সুরা মসজিদ ভ্রমণ
গত দুদিন আগে ছোট ভাই বাসায় বেড়াতে এসেছিল। মূলত ও বাহিরে পড়াশোনা করে, যার কারণে খুব একটা বেশি বাসায় আসতে পারে না। তাছাড়া যেহেতু আমি আলাদা থাকি, তাই আমার সাথেও সবার কিছুটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, এ কথা কোন ভাবেই অস্বীকার করা যাবে না।
নতুন বাড়ি করার পরে এবারই ও আমার বাড়িতে প্রথম এসেছে , তাই মোটামুটি সময়টা বেশ ভালই কটেছে আমাদের দুই ভাইয়ের । ওকে নিয়েই ঘুরতে গিয়েছিলাম সুরা মসজিদ এলাকায়।
ভিডিও লিংক
সুরা মসজিদ, সুরম্য মসজিদ বা শুজা মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগের অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এই মসজিদে গ্রানাইটসহ নানা মূল্যবান পাথরের অস্তিত্ব পাওয়া যায়।১৬ শতাব্দীতে মসজিদটি বানানো হয়েছিল।
এই তথ্যটুকু পেয়েছি মসজিদের সামনের সাইনবোর্ড থেকে, তাছাড়া এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়ত্তাধীন।
বিকেল বেলার দিকে দু ভাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু ২০ কিলোমিটার দূরে অবস্থিত, তাই মোটামুটি ধীরে সুস্থে গ্রামীণ সবুজ পরিবেশের ভিতর দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম। আমি এমনিতেই ধীরে বাইক চালানোর চেষ্টা করি, তাই যাওয়ার সময় রাস্তার দুপাশের চিরসবুজ দৃশ্য আমাদের অনেকটা আকৃষ্ট করেছিল।
অতঃপর ৪০ মিনিট পরে পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যে, বেশ নিরিবিলি জায়গা। মসজিদের সামনে অনেক বড় একটা পুকুর আছে। তবে সত্যি কথা বলতে গেলে কি, এ মসজিদ নিয়ে লোকমুখে নানারকম কথা প্রচলিত আছে। যে কথাগুলো, আমার কাছে অনেকটাই কুসংস্কার মনে হয়েছে।
অতঃপর পুরো মসজিদ এলাকা ঘুরে, সেখানকার পুকুর পাড়ে আমরা দুভাই অনেকটা সময় বসে ছিলাম, কিছুটা খোশগল্প করেছিলাম এবং সব মিলিয়ে বলতে গেলে সময়টা বেশ ভালোই কেটেছিল।
ছোট ভাইকে নিয়ে, এবারই প্রথম বাইকে ঘোরাঘুরি করেছি এবং বেশ দারুণ সময় অতিবাহিত করেছি। বলতে গেলে, দুই ভাইয়ের জীবনের কাটানো সেরা মুহূর্তগুলোর মধ্যে এই মুহূর্তটাও স্মৃতির পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে ।
আমাদের দুই ভাইয়ের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি ভাল লাগবে আপনাদের। ভ্রাতৃত্বের বন্ধন সবার দৃঢ় হোক, এমনটাই কামনা করি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
যদিওবা আমি রংপুর অঞ্চলেই বসবাস করি তারপরেও আজকেই প্রথম এই সুরা মসজিদ সম্পর্কে জানতে পারলাম। সেই সাথে আপনারা দুই ভাই মিলে দারুন সময় কাটিয়েছেন সেই দিন। সুরা মসজিদ সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। সেই সাথে আপনার ভিডিওগ্রাফিটিও ভালোই লাগলো। চেষ্টা করবো সময় করে এই সূরা মসজিদে যাওয়ার জন্য ,ধন্যবাদ।
অবশ্যই ভাই চেষ্টা করিয়েন মসজিদটা ঘুরে দেখার জন্য। বেশ ভালো লাগবে।
দিনাজপুর জেলার এই প্রাচীন মসজিদ দেখে ভালো লাগলো। প্রাচীনকালের সবকিছুই অন্য রকমের হয়। দুই ভাই দারুন সময় কাটিয়েছেন বুঝতে পারছি ভাইয়া। অনেক ভালো লাগলো পোস্ট দেখে।
এটা সত্য, সময়টা বেশ ভালো কেটেছিল আপু আমাদের।
আগের দিনের মসজিদ, এর সামনে পুকুর থাকলে অনেক পুরনো কথা শুনা যায়। কিছু ঘটে আর অধিকাংশ রটে। যায়হোক দুই ভাইয়ের বাইক জার্নিতে সময় ভালোই কাটিয়েছেন। ধন্যবাদ।
ভালো লাগলো ভাই, আপনার মতামত।