সৃষ্টির সেরা জীব, মানুষ।
আসসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই? আশাকরি সকলেই মহান সৃষ্টি কর্তার রহমতে অনেক ভালো আছেন।
মানুষ এমন মাখলুক যার সাথে অন্য কোন মাখলুকের কোন তুলনা হয় না। এজন্য আমাদেরকে বলা হয়,
'আশরাফুল মাখলুকাত'
অর্থাৎ, সৃষ্টির সেরা জীব।
আমাদের কে আমাদের সৃষ্টি কর্তা অনেক যত্ন সহকারে বানাইছে। আমাদের কে ভালোবাসা মুহাব্বত করে বানাইছে। তাই তো আমরা আজ এই দুনিয়ায় সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা।
এজন্য আমাদের উচিত যেই মহান সৃষ্টি কর্তা আমাদের কে বানাইছে একমাত্র তার ইবাদত বন্দেগী করা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে এই জন্যই দুনিয়াতে প্রেরণ করেছেন।
দুনিয়ার সকল প্রাণীর যেমন জন্ম হয় ঠিক তেমনি একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আর এটাই দুনিয়ার নীতি এটাই বাস্তবতা।
আমরা মানুষের মধ্যে যারা মুসলিম আছি তাদের এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কাজ হলো, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, তার গোলামী ও তার উপাসনা করা।
একদিন দুনিয়ায় আসছি আবার জানিনা কবে চলে যাবো। তাই আমাদের উচিত দুনিয়ায় থেকে আখিরাতের সামানা জোগার করা। আমার সর্বশেষ কথা এই যে, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলার হুকুম পালন করা। এবং হযরত মুহাম্মদ সা. এর সুন্নাহ নিজের মধ্যে স্থাপন করা।
আল্লাহ পাক সকল কে ইবাদত করার তৌফিক দান করেন। আমীন।
'সুম্মা আমীন'
আসলে অ্যাবিউজ করা, স্প্যামিং করা, কপিরাইট করা এটি মারাত্মক অপরাধ এবং এটি এই প্লাটফর্ম এর জন্য অনেক ক্ষতিকর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ। আপনাকে
আমি তো সম্পূর্ণ নিজে পোস্ট টা লিখেছি।