বাবার জন্য নতুন মোবাইল ফোন কেনার অনূভুতি

in আমার বাংলা ব্লগlast year

mobile-phone-4844642_1280.jpg
সোর্স

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ মার্কেটে গিয়েছিলাম বাবার জন্য একটি নতুন মোবাইল ফোন কিনতে। সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাবাকে ছোটবেলা থেকে দেখেছি নিজের জন্য কিছু কিনবে না শুধুমাত্র আমাদেরকে দেওয়ার চেষ্টা করত। আমার মনে হয় শুধু আমার বাবা নয়, প্রত্যেকটা বাবাই এমন। যে নিজের কি দরকার সেগুলো কখনোই দেখার চেষ্টা করে না। সন্তানদেরকে দিতে হবে সেই চিন্তায় সবসময় মজবুল থাকে। তবে আমি যখন থেকে আমি পড়াশোনার জন্য বাহিরে থাকতাম তখন থেকে বাবা-মাকে নিজেই জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিতাম।

এরপর আমার যখন বিয়ে হয় তখন থেকে আমার বর প্রত্যেক বার আমার বাবা-মা তার বাবা-মা সবাইকে প্রত্যেক ঈদে কেনাকাটা করায়।এবারও তার ব্যতিক্রম নয়। আমার মাকে এবং শাশুড়ি মাকে একই রকম থ্রিপিস দিয়েছি। তো আজকে কেনাকাটা করতে গিয়েছিলাম আমার বাবার এবং আমার ছোট বোনের। গতবার যখন বাড়িতে গিয়েছিলাম তখন দেখলাম আমার বাবার মোবাইল ফোনটা অর্ধেক প্রায় ভেঙে গেছে। বললাম একটা নতুন মোবাইল কিনে নিতে। তিনি বললেন এটাই চলুক দেখা যাক কতদিন চলে। কিন্তু আমার সেটা কিছুতেই মন মানছিল না। কারণ তাকে যখন প্রায় সময় ফোন দিতাম ফোনটা বন্ধ বলতো। অনেক দরকারেও তাকে পাওয়া যেত না। কখন কোথায় কোন বিপদ আপদ হয় সে ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবার একটা নতুন ফোন কিনে দিবো।

আমার মা এবং ছোট বোন গতকাল রাতেই চলে এসেছিলেন আমার বাসায়। আজ সকালবেলা বাবাকে ফোন দিয়ে মার্কেটে আসতে বললাম। বাবা প্রথমে আসতে না চাইলেও জোর করাতে চলে আসে। তাকে নিয়ে আমি মোবাইল ফোনের দোকানে গেলাম এবং আমার বাবাতো অনেক অবাক হয়ে গিয়েছিল। এরপর দেখে শুনে একটি ভালো মোবাইল ফোন কিনে দিলাম। মোবাইল ফোন কিনে দেওয়ার পর আমার বাবার মুখে যে হাসিটুকু দেখেছিলাম এটার থেকে দামি আর কোন কিছু আমার কাছে নেই।

যাইহোক এরপর মোবাইল ফোন কেনার পর আমার বাবা বাসায় চলে গিয়েছিলেন। যদিও আমার বাসায় বারবার আসতে বলেছিলাম কিন্তু তিনি আসবেন না। কি আর করার তাকে খুশি দেখেছি এটাই আমার জন্য অনেক বড় পাওয়া।ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা।

আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 last year 

এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো যে, আপনার বর প্রতিবার আপনার পিতা-মাতার জন্য ঈদের কেনাকাটা করে দেয়। এবার কেনাকাটার মধ্যে বাবার জন্য মোবাইল ফোন কিনেছেন। বাবাকে কোন কিছু দেওয়ার অনুভূতিটা সত্যি অনেক দারুন। আপনার এই অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

জ্বি ভাইয়া এই ভালোলাগাটা আমার কাছে অন্যরকম ছিল।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে আপু,প্রত্যেক বাবাগুলোই এমন, নিজের জন্য না কিনে শুধু পরিবারের জন্য চিন্তা। আপনার বাবা ফোন পেয়ে খুশি হয়েছে, আসলেই এই হাসির সাথে কোন কিছু তুলনা করা যায় না।ভালো থাকুক পৃথিবীর সব বাবা রা।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 last year 

জ্বি আপু এই হাসিটুকু কোন কিছুর সঙ্গে তুলনা হবে না। আমার তো খুবই ভালো লাগছিল যে আমার বাবাকে আমি খুশি করতে পেরেছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

পিতা ও মাতাকে নতুন কিছু কিনে দিতে পারলে প্রত্যেক সন্তানের আনন্দের কোন সীমা থাকে না। আপনার বাবাকে আপনার নতুন ফোন কিনে দিয়েছেন সেই অনুভূতির কথা গুলো জানতে পেরে আমার অনেক ভালো লেগেছে। নিশ্চয় আপনার বাবা নতুন ফোন পেয়ে অনেক খুশি হয়েছিলাম।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাইয়া আমার বাবা এই নতুন ফোন পেয়ে অনেক খুশি হয়েছিলেন। আর তার খুশি আমার কাছে সবকিছু। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

