আজও মনে পড়ে তোমার কথা (১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য)❤১৪-ই ফ্রেব্রুয়ারী ২০২২ভালোবাসা দিবস❤

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আজ বিশ্ব ভালোবাসা দিবস

আমার বাংলা ব্লগ

নমস্কার ও আদাব

heart-6951005__480.webphttps://pixabay.com/images/id-6951005/

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে ভালোবাসা দিবসের শুভেচ্ছাও অভিনন্দন বন্ধরা সবাই কেমন আছেন?আশা করছি ভালোই আছেন ৷আমিও ভালো আছি
আজ মহান ভালোবাসা দিবস পহেলা ফাল্গুন৷এই দিনটি অন্য দিনের চেয়ে একটু ভিন্ন এই দিনটি একে অপরের কাছে আসা বা প্রেম ও ভালোবাসার দিন

  • আজ আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি ৷ভালোবাসা দিবস উপলক্ষে আমার কিছু কথা এবং প্রিয় প্রাক্তনকে নিয়ে নিয়ে কিছু কথা উপস্থাপন করব৷আশা করব ভালো লাগবে
  • ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ৷

istockphoto-1279146825-612x612.jpg
https://pixabay.com/images/id-6951005/

প্রিয় প্রাক্তন

প্রিয়তমা,জানি না তোমার কথা
কেনো যেন আজ একটু বেশি মনে পড়েছে৷
শুধু শুধু বার বার মনে পড়ছে তোমার সাথে কাটানো দিনগুলো ৷
আচ্ছা তুমি কি ভুলে গেছো আজকের দিনটির কথা
৷যেদিন তোমাকে আমি বলেছিলাম আমার প্রথম ভালোবাসার কথা ৷যেদিন তুমি সাদরে গ্রহণ করেছিলে আমার ভালোবাসা ৷আজ তুমি কতদুরে তোমার কি একটুও মনে পড়ে না আমার কথা ৷তুমি আজ ভুলে গেছো আমার কথা কিন্তু আমি আজও তোমার অপেক্ষায় ৷সত্যি মাঝে মাঝে ভাবছি ভালোবাসা কি এমনি ৷ শুনেছি কিছু ভালোবাসা না কি না পাওয়াই থেকে যায় ৷যদি তাই হয় তবে তোমাকে ভালোবেসেই যাব এভাবেই ৷৷আর বলবো তুমি ভালো থেকো৷ ভালোবাসা বদলায় না বদলায় তো শুধু মানুষ গুলো৷
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ভালোবেসে এতোটুকু বুঝলাম

  • ভালোবাসা একটা কঠিন ব্যাপার ৷কেউ প্রেম করছে আবার কেউ না,কেউ এক মাস ছয় মাস এক বছর ৷আবার কেউ শেষ পযন্ত একে অপরের হাত ধরেছে ৷কেউ হেরে গেছে ৷সত্যি ভালোবাসা টা বড়ই কঠিন

  • তাই ভালোবাসুন মন থেকে আর ভালোবাসা কোনো প্রকারনা নয় ৷ভালোবাসা হোক সৎ তবেই ভালোবাসা থাকবে মধুর৷

    ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আসলে সবার জীবনে প্রেম আসে। কারো থেকে যায় আবার কারো চলে যায়। আমাদের উচিত প্রাক্তন কে সম্মান করা। তাদের কাছ থেকেই আমরা জীবনের পথ চলা শুরু করি। দারুন লিখেছেন প্রাক্তন কে নিয়ে

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

ভালোই লিখেছেন। তবে এই ধরনের পোস্টে চেষ্টা করবেন আরো বেশি লেখার। আপনি এমন একটি বিষয় নিয়ে লিখেছেন যেটি নিয়ে লিখতে কখনো বাক্যের কমতি হওয়ার কথা না। ভালোবাসা নিয়ে লিখতে গেলে অনেক লেখা সম্ভব। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এরপর থেকে চেষ্টা করব

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95957.89
ETH 2786.70
SBD 0.67