ভালোবাসা লুকোনো থাক
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
পৃথিবীতে এতো এতো খারাপ সংবাদ, এতো এতো খারাপ মুহূর্ত, এতো এতো খারাপ মানুষ। তাদেরকে দেখলে মনে হয় যে ভালোবাসাটা লুকানো থাকলেই ভালো। কারণ আমি কিংবা আপনি যখন আমাদের ওই প্রিয় মানুষগুলোকে আমাদের ভালোবাসা দেখিয়ে ফেলি।তখন আসলে তারা আমাদেরকে পেয়ে বসে। অর্থাৎ তারা এটা বুঝে যায় যে, আমরা তাদেরকে ভালোবাসি এবং তারা যখন এটা বুঝে যায়। তখন আমাদের সাথে কোনো খারাপ কাজ করতে। অর্থাৎ আমাদের মন ভাঙতেও তারা একটুও সময় নেয় না। এবং আমাদের মন ভাঙাটাকে তাদের মূল কাজ হিসেবে ধরে নেয়।
আসলে এই ব্যাপারগুলো সত্যি অনেক কষ্টের। কারণ আমরা আমাদের ভালবাসার মানুষগুলোকে আমাদের ভালোবাসাটা দেখাই অনেক আকাঙ্ক্ষা অনেক কিছু নিয়ে। অর্থাৎ তাদের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা থাকে, তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা থাকে। সেসব এর কারণে কিন্তু আমরা তাদেরকে আমাদের মনের গোপন কথা জানাই। কারণ আমরা এটা বিশ্বাস করি যে, তারা আমাদের এই মনের গোপন কথার হিসাব রাখবে অর্থাৎ মর্যাদা দেবে।
কিন্তু আমরা সম্পূর্ণ রকম ভুল হই। কারণ আমরা যখন আমাদের ভালোবাসা দেখিয়ে ফেলি।আমরা যখন আমাদের দুর্বলতা তাদের সামনে দেখিয়ে ফেলি। তখন তারা আমাদেরকে অনেক বেশি হেয় করে তারা আমাদেরকে অনেক বেশি ছোট করে। তাই আমার মনে হয় যে, আমাদের মনের যে কথা, আমাদের মনের আকাঙ্ক্ষা এগুলো লুকোনো থাকাই সবচেয়ে বেশি ভালো। কারণ সেগুলো লুকানো থাকলে মানুষ সেগুলো ব্যবহার করার সুযোগ পায় না। অর্থাৎ অন্তত আমাদের দুর্বলতাকে তাদের হাতিয়ার করার সুযোগ পায় না। ভালোবাসা লুকানো থাকাই ভালো। কারণ, আসল ভালবাসার মর্যাদা বেশিরভাগ মানুষ দিতে পারে না। আর দিতে পারে না বলেই আজ চারপাশে এতো হৃদয় ভাঙ্গার গল্প!