প্রতি বছর ঈদে সবাইকে জামাকাপড় দিয়ে থাকেন এবং আপনার মা এবং শ্বাশুড়িকে একই থ্রি পিস দিয়েছেন জেনে ভালো লাগলো।আপনি আপনার বাবার ফোনটি নষ্ট দেখে কিনতে বলেছেন এবং তিনি বলেছেন যতোদিন চলে চলুক কিন্তুু আপনি প্রয়োজনে ওনার ফোন বন্ধ থাকে জন্য ফোন কিনে দিয়েছেন জেনে ভালো লাগলো।আসলে বাবা,মাকে কিছু দিতে পারলে নিজের অনেক ভালো লাগে।বাবা মায়েরা অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকে।দামী নয় কমদামী জিনিসেই ওনারা সন্তুষ্ট হয়।ভালো থাকুক পৃথিবীর সব বাবা,মায়েরা।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

এটা ঠিক বলেছেন আপু বাবা-মাকে যত অল্প কিছুই দেন না কেন তারা অনেক খুশি হয়।আর তাদের খুশিই আমাদের কাছে সবকিছু। সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

খুবই ভালো লাগতেছে, আমাদের শুভ ভাই প্রতিটা মানুষের খোঁজ খবর রাখে। তিনি নিজের বাবা মাকে যেমন আগলে রাখেন, তেমনি শ্বশুর-শাশুড়ি কেউ তেমনি ভাবে আগলে রাখেন। এই ভালোবাসা আজীবন আবদ্ধ থাকুক। বাবারা সবসময় সন্তানদের জন্য করে কিন্তু সন্তানদেরও ইচ্ছা থাকে তাই আপনি আজকে মনের আশাটা পূরণ করলেন। বাবার মুখে হাসিটা এই সফলতা। জীবনের সবথেকে বড় অর্জন ছিল এটি। এই ভালোবাসা যেন সবসময় টিকে থাকে। অনেক অনেক দোয়া রইল আপনাদের পরিবারের জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আমার চোখে শ্রেষ্ঠ মানুষ আপনাদের ভাইয়া। কারণ সে আমার বাবা-মা এবং তার বাবা মাকে কখনোই আলাদা চোখে দেখেননি। আর একটা মেয়ে হিসেবে আমার এটাই চাওয়া ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

প্রত্যেক বাবা-মা তার সন্তানকে কিভাবে ভালো রাখা যায় সব সময় সেই চিন্তা করে। নিজের প্রয়োজন না মিটিয়ে সন্তানের যে প্রয়োজন সেটা সব সময় মেটানোর চেষ্টা করে। আপনি আপনার বাবাকে যে ফোনটি কিনে দিয়েছেন সত্যিই আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। কারণ যেটা আপনার মধ্যে শান্তি এনে দিয়েছে তেমনি আপনার বাবা অনেক খুশি হবে। এই প্রাপ্তিটা সত্যি জীবনের অনেক বড় একটা প্রাপ্তি ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

জ্বি ভাইয়া সত্যিই বাবার মুখের এই হাসিটুকু আমার জীবনে অনেক বড় একটা প্রাপ্তি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু বাবারা এমনি হয়। তারা নিজেরা কিছু না নিয়ে শুধু বাচ্চাদের দেওয়ার জন্য অস্হির থাকে। আপনি অনেক ভালো করেছেন আপু ফোন অনেক প্রয়োজনীয় জিনিস। সত্যি বাবা মার মুখে এই হাসি টুকুই সব। বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা।

 last year 

হ্যাঁ আপু বাবার ফোনটা একদম নষ্ট হয়ে গিয়েছিল অনেক সময় দরকারি কাজে ফোন দিলে তাকে পাওয়া যেত না। তাই অনেক ভেবে চিন্তে তাকে একটা ফোন উপহার দিলাম।উনি অনেক খুশি হয়েছেন। সাথে আমারও বেশ ভালো লাগছিলো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আসলে সন্তান হিসেবে তখনই সার্থক লাগে ৷ যখন আমরা বাবা মার জন্য কিছু করি ৷ আসলে বাবা মায়ের রা কখনো নিতে চান না ৷ হয়তো তারা ভাবে আমাদের সন্তানের সুখে আমার সুখ ৷ যা হোক আপু ভালো লাগলো বাবার জন্য নতুন ফোন নিয়েছেন ৷

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। ঠিক বলেছেন বাবা-মায়ের জন্য কিছু করতে পারলে নিজেকে সার্থক মনে হয়।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93748.82
ETH 1797.39
USDT 1.00
SBD 0.86