলাতেও ভিন্ন হয়। আর আমার মনটাও ঠিক একই রকম। যেহেতু আমি মানুষ তাই আমার মনের পরিবর্তন হওয়া নিতান্তই স্বাভাবিক।পৃথিবীতে যদি মানুষের ভালোলাগা এবং মানুষের মনের পরিবর্তন যদি না হতো, তাহলে আমার মনে হয় পৃথিবীতে কোন ঝামেলা থাকতো না। দিনশেষে সবকিছুর ভিতরেই শান্তি থাকতো। কারণ পরিবর্তন আছে বিধায় সবার চিন্তা ভাবনা ও ভালোলাগাগুলো একটু আলাদা।


ওই নীল আকাশের বুকে যখন সাদা মেঘগুলো জমাট বেঁধে আছে। তখন তাঁর সৌন্দর্যে আমি মুগ্ধ। আপাতত সময়ে আমার মনের পরিবর্তন হয়েছে। কারণ আমার মনের চিন্তা হচ্ছে যে, আমি যদি ওই মেঘ গুলোর মতো ওই নীল আকাশে ভাসতে পারতাম,তাহলে হয়তো কিছুটা প্রশান্তি কাজ করতো আমার মনের ভিতরে। আপাতত সময়ে আমার চিন্তা ওই সাদা মেঘগুলোকে কেন্দ্র করেই, আমি চাই নিজেকে ভাসিয়ে দিতে ওই নীল আকাশে সাদা মেঘের মতো করে। কারণ আশেপাশের কোলাহল যুক্ত পরিবেশে আপাতত আমার ভালো লাগছে না।
আপাতত আমার দুটো পাখির মত ডানা হলে ভালোই হতো। আমি ছুঁয়ে দেখতে পারতাম ওই সাদা মেঘগুলো কে এবং তার হালকা পরশে আমি নিজেকে শীতল করে ফেলতাম এবং শান্তির একটা জায়গা করে নিতাম। কারণ ওই নীল আকাশের বুকে সাদা মেঘগুলো আমাকে দূর থেকে ছুঁয়ে গিয়েছে আমি চাই তাকে ধরতে।
IMG_20210712_094143.jpg

IMG_20210712_094141_1.jpg

IMG_20210712_094140_1.jpg

IMG_20210712_094134_1.jpg

IMG_20210712_094128.jpg

Sort:  
 4 years ago 

আকাশের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 79022.19
ETH 1861.04
USDT 1.00
SBD 0.87