ফটোগ্রাফি : আমার তোলা ছবি।
চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি।।
১ নং ছবি।।।
প্রথম এ যে ছবি টি দেখতে পাচ্ছেন এটি হলো বৃষ্টি ভেজা একটি ছোট ফুল গাছের চারা। এই গাছে লালা ছোট ছোট ফুল ফোটে। তবে এবছর এখনো ফোটে নি। আর এই গাছের টবে অপরাজিতা ফুল এর বীজ বুনেছিলাম, তার ছোট দুইটি চারা বের হয়েছে। বৃষ্টির পর পাতায় থাকা জল গুলো অনেক সুন্দর লাগছিলো।
২ নং ছবি।।।
এই ছবি টি ও বৃষ্টি থামার পর তোলা। বৃষ্টির জলে প্রকৃতি একদম ঘন সবুজ হয়ে উঠেছে। এটি অপরাজিতা ফুল এর পাতা। এর উপর থাকা জল গুলো চক চক করছিলো।
৩ নং ছবি।।।
এই গাছটির বয়স ৮-৯ মাস এর মতো।শুরুতে খুব ফুল ফুটলেও বিগত কিছু মাস একটা ফুল ও ফোটে নি। এবার বৃষ্টির পর এটি প্রথম ফুল গোলাপি নয়নতারা।
৪ নং ছবি।।।
এগুলো সাদা নয়নতারা। এটি জঙ্গল থেকে তুলে এনে লাগিয়েছিলাম। এই গাছ ও নতুন আর ফুল ও প্রথম ফুটলো।সাদা ও গোলাপী দুটো রংই পছন্দ।
৫নং ছবি।।।
এটি আমার বাড়ির পাশের রাস্তা। এই রাস্তা টি অনেক সুন্দর। এর দুই পাশে পুকুর আছে। আর এখনে অনেক সুন্দর বাতাস হয়। আর প্রচুর গাছ আছে এখানে। এখানে হাঁটতে আমার অনেক ভালো লাগে।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Device:xawmi mt 9i
Location
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার কয়েকটি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন ভাইয়া। প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো বেশি ভালো লাগলো। বৃষ্টির পর সব কিছুর মধ্যে সতেজতা ফিরে আসে। সবুজ প্রকৃতি দেখতে যেন আরো বেশি অদ্ভুত সুন্দর লাগে। সুন্দর ফটোগ্রাফি গুলো সুন্দর উপস্থাপনায় আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লাগলো। তবে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।