ঈদের আনন্দ উপভোগ করতে প্রানের শহর জয়পুরহাটে

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক এই প্রত্যাশায় রইলো। আর আমি ঈদের আনন্দ উপভোগ করতে রওনা দিয়েছি প্রাণেরসহ জয়পুরহাটে। ঈদের আগে থেকে এই প্ল্যান করা ছিল ঈদের পরে জয়পুরহাটে যাব যেখানে আমার শিক্ষা জীবনের সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছে। বলতে পারেন আমার সোনালী দিনগুলো সেখানে কেটেছে। জয়পুরহাটে আমার অনেক আত্মীয়স্বজন আছে। সেই বছর আগে এই শহর ছেড়ে গিয়েছিলাম। মাঝে একবার অবশ্য আত্মীয়র বিয়ে খেতে এসেছিলাম তারপর আর কখনো আসা হয়নি।

1000040033.jpg

তার বাবুকে নিয়ে এবং আপনাদের ভাইয়াকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আশা। অনেক ঘোরাঘুরি করবো ভেবেছি অনেক আত্মীয়ের বাড়িতে যাব। প্রথমে এসে উঠেছি আমার আপুর বাসায়। আমার মায়ের খালা যাকে আমি আপু বলে ডাকি।আমাকে মায়ের মতো ভালোবাসে।আমি যখন এই শহরে একা থেকেছি তখন উনিই আমাকে সবদিক থেকে দেখেশুনে রেখেছে।উনাকে নিয়ে যতই বলবো ততই কম হবে। প্রথম প্রথম আমি হোস্টেলের খাবার একদমই খেতে পারতাম না। উনি বাড়ি থেকে রান্না করে আমার জন্য খাবার নিয়ে আসতেন।

এখন স্বামী সন্তান সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তাই আর সেভাবে কোথাও ঘোরাফেরা করা হয় না। অনেকদিন থেকে আপু ফোনে বলছিলেন আমি যেন এবার অবশ্যই আসি। যদিও আপনাদের ভাইয়া প্রথম দিকে একটু অনুরোধ করেছিল তারপর রাজি হয়েছিল। অবশ্য সাথে কাজের সাথে জিনিসপত্র নিয়ে এসেছে। যতই ঘোরাফেরা করি না কেন দিনশেষে নিজের কাজটুকু তো দায়িত্বের সাথে করতেই হয়। যাইহোক এসেছি যখন আশা করছি ভালো কিছু মুহূর্ত কাটাতে পারব। আর আপনাদের ভাইয়ার তো জামাই আদরের শেষ নেই।

যাইহোক আজ দুপুর বেলা এক ভাগ্নির বাসায় দাওয়াত রয়েছে। সেখানকার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে কিছু সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোতেও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে।আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.031
BTC 78088.56
ETH 1576.95
USDT 1.00
SBD 0.87