একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়
আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। একজন মনীষী বলেছেন একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়। কথাটি ব্যাখ্যা করলে এই দাঁড়ায় একজন মানুষ যতই সুন্দর হোক যদি তার মুখের কথা সুন্দর না হয় তাহলে সে প্রকৃতপক্ষে সুন্দর নয়। আর একজন মানুষ দেখতে যতোই কুৎসিত হোক না কেন কিন্তু তার মুখের কথা অনেক সুন্দর তাহলে সে প্রকৃতপক্ষে সুন্দর।
একজন মানুষের মুখের কথার মাধ্যমে তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। সে মানুষটির আচরণ কথার মাধ্যমে প্রকাশ পায়। সে যদি ভালো মনের মানুষ হয়ে থাকে তাহলে তার মুখের ভাষা অনেক সুন্দর হবে। আর সে যদি কুৎসিত মনের হয়ে থাকে তাহলে তার কথার মাধ্যমে সেটি প্রকাশ পাবে। কথার মাধ্যমে একটি মানুষের অহংকার ও প্রকাশ পায়। সে যদি অহংকারী হয়ে থাকে তার কথার মাধ্যমে সেটি প্রকাশ পায় এবং মানুষ তা বুঝতে পারে।
একটি মানুষ যদি চায় যে তাকে মানুষ ভালোবাসুক এবং তার প্রতি মানুষ আকৃষ্ট হোক তাহলে অবশ্যই তাকে সুন্দর করে কথা বলা শিখতে হবে এবং মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে। একজন মানুষ যদি দেখতে সুন্দর হয় কিন্তু তার মুখের কথা সুন্দর নয় তাহলে সে প্রকৃতপক্ষে মানুষের কাছে সুন্দর নয় এবং মানুষ তাকে ঘৃণা করবে। আর যদি একটি মানুষ দেখতে অসুন্দর হয়। কিন্তু সে সুন্দর করে কথা বলে এবং মানুষের সাথে কথা বলার সময় নম্র ভদ্রতা প্রকাশ করে তাহলে অবশ্যই তাকে মানুষ ভালোবাসবে।
মোটকথা হলো মানুষের সৌন্দর্য তার ব্যক্তিত্বে, তার বাহ্যিক সৌন্দর্যের মধ্যে নয়। সমাজে একটি কথা প্রচলন আছে ব্যবহারে বংশের পরিচয়। আর ভালো ব্যবহার প্রকাশ করার মাধ্যম হলো সুন্দর করে মানুষের সাথে কথা বলা। আপনি যদি সুন্দর করে মানুষের সাথে কথা বলেন তাহলে মানুষের মনে আপনার সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে। আর যদি আপনার মুখের ভাষা অভদ্র ও অশালীন হয়ে থাকে তাহলে মানুষের মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হবে। তাই আমাদের কথা বলার সময় অবশ্যই হিসাব করে কথা বলতে হবে। কখন কার সাথে কিভাবে কথা বলতে হবে সেই ব্যাপারগুলো চিন্তাভাবনা করে আমাদের কথা বলা উচিত।
ধন্যবাদ।
খুব সুন্দর কথা বলেছেন একজন সুন্দর মানুষের মুখের ভাষা সুন্দর না হলে সে প্রকৃত সুন্দর নয়।মুখের ভাষা অদ্ভুত অশালীন হলে সেই মানুষ কে কেউ সন্মান করবেন না এটাই বাস্তব সত্য।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।
অনেক সুন্দর এবং বাস্তব সম্মত একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। মানুষের মন যদি ভাল হয় এবং সে মানুষের মুখের কথা যদি মিষ্টি হয় তাহলে বুঝতে হবে সে মানুষটি প্রকৃতপক্ষে ভালো মানুষ। চেহারা দেখে মানুষের ভালো-মন্দ যাচাই করা ঠিক নয়। মানুষের আচার ব্যবহার এবং মানুষের মুখের কথা শুনলে বোঝা যায় যে মানুষটি কেমন প্রকৃতির মানুষ।