আমার তোলা ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ23 days ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে আবার ও শেয়ার করব আমার করা কিছু ফটোগ্রাফি।

চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।

১ নং ছবি।

IMG_20250131_091256.jpg
এই ছবিটি আজকে সকালে তোলা। এবছর শীত এ প্রথম আমি এত ঘন কুয়াশা দেখলাম। আজ সকালে আটটার দিকে মা বললো বাহিরে অনেক কুয়াশা। পরে আমি নয়টার ও অনেক পর ঘুম থেকে।উঠে দেখি এত ঘন কুয়াশা। আমাদের বাড়ির সামনের বিল্ডিং দেখা যায় না। কুয়াশা, হলকা বাতাস আর সাথে গ্রিন টি বেশ ভালো লাগলো।

২ নং ছবি।

IMG_20241231_154451.jpg

ছবি তে দেখা যাচ্ছে মুগ ডাল আর আতপ চালের খিচুড়ি, টক, বেগুন ভাজা ও ফুলকপির তরকারি। এটা আসলে আমার আবদারে আমার দীদা রান্না করেছিলো।সব গুলো খাবারই অনেক সুস্বাদু ছিলো। এর সাথে পায়েস হলে আরো।মজা লাগতো।

৩ নং ছবি।

IMG_20241127_122137.jpg
এখানে দেখা যাচ্ছে আগুনের ফুলকি। এটা আমাদের রুম এর কাজ করার সময় তোলা। মিস্তিরি দেয়ালের অতিরিক্ত রড কাটার সময় এমন আগুন বের হচ্ছিলো।এটি দেখতে আমার বেশ ভালো লাগে।

৪ নং ছবি।

IMG_20231215_135437.jpg
ছবি টি তোলা হয়েছে বগুড়া আজিজুল কলেজ ক্যাম্পাস থেকে। এটি ক্যাম্পাস এর পুকুর। এখনে অনেক শাপলা ফুল ফুটে থাকে। এখানে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে।

৫ নং ছবি।

IMG_20250130_134350.jpg
অনেক দিন পর গতকাল শ্যামসুন্দর দাদার বাড়ী গিয়েছিলাম। সেখানে গাদা গাছে।দুটি গাঁদা ফুল ফুঁটে ছিলো।

৬ নং ছবি।

IMG_20241226_165850.jpg

এই নকশি কাঁথা টি আমার দীদা বানায়ছে। এটি বানানো হয়েছে মামীর বোনের বাচ্চার জন্য। কাঁথা টি চলে গেছে সুদুর আমেরিকায়। দীদা কে বলেছি আমার জন্য ও বানায় দিতে।

আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 days ago 

Screenshot_2025-01-31-20-50-49-151_com.android.chrome.jpg

Screenshot_2025-01-31-20-50-28-926_com.android.chrome.jpg

Screenshot_2025-01-31-20-47-52-496_com.coinmarketcap.android.jpg

 23 days ago 

কয়েকটি ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোষ্টের মাধ্যমে।ফটোগ্রাফি হল বেশ ভালো হয়েছে। ক্যাম্পাস থেকে ধারণ করা সুন্দর শাপলা ফুলের ফটো দেখে বেশি ভালো লাগলো। পুকুর ভর্তি লাল শাপলা। দেখতে চমৎকার লাগছে। বাকি ফটোগ্রাফি গুলো সহ দারুন বর্ণনা করে সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 23 days ago 

আপনি বিভিন্ন পর্যায়ের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন ভাই। আপনার আজকের এই ফটোগ্রাফিতে ফুল প্রাকৃতিক সৌন্দর্য খাবারের ফটোগ্রাফি সহ আরো অনেক কিছু দেখতে পারলাম। তবে সমস্ত ফটোগ্রাফির মধ্যে গাঁদা ফুলের ফটোটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল।

 22 days ago 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 23 days ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো আসলেই অনেক সুন্দর ছিল ভাইয়া। আজকে সকালে অনেক কুয়াশা ছিল আমাদের এদিকে
ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 22 days ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 21 days ago 

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। গাঁদা ফুলের ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে। এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো সুন্দর করে সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 21 days ago 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96484.42
ETH 2765.60
SBD 0.65