ম্যানসিটির চারে চার!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
sky sports channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
বতর্মানে সবচাইতে প্রতিযোগিতামূলক লীগ হলো ইংলিশ প্রিমিয়ার লীগ। সর্বকালের অন্যতম সেরা কোচ স্যার আলেক্স ফার্গুসন বলেছিলেন ধারাবাহিকভাবে একাদিক ইপিএল ষড়যন্ত্র শুরু শিরোপা জয় প্রায় অসম্ভব। আর সেই অসম্ভব টাকেই যেন সম্ভব করেছে ম্যানচেস্টার সিটি। এই নিয়ে টানা চার সিজেন ২০২০-২১,২০২১-২২;২০২২-২৩,২০২৩-২৪ তারা ইপিএল এর শিরোপা ঘরে তুলেছে। এবং এই সময়ে তারা যেন অপ্রতিরোধ্য। গতকাল ছিল ইংলিশ প্রিমিয়ার লীগের এই সিজেনের শেষ ম্যাচ। ঘরের মাঠে ম্যানসিটির খেলা ছিল টেবিলের ৯ এ থাকা দল ওয়েস্ট হ্যাম এর সাথে। শিরোপা জয়ের জন্য ম্যাচটা জেতার দরকার ছিল তাদের। অন্যদিকে আর্সেনালের খেলা ছিল এভারটন এর সাথে।
ম্যান সিটি যদি ড্র করত এবং আর্সেনাল যদি ম্যাচটা জিতত তাহলেই ট্রফি চলে যেত আর্সেনালের ঘরে। কিন্তু রীতিমতো দাপটের সাথে ম্যাচটা জিতেছে ম্যান সিটি। ম্যাচটা ছিল বাংলাদেশ সময়ে রাত ৯ টাই। ম্যান সিটির প্রধান গোলরক্ষক এডারসন ইঞ্জুরড থাকার কারণে দ্বিতীয় গোলকিপার ওরটেগার সুযোগ হয় একাদশে। ম্যানসিটি বস গার্দিওয়ালা ৪-১-৪-১ ফর্মেশনে তার দলকে মাঠে নামায়। অন্যদিকে ওয়েস্ট হ্যাম এর ফর্মেশন ছিল ৩-৪-৪। ম্যাচটা শুরু হয়। ম্যাচের একেবারে শুরুতেই ডিবক্সের বাইরে থেকে শর্ট করে ইয়াংস্টার ফিল ফোডেন এবং গোল হয়ে যায়। ম্যাচের মাএ ২ মিনিটে ১-০ গোলের লিড পেয়ে যায় ম্যানসিটি। তারপর খেলা শুরু হয়। একেবারে দাপুটে খেলা শুরু করে ম্যানসিটি।
অবস্থা টা এমন দাঁড়ায় বল নিজেদের পায়ে রাখতেই পারছিল না ওয়েস্ট হ্যাম। প্রথম এিশ মিনিটের মধ্যে ৫ মিনিটও বল নিজেদের দখলে রাখতে পারেনি তারা। এরপর ম্যাচের ১৮ মিনিটে ডিবক্সের মধ্যে থেকে সুন্দর একটা শর্টে আবার গোল করে ফিল ফোডেন। গোল করলে 2-0 গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ততক্ষণে ম্যানসিটি ফ্যানেরা শিরোপা জয় এর উল্লাস শুরু করে দিয়েছে। রীতিমতো খেলা চলতে থাকে। এরপর ম্যাচের ৪২ মিনিটে দারুণ একটা গোল করে ওয়েস্ট হ্যাম এর কুদুস। এবং তারা ম্যাচে ফিরে আসে। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-১ গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যেন ওয়েস্ট হ্যাম এর খেলার ধরন পাল্টে যায়। একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু সেটা বেশিক্ষণ তারা করতে পারেনি।
আবার বল নিজেদের দখলে নিয়ে নেয় ম্যানসিটি। এবং তারপর পরিকল্পিত ভাবে আক্রমণ গড়ে তুলতে থাকে। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৫৯ মিনিটে অসাধারণ একটা গোল করে ম্যানসিটির রদ্রি। খেলার শেষটা ওখানেই হয়ে যায়। ম্যাচের বাকি সময়ে ওয়েস্ট হ্যাম খুব একটা সুবিধা করে উঠতে পারনি। এবং ম্যানসিটি দেখেশুনেই খেলতে থাকে। অন্যদিকে আর্সেনাল ম্যাচ জিতলেও কাজ হয়নি। কারণ এদিকে ম্যাচ জিতে ৩৮ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট যেখানে ৯১ সমান ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৮৯। ম্যানসিটির হয়ে জোড়া গোল করে সর্বোচ্চ রেটিং ৯.৩ নিয়ে ম্যাচ সেরা হয় ফিল ফোডেন। ফোডেন ইয়াং হলেও অসাধারণ একজন খেলোয়ার। অসাধারণ তার ডিবক্সের বাইরে থেকে শর্ট করে গোল করার ক্ষমতা টা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমেই আমি ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন জানাতে চাই টানা চতুর্থবারের মতো শিরোপা জয় করার জন্য। যদিও সিজনের প্রথমে প্লেয়ারদের ইনজুরির কারণে ম্যানচেস্টার সিটি কিছুটা পিছিয়ে পড়েছিল কিন্তু শেষের দিকে তারা খুবই ভালো খেলা আমাদেরকে উপহার দিয়েছে। আর সেই কারণেই তারা চতুর্থবারের মতো টানা শিরোপা জয় করতে পারল।