ছেলের চুল কাটতে সেলুনে যাওয়ার অভিজ্ঞতা
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। গতকাল আমাদের গ্রামের বাজারে সেলুনে গিয়েছিলাম বাবুর চুল কাটতে। সেখানকার অভিজ্ঞতা বা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি।যখনই শহরে বেশি গরম অনুভব করি তখনই আমরা গ্রামে চলে আসি। তবে এবার গ্রামে আসার পর গ্রামেও প্রচুর গরম পড়েছে তাই ভাবলাম বাবুর মাথার চুল গুলো আরো ছোট করে কেটে দেব। যদিও ঈদের কিছুদিন আগে এই বাবুর চুলের ডিজাইন করে দিয়েছিলাম কিন্তু যেহেতু বেশি গরম পড়েছে তাই ডিজাইন এর কথা মাথায় না রেখে বাবুর ভালো থাকাটা চিন্তা করেছি।
গতকাল বিকেল বেলা বাবুকে বাজারে নিয়ে যাব এমন সময় সে বায়না ধরেছে তার সব ভাইদের এবং খালামনিকে নিয়ে যেতে হবে।সব সময় তারা সবাই একসাথে খেলাধুলা করে তাই সবাইকে নিয়ে আমি বাজারে গিয়েছিলাম সাথে আপনাদের ভাইয়াও ছিল। যদিও এর আগে দু একবার আমি বাবুর সাথে সেলুনে গিয়েছিলাম এরপর থেকে ওর বাবা নিয়ে যায় কারণ আমার সেখানে যেতে খুব একটা ভালো লাগে না। অনেক পুরুষ মানুষ থাকে তাই।আমরা প্রথমে নাপিতকে বাড়িতে ডেকেছিলাম। যদিও প্রত্যেকবারই আসে তবে এবার নাকি তার সময় নেই তাই আমরাই গিয়েছিলাম।
সেলুনে গিয়ে দেখি সেলুন মোটামুটি ফাঁকা। তাই প্রথমেই বাবুকে বসিয়ে দিলাম নাপিতের সামনে। ছেলে আমার খুব ভদ্র বাড়িতে যতই দুষ্টামি করুক বাহিরে তার মতো ভদ্র ছেলে আর একটিও নেই। চুপচাপ বসে নাপিতকে তার কাজে সাহায্য করছিল। যাইহোক এরপর আমি আমার পছন্দ মতো তার মাথার চুল কেটে নিয়েছি। যদিও আমার বাবুর মাথায় চুল একটু কম তারপরও ডিজাইন করে কাটলে বেশ ভালই লাগে দেখতে। বাবু তো অনেক খুশি ছিল কারণ সাথে তার মামাতো দুই ভাই এবং খালামনি ছিলো।
যাইহোক এরপর আমাদের কাজকর্ম শেষ হয়ে গেলে সবাইকে একটি করে আইসক্রিম কিনে নিয়ে খেতে খেতে বাসায় চলে আসি। প্রথমে তো ভেবেছিলাম বাবুকে নাড়ুবেল করে দেবো। কিন্তু পরের মাসে তার জন্মদিন তাই ভাবলাম জন্মদিনটা পার হয়ে গেলে না হয় নাড়ুবেল বানিয়ে দেবো। 😀 যাইহোক পিচ্চি বাচ্চাদেরকে নিয়ে বেশ ভালো সময় কেটেছিল গতকাল বিকেলে।
যাইহোক বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
শায়ান তো দেখছি একেবারে ভদ্র মানুষের মতো বসে আছে। মানে এমন একটা ভাব যে, সে একেবারেই দুষ্টামি করে না 😂। যাইহোক সেলুনে গিয়ে দুষ্টামি করলে তো বিপদে পড়ে যেতেন। একেবারে সাঙ্গপাঙ্গ নিয়ে শায়ান চুল কাটতে সেলুনে গিয়েছে দেখছি। এই গরমে চুল ছোট রাখতে পারলেই ভালো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ওকে বাহিরের কেউ হঠাৎ করে দেখলে বিশ্বাসই করে যে সে কি পরিমাণে দুষ্ট।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাচ্চাদের চুলগুলো মনে হয় খুব তাড়াতাড়ি বড় হয়।আর যা গরম পড়েছে তাতে চাইলেও চুল বড় রাখা যায় না।আসলেই মেয়েদের বাচ্চাদের নিয়ে কাটাতে নিতে আনিজিফিল হয়।ধন্যবাদ
