এই ভালো,এই খারাপ!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
পৃথিবীর সব কিছুরই একটি ভালো দিক ও খারাপ দিক রয়েছে। তো মাঝে মধ্যে আমাদের ভালোটাই প্রকাশ করে ফেলি কিংবা মাঝেমধ্যে খারাপটা প্রকাশ করে ফেলি কিংবা কোনো ব্যাপারের হয়তো ভালোটা আমরা দেখি। আবার মাঝেমধ্যে খারাপ টা দেখি। অর্থাৎ দুটো মিলেই আসলে যে কোনো ব্যাপার ঘটে। কিন্তু একটা ব্যাপার আসলে আমি যেটা শেয়ার করতে এসেছি। সেটা হলো, আমাদের মন নিয়ে অর্থাৎ আমাদের মন এমন এক ব্যাপার। যেটা কখনো ভালো হয়ে যায় আবার কখনো খারাপ হয়ে যায়।
অর্থাৎ ধরুন কোনো কিছু ভালো হতেও যেমন একটু সময় লাগে। ঠিক তেমনভাবে কোনো কিছু খারাপ হতেও সময় লাগে। যেমন ধরুন, আমি যদি কোনো একটা যন্ত্রাংশের কথা বলি কিংবা যন্ত্রাংশ বাদ দিয়ে আমি যদি আমার শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গের কথা বলি। তাহলে হয়তো কোনো একটা খারাপ কারণেই আমার শরীর খারাপ হয় কিংবা কোনো একটা আমার দোষের কারণে কিংবা কোনো ভাইরাস এর কারণে শরীর খারাপ হতে পারে কিংবা কোনো অঙ্গ-প্রত্যঙ্গের সমস্যা হতে পারে।
আবার সেই সমস্যা দূর হতেও কিছুটা সময় লাগে। অর্থাৎ শরীর অসুস্থ হলে সেই অসুস্থতা ছাড়তেও কিছুটা সময় লাগে। অর্থাৎ ভালো হতে কিছুটা সময় লাগে। কিন্তু আমাদের মন এমন একটা জিনিস। যেটা ভালো হতেও একটুও সময় লাগে না আবার খারাপ হতেও একটুও সময় লাগে না।
শুধু তাই নয়, আমাদের মন মাঝেমধ্যে কেনো খারাপ হয়, আবার কেনো ভালো হয়। সেটাও মাঝেমধ্যে মাথায় আসে না। যেমন গতকালের কথা যদি আমি বলি। তাহলে কেনো জানিনা গতকাল আমার মন মেজাজ দুটোই এতো খারাপ ছিলো। কিন্তু সত্যি কথা বলতে, মন খারাপ করার মতোন তেমন কিছুই ছিলো না। অর্থাৎ কোনো ব্যাপার ছিলো না। মাঝেমধ্যে নিজের মুডসুইং এবং মনের ভালো, খারাপ নিয়ে নিজেই বিরক্ত হয়ে যাই।কারণ মন যখন রয়েছে সেহেতু একটু খারাপ হবে। কিন্তু তা নিয়ে আসলে সারাক্ষণ যদি এরকম দোটানা থাকে। তাহলে কিন্তু কোনো কাজই হয়ে উঠে না। আমি জানিনা আপনাদের ও আমার মতো এরকম মুডসুইং এর সমস্যা রয়েছে কিনা। যদি থেকে থাকে, তাহলে অবশ্যই জানাবেন এবং কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করেন সেটাও জানাবেন।
অনেক সময় আমাদের অজানা কারণেই অহেতুক মন মেজাজ খারাপ হয়ে থাকে। কোনো কারণ ছাড়াই যেনো সবকিছু তিক্ত লাগে। যেমন আপনার গতকালকের কথাটি এখানে তুলে ধরেছেন। তবে এরকম পরিস্থিতিতে আমাদের উচিত নিজের মন এবং মেজাজকে ঠান্ডা রাখা নচেৎ অনেক বড় রকমের খারাপ কিছু হয়ে যেতে পারে।