একদিন সবার জীবনের প্রদীপটা নিভে যাবে|| মানুষ মরনশীল ||@shy-fox 10% beneficiary
আমার বাংলা ব্লগ
"সবাইকে স্বাগতম"🥀
💞 "ভালোবাসি স্টীমিট প্লাটফর্ম" 💞
💞 "ভালোবাসি স্টীমিট প্লাটফর্ম" 💞
নমস্কার- আদাব।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷ প্রতিবারই ন্যায়ে আজও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে
৷ তাহলে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ৷
একদিন সবার জীবনের প্রদীপ টা নিভে যাবে৷ সেদিন আর তেল দিয়েও জীবনের প্রদীপটা কে জালানো সম্ভব হবে না৷ বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী পরিবার পরিজন সকলে সেদিন হয়ে যাবে পর আর এটাই বাস্তব ৷ সেদিন তোমার সঙ্গের সাথী কেউ হবে না তুমি তোমার সঙ্গের সাথী আর কেউ থাকবে না ৷ পৃথিবীর হয়তো এটাই নিয়তির খেলা ৷ ওই যে একটা গান বলে না দুনিয়া দুই দিনের মেলা এসেছি একেলা যাবো একেলা মধ্যে বড় মায়ার খেলা এসেছি একলা যাব একেলা৷ এগুলো শুধু গানই নয় একবার মন থেকে উপলব্ধি করলে অনেক জ্ঞান বিবেক জাগ্রত হয়৷ সত্যিই তো যখন এই দুনিয়ায় এসেছিলাম তখন একাই এসে ছিলাম কিন্তু এই একাই এসেই দুনিয়ার মধ্যে একটা বন্দি জেলখানায় রয়ে গেলাম কত খেলা কত রং তামাশা কিন্তু দিনশেষে একা একাই থেকে যাওয়া৷
আসলে মানুষ মরণশীল সবাইকে মৃত্যুর স্বাদ পেতে হবে এটাই বাস্তবতা৷
একটা সময় ছোট্ট শিশু জন্ম হয় পৃথিবীতে আসা বাবা মার কোলে লালন পালিত হয়ে শৈশব থেকে কিশোর কিশোর পেরিয়ে যৌবনে পদার্পণ এরপর জীবনে নতুন অধ্যায়ের খেলা৷ পরিবার পরিজন সবকিছুকে নিয়ে বেঁচে থাকা একটার পর্যায়ে দেখতে দেখতে যে কখন সময় ফুরিয়ে যাবে তা কেউ বলতে পারে না ৷

লোকেশন
প্রত্যেক প্রাণীকে মরতে হবে যে জন্মেছে সে মরবেই৷পৃথিবীর বুকে সমস্ত কিছুর মধ্যে সত্য হলো মৃত্যু মৃত্যুকে স্বীকার করা অনিবার্য৷ একটি ছোট্ট পোকা হতে শুরু করে পৃথিবীর সমস্ত জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে৷ আরে মৃত্যুকে ঠেকাতে কেউ পারবে না৷ এখানে সবাই অক্ষম পৃথিবীর এই নিয়ম নিয়তিকে মানতেই হবে৷ বেলা শেষ যেমন সূর্য যেমন অস্ত যায় তাকে বিদায় দিতে হয় ৷একটি নতুন দিনের আশায় ৷ঠিক তেমনি মানুষের মৃত্যুরও যখন সময় নির্ধারণ হয়ে যাবে তখন তাকে যেতেই হবে৷ তাকে প্রতিহত করতে কেও পারবেন৷
সবাইকেই জীবনের শেষ প্রদীপ টা নিভতেই হবে ৷ দুনিয়াতে যেমন আগমনী সিরিয়াল আছে দাদা পিতা ও নাতি৷ কিন্তু যাওয়ার জন্য কোন সিরিয়াল নেই৷ যখন যার ডাক আসবে তাকে সেই সূর্যাস্তের মতো জীবনের প্রদীপের আলোটা নিভে যেতে হবে সেই পরপারে৷
প্রিয় বন্ধুদের আসলে মৃত্যু এমন একটা জিনিস সবাইকে এর স্বাদ গ্রহণ করতেই হবে৷ সমস্ত কিছু ছেড়ে এই পৃথিবীর বুকে চলে যেতে হবে৷ কিন্তু অথচ আমরা এই জগৎ সংসারে কত রং তামাসা করে কাটিয়ে দিচ্ছি ৷আমরা ভুলেই গেছি সবার উপরে একজন রয়েছেন ৷
তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ ৷আশা করছি সবার ভালো লেগেছে ৷ আবার হাজির হবে অন্য কোন নতুন ব্লগ নিয়ে ৷
এই প্রত্যাশা রেখে আজকের মত আপনার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি ৷ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ৷
সমাপ্ত

@gopiray
🥀সবাইকে অসংখ্য ধন্যবাদ🥀
নমস্কার- আদাব।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷ প্রতিবারই ন্যায়ে আজও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে
