গতকাল সন্ধ্যায় কাটানো কিছু মুহূর্ত || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

20221220_210839.jpg

গত দুইদিন হলো বাসায় চলে এসেছি বাবার বাসা থেকে। ছেলেটা একটু অসুস্থ এজন্য মনটা খুব একটা ভালো নেই। হঠাৎ করে গতকাল সন্ধ্যায় দরজায় কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে দিতে দেখলাম এক ভাবি দাঁড়িয়ে আছে।কিছুক্ষণ গল্প করার পর ভাবি জানালেন তার মেয়ের জন্মদিন তাই দাওয়াত করতে এসেছেন। তো হঠাৎ করেই প্রোগ্রাম আরকি এজন্য আগে থেকে বলেননি। তো যাই হোক যাব না ভেবেছি তারপর তাকে আর কিছু বললাম না। বললাম ঠিক আছে ভাবি আমি চেষ্টা করব যাওয়ার। এ বলে ভিতরে চলে আসলাম।

PhotoCollage_1671622784207.jpg

তবে যাবো না ভেবেছি কিন্ত বাচ্চাগুলো বারবার ডাকতে আসছিল বাবুকে। যেহেতু ওরা বাবুকে খুব ভালোবাসে। আমি ভাবছি যে ওখানে যাব না কারণ ওখানে গেলে বাবু উল্টাপাল্টা কিছু খেতে চাইবে আর যেটা এখন ওর স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ এবং আমারও ওইসব খাবার খাওয়া যাবেনা। তাই আমি চেষ্টা করছিলাম না যাওয়ার কিন্তু বাসার সব বাচ্চারা বারবার বাবুকে ডাকতে আসছিল এবং বলছিল তাকে নিয়ে যাওয়ার জন্য। এজন্য এক পর্যায়ে বাধ্য হয়ে আমি সেখানে যাই।

সেখানে গিয়ে আরো কিছু ভাবির সঙ্গে দেখা হলো। সবাই মিলে একটা আলোচনা করলাম যেহেতু হঠাৎ করে দাওয়াত করেছেন কিছু একটা তো দেওয়া উচিত। তাই সবাই মিলে ঠিক করলাম কিছু টাকা দিয়ে সবাই মিলে একটা গিফট কিনে দেই। অবশ্য গিফট কিনতে আমি যাইনি দুইজন ভাবি গিয়েছিলেন কারণ আমার বাবু অসুস্থ এজন্য আমি আর যাইনি। তো উনারা গিফট আনার পর সেখানে গিয়ে কেক কাটার পর সবাইকে খাবার খেতে দিলেন। কম সময়ের মধ্যে ভাবি বেশ ভালোই আয়োজন করেছেন। ভাবি সবার জন্য রাতের খাবারে চিকেন বিরিয়ানি বানিয়েছেন। বেশিক্ষন থাকতে পারিনি। বাবু বিরক্ত করছিলো এজন্য তাড়াতাড়ি চলে এসেছি।

PhotoCollage_1671622807667.jpg

তবে যেটুকু সময় ছিলাম খুব ভালোই ছিলাম এবং ভালো সময় কাটিয়েছি। বাবুও খুব খুশি হয়েছিল সবাইকে দেখে। ও সুন্দর খেলছিল ওদের সাথে। তারপর একসময় বাবুর ঘুম ঘুম ভাব চলে আসে। এজন্য আমি ওকে নিয়ে বাসায় চলে আসি এবং ওকে রাতে ঘুমিয়ে দেই। এই ছিল আমার গত রাতে কাটানো কিছু মুহূর্ত যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন।

সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

সন্ধ্যার মুহূর্ত খুব সুন্দর ভাবে কাটিয়েছেন। আপনার বাবুর অসুস্থতার কথা শুনে সত্যি মন খারাপ হয়ে গেলো। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। জন্মদিনের মুহূর্তগুলো খুবই অসাধারণ হয়ে থাকে। নিশ্চয়ই জন্মদিনের মুহূর্তগুলো খুব সুন্দরভাবে অতিবাহিত করেছেন। বিশেষ করে ছোটরা অনেক আনন্দ করেছে। এত সুন্দর মুহূর্ত আপনাকে ধন্যবাদ।

