" মনের প্রশান্তি " 🥰
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে অনেকটা ই ভালো আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।
মনের প্রশান্তিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার ব্লগ আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।সত্যি কথা বলতে এই পৃথিবীতে মানুষ যেমন একেক জন ভিন্ন,সেই মানুষের পছন্দ,ভালো লাগা মন্দ লাগা ও ভিন্ন।সব মানুষ একই কাজ করতে পছন্দ করবে এমনটা ঠিক নয়।তবে প্রতিটি মানুষের ভালো ও মন্দ লাগার কাজের প্রতি আমাদের সম্মান দিতে হবে।আজ আমি আমার মনের প্রশান্তি নিয়ে ব্লগ শেয়ার করতে এলাম বন্ধুরা।
আমাদের মনের প্রশান্তি আমাদেরকে ই খুঁজে নিতে হয়।একেক জন মানুষ একেক কাজে মনে প্রশান্তি পেয়ে থাকে।আমার মনের প্রশান্তি আমি খুঁজে পাই প্রথমত গাছ লাগানোর মধ্যে দিয়ে আর দ্বিতীয়ত যেকোনো ধরনের বই পড়ার মধ্যে দিয়ে।যদিও এই কাজ দুটো এখন করা হয় না,বললেই চলে।বই পড়ার সময় হয় না ব্যস্ততার কারনে।আর গাছ লাগানো হয়ে উঠে না শহরে জায়গার অভাবে।তাইতো আজ মনে প্রশান্তি খুব একটা মেলে না।
তবে এবার রমজানে বাড়ি গিয়ে বেশকিছু গাছ লাগিয়েছি।তবে আমার বারান্দায় লাগিয়েছিলাম নাগা মরিচের গাছ।এই মরিচের ঘ্রাণ ও ঝাল ভীষণ ভালো লেগেছিল আমার।এই গাছ দুটো আমি আমাদের ড্রাইভার ভাইয়ার কাছ থেকে এনে লাগিয়েছিলাম বারান্দায়।আমি বাড়ি যাওয়ার পর ড্রাইভার ভাইয়ার ওয়াইফ আমার পছন্দ জেনে অনেক গুলো নাগা মরিচ পাঠিয়েছিল।আমিতো সেই মরিচ পেয়ে ভীষণ আনন্দিত হয়েছিলাম।আর খেয়েও খুব ভালো লেগেছিল।তাই ওই গাছের ই চারা আমি আনতে বলায় তিনি আমার জন্য দুটো নাগা মরিচের চারা এনেছিলেন পরেরদিন।
আমি পরেরদিন গাছ দেখেই বাসার নীচে গিয়ে ভালো মাটি সংগ্রহ করে এনেছিলাম।এরপর ফুলের টপে মাটি ঠিকঠাক করে বিকেলে গাছ দুটো লাগিয়েছিলাম।আর বিকেলে সামান্য পানি দিয়েছিলাম গাছে।গাছ দুটো বেঁচে থাকলে আর মরিচ ধরার সময় যদি আসে তখন আপনাদের সাথে শেয়ার করে নেব।আমিতো ঢাকায় চলে এসেছি অনেকদিন হলো। কিন্তু এখানে বসেও ফোনে গাছে পানি দেয়ার কথা বলে গাছের যত্ন করে যাচ্ছি।বাড়িতে আমার রান্না করার যে আপা আছেন তিনিই দেখাশোনা করে যাচ্ছেন।আর এতেই মনের প্রশান্তি যেনো আমি খুঁজে পাই।নিজের মনের প্রশান্তি নিজেকেই খুঁজে নিতে হয়।দিন শেষে মনের প্রশান্তি না পেলে জীবনটাই বৃথা মনে হয়।আর তাই প্রতিটি মানুষের উচিত নিজের ভালো লাগা কাজগুলোর উপর গুরুত্ব দেয়া।
আমি আজ আমার মনের প্রশান্তির অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে।সবার সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঝালকাঠি,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
এই জাতীয় পোস্টগুলো নতুন কিছু করতে শেখায় এবং ভালোলাগা এনে দেয়। একটা সময় আমিও শাকসবজির গাছ লাগাতে খুব বেশি পছন্দ করতাম। এখন হয়তো সেভাবে সম্ভব হয় না তবুও ইচ্ছে রয়েছে যেকোনো মুহূর্তে এ সমস্ত গাছ লাগিয়ে ভালোলাগা অনুভব করব।
https://x.com/shimulakter403/status/1913523168737714399?t=7Uk0fDD6Z1CcsD7RsBYxKQ&s=19
https://x.com/shimulakter403/status/1913527671310762026?t=wli6DwrM7rqE4fWueLQwQQ&s=19
https://x.com/shimulakter403/status/1913656186303361508?t=w-VhyEyg5UNNpZvXQebECQ&s=19
https://x.com/shimulakter403/status/1913658942481186935?t=3_I0yn42UaAJVhXdgH_1yA&s=19