আর বলবেন না আপু কিছুদিন আগেই চুল কেটে দিলাম আবার বড় হয়ে গিয়েছে। আর একদম ঠিক বলেছেন মেয়ে হয়ে সেলুনে যেতে একদমই ভালো লাগেনা। যাইহোক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনার ছেলের এই অভ্যাসটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বাড়িতে সে যতই দুষ্টুমি করুক না কেন বাইরে খুবই ভদ্রতার সাথে থাকে। এখনকার ছেলেপেলে তো অনেক দুষ্টু বাইরে ঘরে দুই জায়গাতেই। আপনার বাচ্চার পরের মাসে জন্মদিন তাই অনেক সুন্দরভাবে চুল কেটে দিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। সবাই মিলে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। কাজ শেষে আইসক্রিম খেতে খেতে বাড়িতে এসেছেন অনেক মজা।
হ্যাঁ আপু ও বাড়িতে যত পরিমাণে দুষ্টুমি করুক না কেন বাহিরে গেলে খুবই ভদ্র হয়ে থাকে। ওর এই স্বভাব টা আমার কাছেও বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
আপু,আপনার ছেলে তো দেখছি চুপচাপ বসে আছে।কিন্তু আমার ছেলেটা মেশিন দেখলেই কান্না করে দেয়। অন্য কারো কাছে যাওয়া তো দূরের কথা।প্রথমবার তাকে সেলুনে নিয়ে চুল কাটিয়েছিলাম। সে কি কান্না,পরেরবার মেশিন নিজেরাই কিনে ফেলেছি। এখন আমরাই বাসায় করে ফেলি,কারণ ওকে নিয়ে বাইরে যাওয়া সম্ভব না,চুল কাটানো তো পরের কথা।তবে আপনার ছেলের জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাই।
অনেক বাচ্চা আছে আপু ভয় পায়।তবে আমার ছেলেটা ছোটবেলা থেকেই বেশ সাহসী। আপনার বাবুর জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। ধন্যবাদ।
আপনার ব্লগটি পড়ে আমি মুগ্ধ হয়েছি! আপনার লেখনীর মাধ্যমে বাবুর চুল কাটার অভিজ্ঞতা এবং পারিবারিক মুহূর্তগুলোর বর্ণনা অত্যন্ত জীবন্ত ও আন্তরিক মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে।
সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
আমারই ছেলেবেলায় চুল কাটার কথা মনে পড়ে গেল। বাবা হাত ধরে নিয়ে যেতেন। সেলুনের কাকু একটা কাঠের তক্তা পেতে তার উপর বসাতেন৷ তারপর শুরু হতো চুল কাটা আর আমার বিরক্তির পালা। শেষ পর্যন্ত ঘাড়ে কানে বহু জায়গায় ক্ষতচিহ্ন নিয়ে বাড়ি ফিরতাম চুল কাটার পর্ব শেষ হলে। আপনার পোস্টটি খুব ভালো লাগলো। ছেলের প্রতি অনেক ভালোবাসা।
সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।ধন্যবাদ।
আসলে ছোট বাচ্চাকে সেলুনে চুল কাটানো অনেক ঝামেলা কিন্তু শায়ান বাবু বেশ ভদ্রভাবে বসে আছে মনে হয় নড়ছে না চুপচাপ করে। যে গরম পড়েছে এই গরমে বাচ্চাদের চুল ছোট রাখাই ভালো। শায়ান বাবুকে দেখতে অনেক কিউট লাগছে।শায়ান বাবুকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ছেলে বাড়িতে ভিষন দুষ্টুমি করলেও বাহিরে খুব শান্ত হয়ে থাকে আপু।ধন্যবাদ আপু অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য।
আপনার ভাগ্য খুবই ভালো, সেলুনে গিয়ে ফাঁকা পেলেন। শান্ত-সৃষ্ট আপনার বাবুটি খুব সুন্দর ভাবে বসে আছে। খুবই সুন্দর দেখাচ্ছে বাবুটিকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।