ছোট বোনের তাকমিল/দাওরা/মাস্টার্স পরীক্ষার উপহার।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন যে, আমরা আট বোন দুই ভাই। আমাদের পরিবারের সবাই মাদ্রাসায় লেখাপড়া করেছে। শুধু আমি জেনারেল লাইনে অনার্সে পড়ছি। তবে আমাদের বাড়ির সবাই মাদ্রাসায় লেখাপড়া করলেও কেউই তার কোর্স সম্পূর্ণ করেনি। আমার ছোট বোন জান্নাতুন নূর সে এইবার তাকমিল পরীক্ষার পরীক্ষার্থী। তার পরীক্ষার জন্য পরীক্ষার যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো তাকে উপহার দিয়েছিলাম।

আমাদের পরিবারে অনেক সদস্য থাকা সত্ত্বেও, আমার বাবা আমাদের সকলকে কম বেশি পড়ালেখা করিয়েছেন। সবাই আল্লাহর অশেষ রহমতে মেধাবী। কিছুদিন আগে আমার ছোট বোন। সফ্যে সানি জামাত থেকে বেফাক পরীক্ষার জন্য সিলেক্ট হয়েছিল। আমার বোনের পরীক্ষা ২০ তারিখে শেষ হয়েছে। আর তাকমিল পরীক্ষা দিচ্ছে, তার পরীক্ষা শুরু হয়েছে ২২ তারিখ থেকে। আমাদের সব বোনেরা পড়ালেখার প্রতি অনেক আগ্রহী। তবে সবাই পড়ালেখা শেষ করতে পারেনি। দাওরা বা তাক মিল পরীক্ষার আগে তাদের বিয়ে হয়ে গিয়েছে। আল্লাহর রহমতে আমার সব বোনদের জামাই ও শিক্ষিত। একজন মাদ্রাসার শিক্ষক। একজন প্রাইভেট কোম্পানির অফিসার। আর দুইজন ফরেনার। আমার ছোট বোনের পরীক্ষার জন্য আমি কিছু সামগ্রী দিয়েছি।

মাদ্রাসার শিক্ষার্থীদের প্রচুর লিখতে হয়। তাই তার জন্য অনেকগুলো কলম ভালো একটি ফাইল, ভালো একটি হার্ডবোর্ড একটা স্কেল উপহার দিলাম। যাতে করে উপহার পেয়ে সে মনের আনন্দে পরীক্ষা দিতে পারে। একজন একটি জিনিস উপহার দিলে খুশি মনে সে উপহারটি দিয়ে পরীক্ষা দিলে মনও ভালো থাকে।

আমি আজকে তাকে পরীক্ষার সামগ্রী গুলো কিনে দিয়েছে বলে এই পোস্টটি করেনি। আমি আমার বোনের শিক্ষাগত জীবনের ক্লাস ভিত্তিক শেষ পরীক্ষার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে ও আনন্দের কথাটা শেয়ার করতে এই পোস্টটি করেছি। আমার ছোট বোনের বয়স খুবই অল্প। তবে এই অল্প বয়সেই আরবি ফার্সি উর্দু বিভিন্ন কিতাব আয়ত্ত্ব করতে পেরেছে। তাই তাকে মাদ্রাসার শিক্ষিকারা দুই বছর উপরে ক্লাসে উঠিয়ে দিয়েছে। যার জন্য আমার বোন দুই বছর আগেই দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। অবশ্য আমার এই বোনের জন্য অনেক বিয়ের প্রস্তাব আসছে। কিন্তু আমরা এই প্রস্তাপ প্রত্যাখ্যান করছি। কেননা আমাদের পরিবারের সবাই তাদের লেখাপড়ার কোর্স সম্পন্ন করতে পারিনি বলে মনে মনে অনেক ব্যথিত হয়েছে। তাই আমাদের ইচ্ছা আমার এই বোনটা যেন তার লেখাপড়া সম্পন্ন করতে পারে। তাই ওকে সুযোগ দেওয়া হয়েছে। আমার লেখাপড়া করার খুবই ইচ্ছে, তাই বিয়ের সময় লেখাপড়ার চুক্তি করে বিয়ে দেওয়া হয়েছে। তাই আমি লেখাপড়া করছি।

আপনারা সবাই আমার ছোট বোনের তালমিল জামাতের দাওরা পরীক্ষার জন্য দোয়া করবেন। যাতে করে আমার বোনটি তার সম্পূর্ণ শ্রম কাজে লাগে ভালো ফলাফল করতে পারে। আমার এই বোনকে অত্যন্ত মেধাবী। সে ছোটবেলা থেকেই প্রথম স্থান করে আসছে। আপনারা সবাই তার এই চেষ্টা সফল হওয়ার দোয়া করবেন। যাতে করে আমার বোনটি মুমতাজ অর্থাৎ গোল্ডেন এ প্লাস পাই। আমাদের পরিবারের সকালের আশা যেন সে পূরণ করতে পারে। আপনাদের কাছে আমার ছোট বোনের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

বন্ধুরা আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সকলকে ধন্যবাদ। আল্লাহাফেজ ।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

gPCasciUWmEwHnsXKML7.png

ddddoo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

QPJMWN~1.GIF

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আপনার অনেক সদস্য থাকা সত্ত্বেও আপনার বাবা মা আপনাদের সবাইকে সুশিক্ষিত করে তুলেছেন, জেনে অনেক ভালো লাগলো।আর আপনার সব বোনেরা পড়া লেখার প্রতি অনেক আগ্রহী। আসলে পড়া লেখার প্রতি আগ্ৰহ না থাকলে হয়তো এতোদুর পথ অতিক্রম করতে পারতো না। আপনি আপনার বোনের পরীক্ষা উপলক্ষে হার্ডবোর্ড ও ফাইল উপহার দিয়েছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95665.65
ETH 2816.40
SBD 0.67