সরিষা ক্ষেতে ঘুরতে যাওয়ার মুহূর্ত❤️
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। ঘোরাঘুরি করতে আমরা মোটামুটি সবাই পছন্দ করি। বিশেষ করে পরিবারের সাথে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। বেশ কদিন ধরে ভালই ঠান্ডা পড়েছে। আমি তো ভয়ে বাসার বাহিরেই বের হচ্ছি না। কদিন বাসার মধ্যে থাকতে থাকতে একজন বিরক্তি ধরে গেছে। আজ বেশ কয়েকদিন পর রোদ উঠেছিল। অনেকটা আনন্দ লাগছিল। মা ছেলে গোসল সেরে অনেকক্ষণ রোদে ছিলাম।
আপনাদের ভাইয়া দুপুরের খাওয়া-দাওয়া সেরে বলছিলেন অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না চলো আজ কোথাও ঘুরতে যাই। যেহেতু আবহাওয়া টা একটু ভালো মনে হল ঠিক আছে যাওয়াই যায়।এরপরে রেডি হয়ে বিকেলে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে শহরে যেতে একটা খোলা মাঠ আছে সেখানে দেখলাম সরিষা চাষ হয়েছে। সরিষা ক্ষেত দেখে আমরা সেখানে থেমে পড়ি।এরপর সরিষা ক্ষেতে গিয়ে ফটোগ্রাফি করতে শুরু করি।
বাবু ঘুমিয়ে পড়েছিল তাই ওর সেরকম ফটোগ্রাফি করা হয়নি। এরপর আপনাদের ভাইয়া বলল বাবুকে তার কাছে রেখে আমার কিছু সিঙ্গেল ফটো উঠাবে। দিন একা কোন ফটোগ্রাফি করা হয় না। আমিও সুযোগটাকে কাজে লাগালাম এবং সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করলাম। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল আর বাবুও ঘুমিয়ে পড়েছিল তাই আর বাহিরে বেশিক্ষণ দেরি করিনি।
আপনারা ফটোগ্রাফিতে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন আশেপাশে কত কুয়াশা পড়ছে মনে হচ্ছে আবারো যেন আগের মতো শীত ফিরে আসবে। যাইহোক এরপর আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি। এসে বাবুকে ঘুমিয়ে দেই। যদিও বাবু ঘুমিয়ে পড়েছিল তারপরও সুন্দর মুহূর্ত কাটিয়েছি। মাঝে মাঝে এমন মুহূর্ত কাটালে সত্যিই অনেক ভালো লাগে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি ঠিক বলছনে আপু ঘোরাঘুরি করতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর বিশেষ করে শীতের দিনে বিকেল বেলায় বের হলে অনেক ভালো লাগে। সকালে তো শীতের জন্য বের হওয়া যায় না। এমন সুন্দর একটি জায়গায় গেলেন অনেক ভালো লাগলো। সরিষা ক্ষেতের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে আপু।
এমন একটি জায়গায় যেতে পেরে আমাদেরও খুব ভালো লাগছিল আপু।পরিবার নিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
https://x.com/HiraHabiba67428/status/1875236393695506618?t=WekNgeVnANLqe5yGK5_kxA&s=19
আসলে এবার সরিষা খেতে গিয়ে আর কোন ফটো তোলা হলো না। যাই হোক দাদা আপনাকে নিয়ে এত সুন্দর একটা সময় পার করেছে তা দেখে আমার খুব হিংসা হচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মাঝে মাঝে এমন হিংসার কথা জানতে পেরেও ভাল লাগে ভাইয়া। দোয়া রাখবেন।
আপু শীতকালে সরিষার ক্ষেতে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। শীত পড়লে কি হয়েছে আপনারা তো দেখতেছি সরিষা ক্ষেতে ঘুরতে গেলেন। আমাদের এদিকে সরিষার ক্ষেতে আছে দেখতে বেশ ভালো লাগে ঘুরতে গেলে। আপনাদের বাবু ঘুমিয়ে গেল নয়তো বা তারও আরো কিছু চমৎকার ফটোগ্রাফি দেখতে পেতাম। আর আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ভালোই সময় কাটিয়েছেন সরিষা ক্ষেতে ঘুরতে গিয়ে।
ভাবছি বাবুকে আর একদিন নিয়ে গিয়ে ঘুরিয়ে আনবো। কারণ ও তো সেদিন ঘুমিয়ে পড়েছিল ফুল দেখতে পারেনি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
এখন নতুন সরিষা ফুল ফুটেছে। সবাই সেখানে গিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করছে। আপনিও খুবই সুন্দর সময় অতিবাহিত করেছেন। ফটোগ্রাফি গুলো দারুণ ছিল। ধন্যবাদ।
শীতকালে অন্যতম একটি দৃশ্য হচ্ছে এই সরিষা ক্ষেতের। যা সব সময় আমাদেরকে মুগ্ধ করে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।