ওয়েব সিরিজ রিভিউ ; মহানগর ( সিজেন- ১ এপিসোড ৫,৬ )
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ইউটিউব থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
----- | ----- |
---|---|
সিরিজের নাম | মহানগর-১ |
পরিচালক | আসফাক নিপুন |
ক্যাটাগরি | ওয়েব সিরিজ |
প্লাটফর্ম | হইচই |
ভাষা | বাংলা |
পর্ব | ৮ |
অভিনয় | মোশারফ করিম, মোস্তাফিজুর নূর ইমরান, শ্যাভল মওলা, খায়রুল বাশার, জাকারিয়া বারী মোমো,নাসির উদ্দিন খান আরও অনেকে। |
ব্যক্তিগত রেটিং | ৯/১০ |
এই এপিসোডের শুরুতেই দেখা যায় আফনান চৌধুরী এক্সিডেন্ট করার পর ঐ ব্যক্তির কাছে যায় । এবং পরবর্তীতে তার অবস্থা খারাপ দেখে পালাতে চেষ্টা করে। অন্যদিকে অ্যাসিস্টেন্ট কমিশনার আফনান এর গার্লফ্রেন্ড চিএনায়িকা কে থানায় ডেকে নিয়ে আসে। ঐ নায়িকা বলে আমরা দুজন একসঙ্গে ছিলাম ঐসময় গাড়িতে কোন এক্সিডেন্ট হয়নি। এটা শুনে বেশ অবাক হয়ে যায় উনি। এটা পরিষ্কার বোঝা যায় ঐ নায়িকা মিথ্যা কথা বলছিল। এরপর নায়িকা আফনান এর সাথে দেখা করতে যায় কিন্তু আফনান তাতে একেবারেই খুশি হয় না। এরপর ঐ নায়িকা নিজের স্টেটমেন্ট দিতে নিচে যায়। অন্যদিকে ওসি হারুন আফনানের কাছে এসে বলে ব্যাপার টা কি বলেন তো। আপনার সাথে তো নায়িকার কথা মিলছে না।
এরপর ঐ নায়িকা থানার বাইরে সাংবাদিক দের কিছু প্রশ্নের উওর দেয়। সেটা দেখে উপর থেকে ফোন আসে অ্যাসিস্টেন্ট কমিশনারের কাছে। সে বলে স্যার থানার মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয়নি তারা যা করছে বাইরে থেকে করছে। পরবর্তীতে দৃশ্যে দেখা যায় ওসি হারুন আবির কে ডেকৈ নিয়ে ছেড়ে দেয় এবং চলে যেতে বলে। আবির নিজের গাড়ি নিয়ে যাচ্ছিল এমন সময় মাঝ রাস্তা থেকে ওসি হারুন আবার আবির কে ধরে নিয়ে আসে। এবং বলে আপনি মদ্যপান করেছেন এবং রহমতগঞ্জে একটা এক্সিডেন্ট করেছেন। অর্থাৎ আফনান এর দোষ ওসি হারুন আবিরের উপর চাপিয়ে দেয় এবং আবার তাকে থানায় ধরে নিয়ে যায়। এখানেই শেষ হয় এই এপিসোড টা।
এই এপিসোডের শুরুতে প্রথমেই আফনান এর পার্টির কিছু দৃশ্য দেখানো যায়। যেখানে আফনান রেজওয়ান এর গার্লফ্রেন্ড এর কাছে যাওয়ার চেষ্টা করছিল। এরপর দেখা যায় আবির কে ধরে নিয়ে এসে জেলে রাখা হয়। আবির তখন মলয় এর সাথে দেখা করে এবং বলে দাদা দেখেন না রহমতগঞ্জের এক্সিডেন্টের জন্য আমাকে ধরে নিয়েছে। এটা দেখে মলয় অবাক হয়ে যায়। পরবর্তীতে সে ওসি হারুনকে গিয়ে বলে স্যার এটা তো ঠিক হচ্ছে না আবির সাহেব তো কিছু করে নাই। তখন ওসি হারুন বলে সেটা আমি বুঝব মলয়। সেটা শুনে মলয় থানা থেকে বের হয়ে যায় এবং ঐ সাক্ষী কে খুজতে থাকে যে কীনা আফনান কে এক্সিডেন্ট করতে দেখেছে। অন্যদিকে আফনান এর কথাবার্তা শুনে সিসিটিভি ফুটেজ দেখে হারুন বুঝতে পারে আফনান পার্টিতে নিশ্চয়ই অন্য কোন কিছু করেছে। এই সে পার্টিতে একটা সোর্স পাঠায় খোঁজ নিতে।
এরপর দেখা যায় আবির তার গার্লফ্রেন্ড রুমানা কে ফোন করে সব বলে। এবং বলে তুমি থানায় এসে স্টেটমেন্ট দিলে আমাকে ছেড়ে দেবে। কিন্তু রুমানা সরাসরি বলে দেয় সে এসব পুলিশের ঝামেলায় যেতে পারবে না। আবির যেন তাকে আর ফোন না দেয়। অন্যদিকে দেখা যায় থানায় একজন মহিলা আসে তার স্বামীর খোঁজে সে এবার সরাসরি অ্যাসিস্টেন্ট কমিশনারের সামনে পড়ে যায় এবং সবকিছু খুলে বলে। এবং সে স্টেটমেন্ট দেয়। অর্থাৎ তিনি এক্সিডেন্টের স্বীকার ব্যক্তির বউ। তখন ঐ অ্যাসিস্টেন্ট কমিশনার আফনান এর কাছে গিয়ে বলে আপনার সময় শেষ। আপনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে ঐ ব্যক্তির বউ। আফনান এটা শুনে বেশ হতাশ হয়ে যায়। এখানেই শেষ হয়ে যায় এপিসোড টা।
ব্যক্তিগত মতামত
এই এপিসোডে নায়িকা থানায় এসে মিথ্যা বলে আফনান কে আরও বেশি ঝামেলায় ফেলে দেয়। যেটা আফনান নিজেও পছন্দ করেনি। অন্যদিকে ওসি হারুন নিজেও জানে আবির কিছু করেনি কিন্তু তারপরও সে আবিরকে ধরে নিয়ে এসেছে। অন্যদিকে হঠাৎ করে এক্সিডেন্ট করা ঐ ব্যক্তির বউ থানায় এসে হাজির। চারিদিক থেকে যেন আটকিয়ে গিয়েছে ওসি হারুন এবং আফনান চৌধুরী। পরবর্তী পর্বে সবকিছুর সমাধান পাওয়া যাবে।
অফিশিয়াল ট্রেইলার
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার দেখা অসম্ভব সুন্দর একটি ওয়েব সিরিজ মহানগর সিজন ১ ও ২। দুটো সিরিজেই আমি দেখেছি। মোশারফ করিমের অভিনয় অনেকদিন মনে থাকবে।ওসি হারুন হয়ে তিনি থাকবেন,দর্শকদের মাঝে অনেকদিন। আপনি মহানগর সিজন১ এর ৮ম পর্বের খুব সুন্দর রিভিউ করেছেন।ভালো লেগেছে রিভিউটি। আশফাক নিপুন একজন সাহসী ও মেধাবী নির্মাতা। তার কাছ থেকে আরো ভালো কাজ পাব আমরা সামনে আশাকরি। রিভিউটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।