ঝুমকায় ম্যান্ডালা অংকন।
শুভেচ্ছা সবাইকে।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আজ ১৭ই চৈত্র্য, বসন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ৩১শে মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি।আমি চেস্টা করি বিভিন্ন জিনিসের মধ্যে ম্যান্ডালা আঁকার। তাই আজ একটি ঝুমকায় ম্যান্ডালা অংকন করেছি। চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে।ম্যান্ডালা আর্ট করতে বেশ সময় লাগে। সময় নিয়ে করলে ম্যান্ডালা আর্ট দেখতে সুন্দর হয়। যেহেতু ছোট ছোট ডিজাইন এঁকে ম্যান্ডালা আর্ট করা হয় ,তাই দেখতে বেশি সুন্দর লাগে।সেই সাথে লাগে সময়।আমি চেস্টা করি নিখুঁত ভাবে আঁকার।তাই সময় একটু বেশি লেগেছে।কিন্তু আঁকা শেষ হওয়ার পর যখন মনের মত হয়েছে তখন বেশ ভালো লেগেছে। আশাকরি ভালো লাগবে আপনাদেরও । ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, কালো রং এর জেল। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম ঝুমকায় ম্যান্ডালাটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১। সাদা কাগজ
২।কালো জেল পেন
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
ধাপ-২
একটি ডায়মন্ড শেপ এর ঝুমকার টব এঁকে নিয়েছি।
ধাপ-৩
টবের সাথে ঝুমকা এঁকে নিয়েছি।
ধাপ-৪
এরপর ঝুমকার টবে কিছু ডিজাইন এঁকে টবটি ভরাট করে নিয়েছি।
ধাপ-৫
এরপর ঝুমকায় বিভিন্ন ডিজাইন এঁকে ম্যান্ডালা অংকন শেষ করেছি।
ধাপ-৬
শেষে নিজের স্টিমিট আইডি লিখে ঝুমকায় ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আজ ঝুমকায় করা আমার ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | ম্যান্ডালা আর্ট |
---|---|
পোস্ট তৈরি | selina 75 |
ডিভাইস | Redmi Note A5 |
তারিখ | ৩১শে মার্চ ২০২৪ |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে ৷ এই আর্ট গুলোর মাঝে এক অন্যরকম সৌন্দর্য্য আছে ৷ আমারও ভালো লাগার একটি কাজ এই ম্যান্ডেলা আর্ট করা ৷ যাই হোক , আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো ৷ আপনি খুবই সুন্দর এবং নিখুঁত ভাবে ঝুমকার ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ আর্টটি বেশ চমৎকার হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
https://twitter.com/selina_akh/status/1774440220953661938
ঝুমকার ম্যান্ডেলা চিত্র অংকন দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার খুবই দক্ষতার সাথে সময় নিয়ে এই চিত্র অঙ্কন করেছেন। আসলে এভাবে মেন্ডেলার চিত্রগুলো অঙ্কন করতে অনেক সময় লাগে। আপনার এই চিত্রটি অনেক ভালো হয়েছে।
যদিও সময় লাগে তবুও আমার করতে ভালো লাগে ম্যান্ডালা আর্ট। ধন্যবাদ ভাইয়া।
ঝুমকায় ম্যান্ডালা আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই ধরনের কাজগুলো করতে সত্যি অনেক সময় লাগে। ছোট ছোট ডিজাইনগুলো করতে অনেক সময়ের ব্যাপার। আপু আপনার হাতের কাজগুলো আমার ভীষণ ভালো লাগে। দারুন একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
বেশ ভালো লাগলো জেনে যে আমার হাতের কাজ আপনার ভালো লাগে। ধন্যবাদ আপু মতামতের জন্য।
আপনি আজকে এত সুন্দর একটা ঝুমকার ম্যান্ডেলা আর্ট অংকন করেছেন দেখে, আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে। নিখুঁত নিখুঁত ডিজাইন এর মাধ্যমে পুরো ম্যান্ডেলার আর্ট করার কারণে দেখতে ভালো লাগতেছে। এখানে তো দেখছি মাত্র একটা ঝুমকা। থাকার কথা তো দুইটা, আরেকটা কি করলেন আপু?? ভুলবশত কি আরেকটা নিজের কানে পড়ে নিয়েছেন নাকি 🤭। যাই হোক আপনার নিখুঁত হাতের কাজটা আমার কাছে দারুন লেগেছে। এরকম ঝুমকা গুলো দেখা যায়। আর এরকম বাস্তবিক ঝুমকা গুলো দেখতে সুন্দর লাগে। ভালো লাগলো আপনার পুরো ম্যান্ডেলা আর্ট।
দু'টো ঝুমকা থাকলেতো যে কেউ নিয়ে নিতে পারে তাই একটিই আঁকলাম। ধন্যবাদ ভাইয়া।
বুঝমা বর্তমান সবার খুব পছন্দের একটি গহনা।আপনি এই জনপ্রিয় গহনার ভীষণ সুন্দর করে একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। সূক্ষ্ম ভাবে ঝুমকার ম্যান্ডেলাটি আর্ট করেছে আপনি।এরকম ম্যান্ডেলা আর্টে ভীষণ সাবধানতাও ধর্য্যের দরকার ধাপে ধাপে ঝুমকা তৈরি পদ্ধতি ভীষণ চমৎকার করে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
আমার আঁকা ম্যান্ডালাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময়ের প্রয়োজন হয়। আপনি ঝুমকার ম্যান্ডেলা অংকন করেছেন। এটা আমার ভীষণ ভালো লাগলো। অনেক সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
অনেকদিন পর ঝুমকার ম্যান্ডেলা চিত্র অংকন দেখলাম। আসলে এই ম্যান্ডেলা চিত্র অঙ্কনটি অনেক দক্ষতার সাথে অঙ্কন করেছেন। এত সুন্দর নিখুঁতভাবে চিত্রটি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।
আমি চেস্টা করেছি নিখুঁত ভাবে আকঁতে। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
ঝুমকার খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে কেননা এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে। এমন সুন্দর চিত্র অংকন করতে অনেক সময়ের প্রয়োজন হয়।
মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ম্যান্ডেলা আর্ট দেখতে বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ঝুমকার ম্যান্ডেলা আর্ট করলেন। এই ধরনের আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে। সাদা কালো আর্ট গুলো বেশ চমৎকার হয়। তাছাড়া এই ধরনের আর্ট গুলো করতে একটু সময় দিয়ে করতে হয়। দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে আপু।
জি আপু বেশ সময় নিয়ে করতে হয় এ ধরনের আর্ট। ধন্যবাদ আপু।