কয়েকটি রেনডম ফটোগ্রাফি 📸
হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ফটোগ্রাফি ব্লগে স্বাগতম।এখন কোন আত্মীয়র বাড়িতে যাই কিংবা ঘুরতে যাই মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে ফটোগ্রাফি করার। যাতে করে সেই সুন্দর মুহূর্ত গুলো কিংবা ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এতে করে যেমন আপনাদের সাথে শেয়ার করা হয় তেমনই একটা স্মৃতি ধরে রাখা যায়। ঈদে বেড়াতে গিয়েছিলাম জয়পুরহাটে আত্মীয়ের বাসায়। সেখান থেকে বেশ কয়েকটি ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম।আজ যে ফটোগ্রাফি গুলো শেয়ার করছি সেগুলো বেশিরভাগই জয়পুরহাটে একটি পার্ক থেকে করা।
আসলে যে পরিমাণে গরম পড়েছিল ইচ্ছা থাকা সত্ত্বেও খুব বেশি ঘোরাঘুরি করতে পারিনি। শুধুমাত্র এই একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর বেশ কয়েকজন আত্মীয়র বাসায় গিয়েছিলাম। এই পার্কটি জয়পুরহাটে নতুন হয়েছে। যদিও ইচ্ছে ছিল বেশ সময় নিয়ে এখানে ঘোরাঘুরি করার তবে বাসায় চলে আসতে হয়েছিল তাই শুধুমাত্র পার্কে ঢুকে একটু ঘুরে চলে এসেছি। পার্কটি মূলত ছোট বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে। শহরে আসলে বাচ্চাদের খেলার মতো তেমন কোনো জায়গা নেই।
অন্তত পার্কে ঢুকে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি কারণ পুরো পার্ক জুড়ে বাচ্চাদের খেলনা দিয়ে ভর্তি ছিল।যাই হোক আমি সেখান থেকে কিছু ফটোগ্রাফির করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি।আশা করছি ভালো লাগবে।
ফটোগ্রাফি-১
আমার খুব পছন্দের একটি ফুল হচ্ছে বাগান বিলাস। পুরো পার্ক জুড়ে এত এত বাগান বিলাসের গাছ ছিল আর প্রত্যেকটা গাছ ফুলে ফুলে ভরা ছিল। দেখতে এত সুন্দর লাগছিল তাই আমি ফটোগ্রাফি না করে আর থাকতে পারেনি। আমার মতো বাগান বিলাস ফুল কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন।
ফটোগ্রাফি-২
পার্কটিতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে পুরো পার্ক জুড়ে এত এত গাছপালা লাগানো ছিল মনে হচ্ছিল যেন একদম প্রকৃতির সাথে মিশে যাচ্ছি। এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন পার্কের বিভিন্ন জায়গায় এই গাছগুলো ছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল তাই ফটোগ্রাফি করেছিলাম।
ফটোগ্রাফি-৩
এই যে ছোট ছোট খেলনা গুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদের জন্য রাখা হয়েছে বিভিন্ন রাইডের সামনে এই খেলাগুলো রাখা। প্রত্যেকটা বাচ্চা এখান থেকে একটি একটি করে নিতে পারবে। আমার ছেলে অবশ্যই এখান থেকে দুটি খেলনা নিয়েছিল। যাই হোক এ ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কারণ বাচ্চাদের বিনোদনের জন্য কোনো কিছুর কমতি তারা রাখেনি।
ফটোগ্রাফি-৪
ফুল সে তো সবসময়ই সুন্দর। সেটা বনে জঙ্গলে ফুটুক কিংবা নিজের সাজানো বাগানে। এই যে জবা ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলের আশেপাশে আর কোনো ফুল ছিল না। সবুজ সবুজ গাছের মধ্যে এই গাঢ় গোলাপি রঙ এর জবা ফুলটি দেখতে এত সুন্দর লাগছিল যে দূরে থেকে আমার নজর কাড়ছিল। তাই কাছে গিয়ে আমি সুন্দর একটি ফটোগ্রাফি করেছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি।
ফটোগ্রাফি-৫
এবার যে ফাঁকা জায়গাটা দেখতে পারছেন এটি ছিল একটি পুকুর।এই জায়গা গুলো একদম শহরের মধ্যেই। এটি আমার আপু নতুন কিনেছে তাই আমাদেরকে দেখাতে নিয়ে গিয়েছিলেন। আর তখনই এই ফটোগ্রাফিটি করেছিলাম। এটি খুব তাড়াতাড়ি ভরাট করে একটা কাজে লাগানো হবে কিংবা বাড়ি তৈরি করা হবে।
তো যাই হোক এই ছিল আমার কয়েকটি রেমডম ফটোগ্রাফি। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আর কোন ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বিলাস ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাচ্চাদের জন্য খুব সুন্দর ভাবে খেলনা গুলো সাজিয়ে রেখেছে। এরকম আমি এর আগে কখনো দেখিনি। তাদের এরকম উদ্যোগ বেশ ভালো ছিল। সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।।
বাচ্চাদের জন্য খেলনা সাজিয়ে রাখা এটা আমিও প্রথমবার দেখেছি আপু। বাচ্চারা বেশ খুশি খেলনা পেয়ে।সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
https://x.com/HiraHabiba67428/status/1909154044498891162?t=zij3NFFirJ_D8RsUfAhozg&s=19
https://x.com/HiraHabiba67428/status/1909154977421074709?t=9vs4iBcRrlB7kVAA5RYpeQ&s=19
https://x.com/HiraHabiba67428/status/1909155723809800337?t=-ghvSnXlgxTt6TqK9EG6dg&s=19
https://x.com/HiraHabiba67428/status/1909157050887659837?t=TgbhazIN8dphDNEl9_Ls6w&s=19
https://x.com/HiraHabiba67428/status/1909158772943233026?t=ppr7jIP6AmiXzHW5OtnA9A&s=19
https://x.com/HiraHabiba67428/status/1909159559442354477?t=T58Zvxo4SXQrAP37Ab1g4Q&s=19
এই ধরনের খেলনা গুলো সম্ভবত কিন্ডার জয় বলে একটি চকলেট পাওয়া যায় তার মধ্যে রাখা থাকে। আমার মেয়ের কাছেও যে কত রকমের রয়েছে তা সত্যিই হিসেব করে পাওয়া যায় না। তবে ভাবি আপনার শেয়ার করা ছবিগুলোর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে বাগান বিলাসের ছবিটা। বাগান বিলাস পছন্দ করি না এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া দায়।
হ্যাঁ আপু কিন্ডার জয় এর মধ্যেও পাওয়া যায় আমার ছেলের কাছে অনেক আছে। তবে পার্কে এ ধরনের আয়োজন দেখে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
আপু আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে।রেনডম ফটোগ্রাফিতে নানা রকমের ফটোগ্রাফি দেখা যায়। এজন্য অনেক বেশী ভালো লাগে।অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু আজকে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। সব থেকে বেশি ভালো লেগেছে প্রথম ফটোগ্রাফি অধ্যায় বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। ফুলের ফটোগ্রাফি সব সময় আমাকে মুগ্ধ করে। প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
বাগান বিলাস আমারও খুবই পছন্দের ভাইয়া। আপনারও পছন্দ জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।