শ্বাশুড়ির নিজ হাতে করা মরিচের সাম্রাজ্যে এক বিকেলে....

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যাল্লো আমার বাংলা ব্লগবাসী। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি।

ঈদের ছুটি প্রায় শেষের পথে। এখনো শ্বশুড়বাড়িতে আছি। আগামীকাল আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো। ঈদের বাজারে ওদিকে শুনছি ঢাকায় সবকিছুর দাম প্রায় আকাশচুম্বী পর্যায়ে!! গতকালও নাকি ঢাকার বাজারে কাচামরিচ এর দাম হয়েছে ৯০০ - ১২০০ টাকা কেজি।
এমন অবিশ্বাস্য দাম গ্রামের দিকে কেউ শুনেও বিশ্বাস করে না। পরে খবরে শুনে তাদের মাথায় হাত! আমার শ্বাশুড়ি আবার সারাবছরই নিজে নিজে অনেক রকম শাক সবজি ফলান। তো বিকেলের দিকে তার সবজি বাগানে নিয়ে গেলেন। ওখানে গিয়ে দেখি রীতিমতো কাচামরিচের সাম্রাজ্য!

বললেন যে বাড়িতে গাছে এত কাচামরিচ যে আশেপাশের বাড়ির লোকজন নিয়েও অতিরিক্ত থেকে যায়, নষ্ট হয়। কতো লাগে এখান থেকেই নিয়ে যাও। দাম কমার আগে আশা করি তোমাদের আর কিনতে হবে না।

উপরের ছবিতে আমার শ্বাশুড়ি এবং দেবরানী মরিচ গাছ থেকে মরিচ তুলছেন। আর সাথে গল্প- হাসি তো আছেই...
এরই ফাকে আমি একটা ছবি তুলে রেখেছি। কিছু স্মৃতি জমাই।

আমার ছোটবেলা থেকে বড় হওয়া সব শহরে হওয়ায় এমন টাটকা কোন সবজি সরাসরি গাছ থেকে ছেড়ার অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। কি যে আনন্দ লাগছিলো গাছ থেকে কাচামরিচ তুলতে। আমরা গল্প করতে করতে এক ঝুড়ি কাচামরিচ তুলে এনেছি।

তার থেকে কিছু আমাদের জন্য আলাদা করে সংরক্ষণ করা হয়েছে। কিছু আশেপাশের বাড়ির মানুষেরা এসে নিয়ে গিয়েছে। আর কিছু বাড়ির রান্নার জন্য সংরক্ষণ করা হয়েছে।

একটা জিনিস বুঝলাম যে নিজের থেকে কোন কিছু উৎপাদন করে সেই ফল/সবজি নিজ হাতে ছেড়ার অনুভূতি কিছুটা ভিন্নরকমই বটে!

সবার দিন ভালো কাটুক সেই শুভকামনায় আজ এ পর্যন্তই থাকলো।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন নিজে কোন ফল বা সবজি উৎপাদন করলে তা নিজ হাতে ছেড়ার অনুভূতি কিছুটা ভিন্নরকম লাগে। তবে ঈদের সময় বাজারে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া। আমি নিজেও শুনেছি কাঁচা মরিচের দাম প্রায় এক হাজার টাকা হয়ে গেছে। শুনে ভালো লাগলো আপনার শশুর নিজের হাতে কাঁচা মরিচ গাছ লাগিয়েছেন। আমার মনে হয় যাদের কাঁচামরিচ গাছ আছে তাদের নসিব অনেক ভালো। যাইহোক সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি হ্যা। শুধু কাচামরিচ নয়, আমার শ্বাশুড়ি নিজের জন্য অনেক শাক-সবজিই নিজে নিজে উৎপাদন করে। তা নিজেও খায় এবং আশেপাশের অনেক বাড়ির মানুষের মাঝে বিনামূল্যেই দেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার শ্বশুর তো খুব ভালো একটি কাজ করেছেন নিজ হাতে মরিচ গাছ লাগিয়ে এবং কাঁচা মরিচ খাচ্ছে। তবে ঠিক বলেছেন এখন মরিচের দাম যেভাবে বেড়েছে যাদের মরিচ আছে তারাই অনেক সুবিধা পাচ্ছে। কথাটি আপনি সত্যি বলছেন নিজের হাতে ফসল করলে এবং নিজ হাতে তুলতে আলাদা একটা অনুভূতি আসে। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে দেখা যাচ্ছে মরিচগুলোর সম্পন্ন উপরের দিকে উল্টো অবস্থা আছে । অনেক সুন্দর করে পোস্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কিছু মরিচ আমাদের জন্যও পাঠিয়ে দিও।😁মাসিমা অনেক লক্ষ্মী তাই নিজের হাতে যা লাগায় তাই সোনা ফলে।আমি নিজ চোখে দেখে এসেছি।শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকো এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।🙏সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ মনা।♥️

 2 years ago 

হ্যা দিদিভাই। শ্বাশুড়ি নিজের হাতেই অনেক কিছু ফলাতে ভালোবাসেন, তিনি যাই লাগান না কেন, খুব সুন্দর ফলে...।
কোন মাসে কিসের বীজ ফেলতে হবে, কখন কি করতে হবে সব উনি নিজেই পর্যবেক্ষণ করেন। আমারো বেশ ভালো লাগে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95288.12
ETH 2701.60
SBD 0.67