৷ তাহলে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ৷
একদিন সবার জীবনের প্রদীপ টা নিভে যাবে৷ সেদিন আর তেল দিয়েও জীবনের প্রদীপটা কে জালানো সম্ভব হবে না৷ বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী পরিবার পরিজন সকলে সেদিন হয়ে যাবে পর আর এটাই বাস্তব ৷ সেদিন তোমার সঙ্গের সাথী কেউ হবে না তুমি তোমার সঙ্গের সাথী আর কেউ থাকবে না ৷ পৃথিবীর হয়তো এটাই নিয়তির খেলা ৷ ওই যে একটা গান বলে না দুনিয়া দুই দিনের মেলা এসেছি একেলা যাবো একেলা মধ্যে বড় মায়ার খেলা এসেছি একলা যাব একেলা৷ এগুলো শুধু গানই নয় একবার মন থেকে উপলব্ধি করলে অনেক জ্ঞান বিবেক জাগ্রত হয়৷ সত্যিই তো যখন এই দুনিয়ায় এসেছিলাম তখন একাই এসে ছিলাম কিন্তু এই একাই এসেই দুনিয়ার মধ্যে একটা বন্দি জেলখানায় রয়ে গেলাম কত খেলা কত রং তামাশা কিন্তু দিনশেষে একা একাই থেকে যাওয়া৷
আসলে মানুষ মরণশীল সবাইকে মৃত্যুর স্বাদ পেতে হবে এটাই বাস্তবতা৷
একটা সময় ছোট্ট শিশু জন্ম হয় পৃথিবীতে আসা বাবা মার কোলে লালন পালিত হয়ে শৈশব থেকে কিশোর কিশোর পেরিয়ে যৌবনে পদার্পণ এরপর জীবনে নতুন অধ্যায়ের খেলা৷ পরিবার পরিজন সবকিছুকে নিয়ে বেঁচে থাকা একটার পর্যায়ে দেখতে দেখতে যে কখন সময় ফুরিয়ে যাবে তা কেউ বলতে পারে না ৷
লোকেশন
প্রত্যেক প্রাণীকে মরতে হবে যে জন্মেছে সে মরবেই৷পৃথিবীর বুকে সমস্ত কিছুর মধ্যে সত্য হলো মৃত্যু মৃত্যুকে স্বীকার করা অনিবার্য৷ একটি ছোট্ট পোকা হতে শুরু করে পৃথিবীর সমস্ত জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে৷ আরে মৃত্যুকে ঠেকাতে কেউ পারবে না৷ এখানে সবাই অক্ষম পৃথিবীর এই নিয়ম নিয়তিকে মানতেই হবে৷ বেলা শেষ যেমন সূর্য যেমন অস্ত যায় তাকে বিদায় দিতে হয় ৷একটি নতুন দিনের আশায় ৷ঠিক তেমনি মানুষের মৃত্যুরও যখন সময় নির্ধারণ হয়ে যাবে তখন তাকে যেতেই হবে৷ তাকে প্রতিহত করতে কেও পারবেন৷
সবাইকেই জীবনের শেষ প্রদীপ টা নিভতেই হবে ৷ দুনিয়াতে যেমন আগমনী সিরিয়াল আছে দাদা পিতা ও নাতি৷ কিন্তু যাওয়ার জন্য কোন সিরিয়াল নেই৷ যখন যার ডাক আসবে তাকে সেই সূর্যাস্তের মতো জীবনের প্রদীপের আলোটা নিভে যেতে হবে সেই পরপারে৷
প্রিয় বন্ধুদের আসলে মৃত্যু এমন একটা জিনিস সবাইকে এর স্বাদ গ্রহণ করতেই হবে৷ সমস্ত কিছু ছেড়ে এই পৃথিবীর বুকে চলে যেতে হবে৷ কিন্তু অথচ আমরা এই জগৎ সংসারে কত রং তামাসা করে কাটিয়ে দিচ্ছি ৷আমরা ভুলেই গেছি সবার উপরে একজন রয়েছেন ৷
তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ ৷আশা করছি সবার ভালো লেগেছে ৷ আবার হাজির হবে অন্য কোন নতুন ব্লগ নিয়ে ৷এই প্রত্যাশা রেখে আজকের মত আপনার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি ৷ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ৷
সমাপ্ত
@gopiray 🥀সবাইকে অসংখ্য ধন্যবাদ🥀
গভীর ভাববার বিষয়, যখন এই বিষয়গুলো চিন্তা করি তখন নিজের মধ্যে একটা অন্যরকম আমি কে আবিস্কার করি। তখন আর পৃথিবীর মোহ মায়া ভালো লাগেনা কেমন যেন অন্যরকম হয়ে যাই।
ভাই পৃথিবী টা সত্যিই মায় মোহে আবদ্ধ ৷তবুও দিনশেষে ওই পারের পথিক হতে হবেই৷
বাস্তবে চির সত্য। মানুষ মরণশীল। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। এবং পরপারে যাওয়ার জন্য কোন সিরিয়াল নেই। সুন্দর আলোচনা করেছেন দাদা। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
হুম মৃত্যুর কোনো ঠিক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই