নতুন বছরে ঘুরাঘুরির মহূর্ত এবং ভিডিওগ্রাফি 📸📸

in আমার বাংলা ব্লগlast year

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি প্রত্যেকেরই বছরের প্রথম দিনটি বেশ ভালোভাবে কেটেছে এবং বছরের সবগুলো দিন খুব ভালো কাটুক সেই কামনাই করছি। যেকোন স্পেশাল দিনকে আমরা একটু স্পেশাল ভাবে কাটাতে চাই। তো গতকাল বছরের প্রথম দিন ছিল অনেক ইচ্ছে ছিল বাবুকে নিয়ে একটু ঘুরবো।যেটা হবার নয় সেটা কোনো না কোনোভাবেই নষ্ট হয়। অনেক সময় দেখবেন যেটা আমরা পরিকল্পনা করি সেটা বাস্তবায়ন করা যায় না।

20240101_193547.jpg

অনেকে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছিলেন গত রবিবার হ্যাংআউটের দিনে আপনাদের ভাইয়ার ল্যাপটপ হঠাৎ নষ্ট হয়ে যায়। তো সে গতকাল দুপুরবেলা আমাদের শহরের বাজারে নিয়ে গেল কিন্তু সেখানে ঠিক হয়নি।এরপর সে বাসায় এসে বলে এখানে ঠিক হবেনা বগুড়া যেতে হবে। আর তখনই তো আমার মনটা খারাপ হয়ে গেল। কি আর করার প্রয়োজনীয় জিনিস ঠিক তো করতেই হবে। অনেক কষ্ট করে মনটাকে শান্ত করলাম। সে আর দেরি না করে বেরিয়ে গেল বগুড়ার উদ্দেশ্যে এদিকে আমি মন খারাপ করে বসে আসি।

20240101_193112.jpg

20240101_193049.jpg

20240101_193047.jpg

20240101_192347.jpg

এরপর সন্ধ্যায় আমার দেবর এবং দেবরের বউ বাইরে যাচ্ছিল আমার মন খারাপ দেখে আমাকে বারবার তাদের সঙ্গে যেতে বলছিল কিন্তু আমার কিছুতেই যেতে ইচ্ছা করছিল না কিন্তু পরে বাবু বায়না ধরল তাই আর না গিয়ে পারলাম না। এরপর আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে রিকশা নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা গিয়েছিলাম টঙের চা রেস্টুরেন্টে। যেখানে সব ধরনের খাবার পাওয়া যায় কিন্তু সেখানে গিয়ে দেখলাম নরমাল কোন খাবার পাওয়া যাবে না শুধুমাত্র চা পাওয়া যাবে। তাই আমরা সেখান থেকে চলে গেলাম শহরের মধ্যে।

20240101_193412.jpg

20240101_194502.jpg

20240101_195857.jpg

এখানে যে পাইকারি বাজার আছে সেখানে বেশ কিছু ভাসমান দোকান আসে সন্ধ্যার পর থেকে।অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আমরা ফাস্ট ফুড খাবো। তো সেখানে ঢুকে পড়লাম এবং অনেক ধরনের খাবার খেলাম। যদিও বলা সম্ভব নয় কত প্রকার খাবার এখানে পাওয়া যায়।আর হাতে বেশি সময় ছিল না পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখার কারণ বাজারটি অনেক বড় অনেকগুলো দোকান থাকে। আমরা এখানে অনেক কিছু খেয়েছিলাম তার মধ্যে সবথেকে ভালো লেগেছিল সেখানকার পুরি।দাম অনুযায়ী খাবারের মান খুবই ভাল ছিল।

যাইহোক সেখানে অনেকগুলো খাবার খেয়ে আমরা একটু ঘুরাঘুরি করে শেষে মিষ্টি খেয়ে চলে এসেছিলাম।গতকাল ঘোরাঘুরির পুরো একটি ভিডিওগ্রাফি আমি শেয়ার করছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবারো কোন নতুন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

মাঝে মাঝে মন খারাপ থাকলে বাইরে একটু ঘোরাঘুরি এবং হালকাপাতলা কিছু খাবার খেলে মন এমনিতেই ভালো হয়ে যায়।মন খারাপের পর সবাই মিলে ঘোরাঘুরি করা খাবার খাওয়ার পর আপনার মন যে ভালো হয়ে গেছে তা বুঝতেই পারছি।শায়ানবাবু অনেক মজা পেয়েছে তা ওর পুরি খাওয়া দেখেই বোঝা যাচ্ছে।😋সবসময়ই হাসিখুশি থাকেন এই প্রত্যাশা করি।❤️❤️

 last year 

সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ বৌদি।

 last year 

অনেক খারাপ লাগলো শুনে যেহেতু নেটওয়ার্ক সমস্যার কারণে আমি হ্যাংআউট ভালো ভাবে শুনতে পারি নাই। তো ল্যাপটপ খারাপ হয়ে গেল শুনে খারাপ লাগলো। যদিও মন খারাপ ছিল কিন্তু আপনি বাইরে খুব সুন্দর ঘোরাফেরা করলেন। অনেক মজাদার খাওয়া দাওয়া করলেন। মুহূর্তটি আমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করলেন ধন্যবাদ।

 last year 

হ্যাঁ আপু মনটা খুবই খারাপ ছিল তাই বাহিরে ঘুরাফেরা করে একটু হলেও ভালো লেগেছিল। তবে পুরোটা সময় জুড়ে আপনাদের ভাইয়াকে খুব মিস করেছি।

 last year 

নতুন বছরের আনন্দে বেশ চমৎকার আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেছেন পাশাপাশি ফটোগ্রাফিয়ার ভিডিও ধারণ। নতুন বছরের শুরুতে যেন ফটোগ্রাফি করতে আমারও বেশ ভালো লাগছিল। এ থেকে শুরু হোক আনন্দঘন মুহূর্ত আর প্রত্যেকটা দিন যেন হয়ে ওঠে রঙিন সেই দোয়া রইল।

 last year 

সুন্দর একটা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও শুভকামনা রইল।

 last year 

আসলে ভাইয়ার ল্যাপটপটি নষ্ট হওয়ার কথাটি জেনে আমারও মনটা খুবই খারাপ হয়েছিল। যাহোক বছরের প্রথম দিনে আপনাদের ঘোরাঘুরির ভিডিওগ্রাফিটি দেখে আমার বেশ ভালো লাগলো।

 last year 

সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

বছরের শুরুটা ঘোরাঘুরি দিয়ে শুরু করেছেন জেনে ভালো লাগলো।ভাইয়ার ল্যাপ্টপ নষ্ট হয়ে গেছে জেনে খারাপি লাগলে।আর ল্যাপ্টপ সারতে বগুড়ায় যেতে হলো জন্য ভাইয়ার সাথে ঘুরতে পেলেন না। তবে তাতে কি দেবরও দেবরের বউ আপনার মন খারাপ হওয়ার সুযোগ দেয়নি।সাথে করে নিয়ে গেছে এবং খুব সুন্দর একটা সন্ধ্যা অতিবাহিত করেছেন।ফুড আইটেমের ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু অনেক ইচ্ছা ছিল আপনাদের ভাইয়ের সাথে ঘুরার কিন্তু কি আর করার হঠাৎ করে ল্যাপটপটা নষ্ট হয়ে যায়। তারপরও দেবর এবং দেবরের বউয়ের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67