মশার কলেয়ে ফুলের পেইন্টিং ❤️
হ্যালো
কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো মশাকে ভালোবেসে মশার কয়েলে ফুলের আর্ট পদ্ধতি।
আশা করছি আপনাদের ভালো লাগবে।
ইদানীং মশার উপদ্রব খুবই বেড়ো গেছে। কয়েল ছারা এক মূহুর্ত থাকা সম্ভব হয় না।দিনে রাতে শুধু গুনগুনিয়ে গান গুড়ে দেয় মশা।মশা ও কয়েলের শত্রুতা আজীবনের। মশাকে দমন করতে হলে কয়েলের বিকল্প কিছু নেই।একমাত্র মশার কয়েলে মশা নাজেহাল হয় এবং মানুষ সস্তিতে ঘুমাতে পারে।শুধু ঘুম বল্লে ভুল হবে শান্তিতে বসে থাকতে পারে কারণ মশার অত্যাচারে আমরা বসেও থাকতে পারি না মানুষ ও পশুরা।
তো চলুন দেখা যাক কয়েলে আর্ট পদ্ধতি টি কেমন।
কয়েল |
---|
জল রং |
তুলি |
প্রথম ধাপ
প্রথমে আমি একটি কয়েল নিয়েছি ও তাতে ফুলের পেইন্টিং করেছি জল রং দিয়ে।
দ্বিতীয় ধাপ
এখন ফুলের কলি পেইন্টিং করেছি।
তৃতীয় ধাপ
এখন ফুলের পাতা পেইন্টিং করেছি সবুজ রং দিয়ে।
চতুর্থ ধাপ
এখন ফুলের মাঝে হলুদ কালারের জল রং দিয়ে রেণু বানিয়ে নিয়েছি।
পঞ্চম ধাপ
এখন ফুলের গাছের ডাল বানিয়ে নিয়েছি ও সাদা কলি পেইন্টিং করেছি।
ষষ্ঠ ধাপ
এখন আগেই বানিয়ে রাখা পাতার শিরা পেইন্টিং করেছি।
ফাইনাল লুক
এই ছিলো আমার সুন্দর আর্ট কয়েলে পেইন্টিং পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্যকোন পোষ্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | পেইন্টিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
মশার ধুপকে ক্যানভাস বানিয়ে কি দারুন সুন্দর ভাবে ছবিটি অংকন করেছ। ভাবনাচিন্তার স্তর দেখে বেশ অবাক হলাম। ইনোভেশন না থাকলে এই ধরনের চিন্তা ভাবনা কখনো ফলপ্রসু হয় না। অসাধারণ সুন্দর একটি শিল্পকর্ম করে আমাদের সঙ্গে শেয়ার করেছ।
অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।
এত বুদ্ধি কোথায় থাকে, শুনেছি মেয়েদের বুদ্ধি কম, এখন তো দেখতেছি আপনাদের বুদ্ধি আরো বেশি। কত সুন্দর করে মশার কয়েলে ফুলের পেইন্টিংটা করেছেন। ধন্যবাদ
হাহাহাহা প্রসংশা শুনতে বেশ ভালোই লাগে😊
এত দারুণ ভাবনা মানুষের মাথায় কিভাবে আসতে পারে? এত চমৎকার আইডিয়া দেখেই তো অবাক হচ্ছে আপু। মশার কয়েলের উপর এত সুন্দর পেইন্টিং ভাবা যায়! কভার ফটো দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সম্পূর্ণ প্রসেস দেখে আরো বেশি ভালো লাগলো আপু। আজকের পেইন্টিংটি অসাধারণ হয়েছে। মশার কয়েলের উপর এরকম পেইন্টিং করার বিস্তারিত ধারণা আপনার পোস্ট থেকে পেয়ে গেলাম। আপনাকে ধন্যবাদ।
আরিব্বাস দারুণ তো! এই কয়েল কি কোনদিন জ্বালা হবে? নাকি এর ওপরেই মশারা নেত্য করবে? কী অপূর্ব হয়েছে। দারুণ বুদ্ধি খাটিয়েছ ইউনিক কিছু করার জন্য। বেশ লাগল।