আর্ট পোস্ট || একটি কিউট হ্যালো কিটির ম্যান্ডেলা আর্ট
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। যাইহোক আজকে আমি একটি কিউট হ্যালো কিটির ম্যান্ডেলা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আর্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি জামার মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করেছি। মোটকথা আর্টটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে। তবে আর্ট সম্পন্ন করার পর সেই কষ্ট অনেকটা দূর হয়ে যায়। যাইহোক একটি হ্যালো কিটির ম্যান্ডেলা আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
একটি কিউট হ্যালো কিটির ম্যান্ডেলা আর্ট
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- স্কেল
- কালো রং পেন্সিল
- কালো জেল পেন
- রাবার
অংকন প্রণালী নিম্নরুপঃ
প্রথম ধাপ
প্রথমে পেন্সিল দিয়ে হ্যালো কিটির মুখ মন্ডলের অংশ,দুটি কান এবং মাথার ক্লিপ এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ
তারপর হ্যালো কিটির শরীরের অংশ, জামা,প্যান্ট এবং জুতা এঁকে নিলাম।
তৃতীয় ধাপ
তারপর চোখ, নাক,মোচ,হাত এবং ওড়না এঁকে নিলাম।
চতুর্থ ধাপ
তারপর কালো জেল পেন দিয়ে দাগ গুলো গাঢ় করে নিলাম।
পঞ্চম ধাপ
এরপর জামা এবং মাথার ক্লিপ এর মধ্যে ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম। এরপর চোখ দুটি জেল পেন দিয়ে কালো করে নিলাম।
ষষ্ঠ ধাপ
এরপর ওড়নায় ডিজাইন করলাম এবং প্যান্ট কালো করে হালকা ডিজাইন করলাম জেল পেন দিয়ে।
সপ্তম ধাপ
কালো রং পেন্সিল দিয়ে প্রয়োজন মতো কালার করে নিলাম। আর এভাবেই সম্পন্ন করে ফেললাম হ্যালো কিটির ম্যান্ডেলা আর্টটি।
সর্বশেষ ধাপ
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | আর্ট |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
তারিখ | ১৫.৯.২০২৩ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
এরকম কিউট সুন্দর সুন্দর আর্ট শুধু মোবাইলের মধ্যে দেখা হয়ে থাকে। তবে আপনার কাছ থেকে এরকম কিউট একটি আর্ট আপনার হাতে আঁকা দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি আর্ট আপনার হাতে অঙ্কন করে শেয়ার করার জন্য।
আর্টটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় এভাবে সাপোর্ট করে যাবেন।
ভাইয়া আপনি আপনার আর্টের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য জামার মাঝে অনেক সুন্দর করে ছোট ছোট ডিজাইন করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার আর্ট গুলো খুবই সুন্দর হয়। আজকের আর্টটিও দারুন হয়েছে।হ্যালো কিটির ম্যান্ডেলা আর্ট বেশ ভালো লেগেছে ভাইয়া।
আপনাদের সাপোর্টের কারণেই সবকিছু সম্ভব হচ্ছে আপু। দোয়া করবেন এভাবেই যেন আপনাদের মাঝে থাকতে পারি সবসময়। যাইহোক এমন অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
কিটির খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্টটি দেখতে খুব কিউট লাগছে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছে। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
চেষ্টা করেছি প্রতিটি ধাপের বর্ণনা চমৎকার ভাবে দিতে। আপনার কাছে ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
খুবই অসাধারণ হয়েছে আপনার কিউট হ্যালোকিটির ম্যান্ডেলা টা অনেক সুন্দর ভাবে অংকন করেছেন ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
ম্যান্ডেলা আর্টটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন।
দারুণ আর্ট করেছেন ভাইয়া। হ্যালো কিটির আর্টে কিটিটা কিউটই দেখাচ্ছে। আর্ট করতে আসলে ধৈর্যের ব্যাপার। তবে ফাইনাল আউটপুট ভালো হলে দেখতেও ভালো লাগে। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।
ঠিক বলেছেন ভাই, আর্ট করতে হলে অবশ্যই প্রচুর ধৈর্য্য থাকতে হবে। যাইহোক আর্টটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Twitter Link
ওয়াও অসাধারণ আপনি কিউট হ্যালো কিটির এর চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি বলতে আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। যদিও এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় লাগে। সময় দিয়ে ধৈর্য ধরে কাজগুলো করলে দেখতে বেশ ভালোই লাগে। তবে আপনার কিউট হ্যালো কিটির জামার মধ্যে ম্যান্ডেলা আর্ট করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে ধাপে ধাপে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আর্টটি দেখে আপনার অনেক ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। সবসময় এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। হ্যালো কিটিকে দেখতে খুবই কিউট লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। এমন অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি খুব সুন্দর করে কিউট হ্যালো কিটির ম্যান্ডেলা আর্ট করেছেন। এ ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো যতবার দেখি ততই ভালো লাগে। বিশেষ করে কিউট হ্যালো কিটির মধ্যে ছোট ছোট ডিজাইনগুলো করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। সত্যি বলতে আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে খুব খুশি হলাম ভাই। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
হ্যালো কিটির ম্যান্ডেলা আর্টটি আসলেও অনেক কিউট লাগছে। আর্টটি অনেক নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। দারুন লাগছে আপনার ম্যান্ডেলা আর্টটি দেখতে। আর্টটির উপস্থাপনা ও খুব অসাধারণ ছিল। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।।
হ্যাঁ আপু চেষ্টা করেছি সম্পূর্ণ আর্টটি নিখুঁতভাবে সম্পন্ন করতে। আপনার কাছে খুব ভালো লেগেছে, জেনে ভীষণ ভালো লাগলো আপু। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।