 2 years ago (edited)

জ্বি ভাইয়া ছোট বাচ্চারা অনেক আনন্দ করেছে এবং বাবুও খুব খুশী হয়েছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু এরকম হুটহাট দাওয়াত বেশ ভালো লাগে আমার কাছে। তবে শায়ান বাবু অসুস্থ শুনে খারাপ লাগলো। দাওয়াতে গিয়ে ভালোই আনন্দ করেছেন বলছিলেন। যাক দ্রুত বাবু সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি।

 2 years ago 

হ্যাঁ হঠাৎ করে দাওয়াত পেয়েছিলাম আর বেশ আনন্দ করেছি। বাবুও বেশ খুশী হয়েছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শায়ান বাবুর জন্য অনেক অনেক সুস্থতা কামনা করছি। বাচ্চার অসুস্থ হলে সব বাবা-মা বেশ চিন্তিত এবং মনমরা থাকে। হুটহাট এমন দাওয়াত বেশ ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে আপনারা সবাই খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন।

 2 years ago 

আসলেই সবার মনটাই খারাপ ছিল কিন্তু হঠাৎ করে দাওয়াত পেয়ে সেখানে অনেক বাচ্চা ছিল এবং বাবুও বেশ খুশী হয়েছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমে শায়ান বাবুর জন্য দোয়া রইল। দোয়া করি শায়ান বাবু অতি দ্রুত সুস্থ হয়ে উঠুক। আসলে মন না চাইলও অনেক প্রোগ্রামে আমাদের অংশগ্রহণ করতে হয়। তবুও বাবুর জন্য যেও আপনি কিছুটা ভালই সময় কাটিয়েছেন বলে আমার মনে হয়।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু আমরা না চাইতেও অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। এই অনুষ্ঠানটিও তেমনই ছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 
জন্মদিনের অনুষ্ঠান গুলো একটু ভিন্নরকম এবং মজার হয়। এখানে বাচ্চারা বেশি আনন্দ করে । আপনারাও বেশ আনন্দ করেছেন বলে মনে হচ্ছে । শায়ানের অসুস্থতার কথা শুভ ভাইয়ার কাছে শুনেছি, এখনো পড়ে খুব খারাপ লাগছে। দোয়া করি ছোট শায়ান দ্রুত সুস্থ্য হয়ে উঠুক। ধন্যবাদ আপু।
 2 years ago 

জ্বী ভাইয়া আপনাদের সবার দোয়ায় আমার বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এ আশাই করছ। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

প্রথমেই বাবুর সুস্থতা কামনা করছি। মনে হয় খুবই অসুস্থ সে। আসলেই অসুস্থ থাকলে বাবুদের কে নিয়ে কোথাও যাওয়া যায় না কারণ তারা অসুস্থতার কারণে অনেক জ্বালাতন করে। কিন্তু আপনার সুন্দর কাটানো মুহূর্ত আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই ভালো সময় পার করেছেন দেখছি। কিন্তু বাবুর জন্য বেশিক্ষণ থাকতে পারেননি। হুট করে আয়োজন করলেও খুবই ভালো আয়োজন করেছে দেখছি। সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং লেখাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাবু অনেকটাই অসুস্থ ছিল এবং আমি ভেবেছিলাম সেখানে গিয়ে আমাকে খুব জ্বালাতন করবে কিন্তু তার উল্টোটা হয়েছিল। সে সবাইকে দেখে খুব বেশি খুশি হয়েছিল এবং ভাল সময় কাটিয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 85899.17
ETH 2128.83
USDT 1.00
SBD 0.63